নেটে ঘুরতে ঘুরতে নানান সময় নানান ধরনের মজার ছবি চোখে পড়ে। এর কোন কোনটি হয়তো সুন্দর, রহস্যময় বা উদ্ভট। কখনো ইচ্ছে করে সবার সাথে তা শেয়ার করি। তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি অদ্ভূত কিছু টুথপিক শিল্পকর্মের ছবি।
০১) ট্রেনঃ
১৯২০সালের ট্রেনটির ৫৮×১৮×১৩ সেঃমিঃ মাপের এই মডেলটি তৈরি করতে সময় লেগেছে এক বছর, আর এতে ব্যবহার করা হয়েছে ৮০০টি টুথপিক।
১৯২০সালের ট্রেনটির ৫৮×১৮×১৩ সেঃমিঃ মাপের এই মডেলটি তৈরি করতে সময় লেগেছে এক বছর, আর এতে ব্যবহার করা হয়েছে ৮০০টি টুথপিক।
০২) জাহাজঃ
পালতোলা এই জাহাজটির সাইজ ৫৭×৫৬×১৩ ইঞ্চি। ২৫,০০০ টিরও বেশি টুথপিক লেগেছে এই মডেলটি তৈরি করতে। ১৯৯১ সালে এটির তৈরির কাজ শুরু হয়, কাজ যখন শেষ হয় তখন ক্যালেন্ডারের পাতা ১৯৯৩ এর ঘরে।
পালতোলা এই জাহাজটির সাইজ ৫৭×৫৬×১৩ ইঞ্চি। ২৫,০০০ টিরও বেশি টুথপিক লেগেছে এই মডেলটি তৈরি করতে। ১৯৯১ সালে এটির তৈরির কাজ শুরু হয়, কাজ যখন শেষ হয় তখন ক্যালেন্ডারের পাতা ১৯৯৩ এর ঘরে।
০৩) ঘোড়াঃ
একবার অনুমান করুনতো এই ঘোড়াটি তৈরি করতে কতটি টুথপিক লাগতে পারে? মাত্র দেড় মিলিয়ন টুতপিক লেগেছে এই কর্মসাধন করতে। ৮ বর্গ মিটারের এই ত্রিমাত্রিক টুথপিক কর্মটি ২০০৭ সালে ৪০ দিনে তৈরি হওয়ার সাথে সাথেই তা 'Guinness World Records' এ সবচেয়ে বড় ত্রিমাত্রিক টুথপিক চিত্র হিসেবে স্থান করে নেয়।
একবার অনুমান করুনতো এই ঘোড়াটি তৈরি করতে কতটি টুথপিক লাগতে পারে? মাত্র দেড় মিলিয়ন টুতপিক লেগেছে এই কর্মসাধন করতে। ৮ বর্গ মিটারের এই ত্রিমাত্রিক টুথপিক কর্মটি ২০০৭ সালে ৪০ দিনে তৈরি হওয়ার সাথে সাথেই তা 'Guinness World Records' এ সবচেয়ে বড় ত্রিমাত্রিক টুথপিক চিত্র হিসেবে স্থান করে নেয়।
০৪) কাবাঘরঃ
পৃথিবীর সবচেয়ে বড় মসজিদের এই টুথপিক রেপ্লিকা তৈরিতে কোয়াটার মিলিয়ন টুথপিক লেগেছে। ১৫ ফুট লম্বা এই মডেল তৈরিতে সময় লেগেছে তিন মাস।
পৃথিবীর সবচেয়ে বড় মসজিদের এই টুথপিক রেপ্লিকা তৈরিতে কোয়াটার মিলিয়ন টুথপিক লেগেছে। ১৫ ফুট লম্বা এই মডেল তৈরিতে সময় লেগেছে তিন মাস।
০৫) নিউওর্ক সিটিরঃ
নিউওর্ক সিটির ১.৪ মাইল লম্বা জায়গার টুথপিক রেপ্লিকাটি তৈরি হয়েছে ২১ ফুট জায়গায়। ৫০,০০০ টি টুথপিক দিয়ে এই মডেল তৈরিতে সময় লেগেছে এক মাস।
নিউওর্ক সিটির ১.৪ মাইল লম্বা জায়গার টুথপিক রেপ্লিকাটি তৈরি হয়েছে ২১ ফুট জায়গায়। ৫০,০০০ টি টুথপিক দিয়ে এই মডেল তৈরিতে সময় লেগেছে এক মাস।
০৬) সিডনি অপেরা হাউসঃ
এই অপেরা হাউসটি তৈরিতে ব্যবহার হয়েছে ৩৫,০০০ টি টুথপিক।
এই অপেরা হাউসটি তৈরিতে ব্যবহার হয়েছে ৩৫,০০০ টি টুথপিক।
০৭) তাজমহলঃ
১৫,০০০ টি টুথপিক ব্যবহার করা হয়েছে এই তাজমহলটি তৈরি করতে।
১৫,০০০ টি টুথপিক ব্যবহার করা হয়েছে এই তাজমহলটি তৈরি করতে।
০৮) পিটার’স স্কয়ারঃ
ভেটিকান সিটির পিটার’স স্কয়ারের ১০ ফুট লম্বা এই রেপ্লিকা তৈরিতে সময় লেগেছে ৩ মাস। প্রায় ১,৫০,০০০ টি টুথপিক লেগেছে এটি তৈরিতে।
লেখকঃ মরুভুমির জলদস্যু।
সম্পাদনায়ঃ জানা অজানার পথিক।
ভেটিকান সিটির পিটার’স স্কয়ারের ১০ ফুট লম্বা এই রেপ্লিকা তৈরিতে সময় লেগেছে ৩ মাস। প্রায় ১,৫০,০০০ টি টুথপিক লেগেছে এটি তৈরিতে।
লেখকঃ মরুভুমির জলদস্যু।
সম্পাদনায়ঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন