সেতুর উপর বসত বাড়ি ।। Home On The Bridge

সেতু চিনেন না এমন বিজ্ঞলোক আশা করি খুঁজে পাওয়া সম্ভব না।পানির উপর দিয়ে যোগাযোগ রক্ষায় সেতুর বিকল্প কোন কিছু নেই। এই সেতু কিন্তু বিভিন্ন ধরনে হয়। কেন মনে নেই? ঐ যে টানা সেতু, ভাজ করা সেতু, উত্তলন সেতু আর টেবিল সেতু। কি এবার নিশ্চয় মনে পরেছে? যা হোক আজ আপনাদের পরিচয় করিয়ে দিব এমন এমন কিছু সেতুর সাথে যে সেতু গুলি শুধু দু'ধারের যোগাযোগ স্থাপন করেছে তা নয় বরং এসব সেতুর পর গড়ে উঠেছে মানুষের বসবাস যোগ্য বসত বাড়ি, আর এগুলি দেখতেও কিন্তু বেশ চমৎকার। চলুন তাহলে এবার পরিচিত হয়ে আসা যাক এসকল চমৎকার চমৎকার সব সেতুর সাথে,

ইতালির Ponte Vecchio সেতুঃ


ইতালির Ponte Vecchio সেতুটি ইতালির সব থেকে পুরাতন সেতু গুলির মধ্যে একটি। ধারনা করা হয় এটি রোমান সম্রাজ্যের সময় তৈরি করা হয়েছিল। ১৩৪৫ সালে এক ভয়াবহ বন্যায় সেতুটি ক্ষতিগ্রস্ত হলে সেতুটি পুনঃনির্মান করা হয়। আর তখন থেকেই এই সেতুর উপর বসত বাড়ি বানানো শুরু হয়। তৎকালীন সময়ে এই সেতুতে গড়ে ওঠে কসাই এবং চামড়া ব্যাবসায়িদের দোকান। কিন্তু পরবর্তিতে ১৫৯৩ সালে Duke Ferdinand এর আদেশে এই সকল কসাই এবং চামড়া ব্যাবসায়িদের সরিয়ে দিয়ে সোনার দোকান বসানো হয়।


সেই ১৫৯৩ সাল থেকে এই সেতুটি নতুন এবং ভিন্ন ভিন্ন ডিজাইনের স্বর্নালংকারের দোকানের জন্য বেশ বিখ্যাত। তবে বর্তমানে স্বর্নের দোকানের পাশে আরো নতুন নতুন দোকান গড়ে উঠেছে।

জার্মানির Krämerbrücke সেতুঃ


Krämerbrücke সেতুটি জার্মানির Thuringian শহরের মধ্যে দিয়ে প্রবাহিত Gera নদীর শাখার উপর অবস্থিত। এই সেতুটি পায়ে হাটা সেতু হলেও এই সেতুর দু'ধার ঘেষে তৈরি করা হয়েছে বসত বাড়ি। এই সেতুর উপর সব দোকান গুলি পুরান জিনিষ পত্র বিক্রির দোকান। শুধু মাত্র ১৫, ২০,২৪ এবং ৩৩ নম্বর বাড়ি বাদে। এই চারটি বাড়ি পৌর ভবন। এই সেতুটি জার্মানির পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়।


এই শহরের সব থেকে বড় এবং জনপ্রিয় বার্ষিক অনুষ্ঠান, যা জুন মাসে অনুষ্ঠিত হয়, যেখানে সবাই বিভিন্ন সাজে সেজে যাত্রায় বের হয় সেই অনুষ্ঠানের নাম করন করা হয়ছে এই Krämerbrücke সেতুর নামে।

ফ্রান্সের Pont de Rohan সেতুঃ


Pont de Rohan সেতুটি ফ্রান্সের উত্তর পশ্চিমে অবস্থিত Landerneau শহরে। ১৩৩৬ সালে Élorn নদীর উপর তৈরি করা হয় এই সেতুটি। সেতুটি পুনঃরায় সংস্কার করেন Jean II de Rohan ১৫১০ সালে। সংস্কারের পর এই সেতুর উপর গড়ে তোলা হয় দুটি দোকান, একটি আটা ময়দার কারখানা এবং একটি জেলখানা। এই সেতুর উপর দুটি সারিতে গড়ে তোলা হয়েছে এই বাড়ি গুলি। এটি Landerneau শহরের একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র।

বুলগেরিয়ার Covered সেতুঃ


Covered নামটা পড়ে নিশ্চই বুঝে গেছেন যে এই সেতুটি সম্পূর্ন ভাবে ছাদ দিয়ে ঢাকা। বলতে পারেন ঢাকা শহরের Foot over bridge গুলির মত। উপরে ছাদ আর চারিপাশে বসে থাকা ফুটপাতের খুচরা বিক্রেতারা। এই সেতুটি বুলগেরিয়ার Lovech শহরের Osam নদীর উপর অবস্থিত। বর্তমানে যে সেতুটি দেখছেন এটি কিন্তু পুনঃসংস্কার করা, ১৮৭২ সালে এক ভয়াবহ বন্যায় মূল সেতুটি প্রায় সম্পূর্ন ধ্বংস হয়ে যায়, এসময় এই শহরের পুলিশ প্রধান এলাকার সব থেকে নাম করা রাজমিস্ত্রি Kolyu Ficheto কে দিয়ে নতুন ভাবে এই সেতুটি নির্মান করান। Kolyu Ficheto একাই কিন্তু এই সেতু নির্মান করেননি, এই সেতু তৈরি করতে Lovech প্রতিটা লোক সহায়তা করেছেন। যারা গরীব ছিলেন তারা নিজেরা শ্রম দিয়েছেন আর যারা বিত্তশালী ছিলেন তারা অর্থ দিয়েছেন এই সেতু তৈরি করতে। অবশেষে ১৮৭৪ সালে এই সেতুটি সম্পূর্ন ভাবে বানানো শেষ হয়।


পুনঃসংকৃত সেতুটি ২৬৭ ফুট লম্বা ছিল এবং এই সেতুর উপর ৬৪টি দোকান বানানো হয়েছিল।

কিন্তু বিধিবাম, ১৯২৫ সালে এক ভয়াবহ অগ্নিকান্ডে সেতুটি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। এর পরে ১৯৩১ সালে আরো আধুনিক সরংজাম দিয়ে সেতুটি পুনঃনির্মান করা হয়, যা এখন পর্যন্ত টিকে রয়েছে। বর্তমানে সেতুটি ৩৫০ ফুট লম্বা আর দোকার রয়েছে ১৪ট। নতুন এই সেতুর ডিজাইন করেন স্থাপতি Being Zlatev।

ফ্রান্সের Pont des Marchands সেতুঃ


Pont des Marchands সেতুটি ফ্রান্সের দক্ষিনে Narbonne শহরে অবস্থিত। সেতুটি de la Robine চ্যানেলের উপর অবস্থিত এই সেতুটি। সেতুটির উপর কয়কটি বাড়ি এবং দোকার অবস্থিত।


ইংল্যান্ডের Pulteney সেতুঃ


১৭৭৩ সালে নির্মিত Pulteney সেতুটি Bath অঞ্চলের Avon নদীর উপর অবস্থিত। এই সেতুটির ডিজাইন করেন Robert Adam। সমগ্র বিশ্বে নির্মিত ৪টি সেতুর মধ্যে একটি, যেটির সম্পূর্নটা জুড়ে রয়েছে শুধু মাত্র দোকান। দোকান্ গুলির মধ্যে রয়েছে ফুলের দোকান, পুরাতন ম্যাপের দোকান এবং জুসের দোকান।


ইংল্যান্ডের Frome Town সেতুঃ


এই সেতুটি ইংল্যান্ডের উত্তর পূর্বে Somerset অঞ্চলে অবস্থিত। এটি তৈরি করা হয় ১৬৬৭ সালে।

ইংল্যান্ডের Bridge House:


এই সেতুটি তৈরি করা হয় প্রায় ৩০০ বছর আগে Stock Ghyll এ। মূলত এটি তৈরি করা হয় গ্রীস্মকালীন অবকাশ কেন্দ্র এবং Ambleside Hall এর আপেল সংরক্ষনের জন্য। পরবর্তিতে ১৯২৬ সালে স্থানীয় লোকেরা বাড়িটি কিনে নেয় এবং পরবর্তিতে National Trust for Places of Historic Interest or Natural Beauty সংস্থাকে এটি দিয়ে দেওয়া হয়।

ফ্রান্সের The Old Mill:


ফ্রান্সের উত্তর অঞ্চলে অবস্থিত এই আটা ময়দা তৈরির কারখানাটি। মনে করা হয় এটি তৈরি করা হয়েছিল ১৬ শতকের দিকে। এটি এখন ভেংগে যাওয়া একটা সেতুর অংশ মাত্র। এটি এই অঞ্চলের একটা বিশেষ আকর্ষন। অনেক চিত্র শিল্পি তাদের রঙ তুলির যাদুতে ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন এই সেতুর ছবি।

লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info