মডেলিং সম্পর্কেতো অনেকের ধারনা আছে। "মাঞ্জা মাইরা ক্যামেরার সামনে মাজা ভাইঙ্গা ষ্টাইল দিয়ে ছবি তোলার নাম হল মডেলিং", জানি জানি আপনারা মডেলিং নিয়ে দেওয়া আমার এই সংজ্ঞার সাথে একমত হবেন না। সে যা হোক, আজ আপনাদের এমন কিছু মডেলের কথা বলব যারা ছবি তুলেছে সমুদ্রের পানির নিচে আর তাদের সঙ্গী "হোয়েল সার্ক"। এই মডেলিং করার উদ্যোগ নেন Kristian Schmidt এবং Shawn Heinrichs নামক দু'জন ক্যামেরাম্যান, আর এই ছবি তোলা হয় ফিলিপাইনের অসলোব (Oslob) শহরের সমুদ্র সৈকতে। একটা কথা না বলে পারছি না, এই ছবি গুলির মাইয়াগো সাহস আছে, তেলাপোকা দেখলে যারা ভয় পায় তারা কিনা ছবি তুলল সব থেকে বড় হাঙ্গরের প্রজাতি হোয়েল সার্কের সাথে!! সত্যি সাহসিকতার জন্য তাদের নোবের পুরস্কার দেওয়া উচিত।
বকর বকর অনেক হইছে এবার আসুন ছবি গুলি দেখে নেওয়া যাক,
ছবি সংগ্রহেঃ জানা অজানার পথিক।