হাঙ্গর মাছের সাথে মডেলিং ।। Modeling With Shark

মডেলিং সম্পর্কেতো অনেকের ধারনা আছে। "মাঞ্জা মাইরা ক্যামেরার সামনে মাজা ভাইঙ্গা ষ্টাইল দিয়ে ছবি তোলার নাম হল মডেলিং", জানি জানি আপনারা মডেলিং নিয়ে দেওয়া আমার এই সংজ্ঞার সাথে একমত হবেন না। সে যা হোক, আজ আপনাদের এমন কিছু মডেলের কথা বলব যারা ছবি তুলেছে সমুদ্রের পানির নিচে আর তাদের সঙ্গী "হোয়েল সার্ক"। এই মডেলিং করার উদ্যোগ নেন Kristian Schmidt এবং Shawn Heinrichs নামক দু'জন ক্যামেরাম্যান, আর এই ছবি তোলা হয় ফিলিপাইনের অসলোব (Oslob) শহরের সমুদ্র সৈকতে। একটা কথা না বলে পারছি না, এই ছবি গুলির মাইয়াগো সাহস আছে, তেলাপোকা দেখলে যারা ভয় পায় তারা কিনা ছবি তুলল সব থেকে বড় হাঙ্গরের প্রজাতি হোয়েল সার্কের সাথে!! সত্যি সাহসিকতার জন্য তাদের নোবের পুরস্কার দেওয়া উচিত।

বকর বকর অনেক হইছে এবার আসুন ছবি গুলি দেখে নেওয়া যাক,


hybridknowledge.info hybridknowledge.info

ছবি সংগ্রহেঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info
জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।