আমাদের চারিপাশের পরিবেশ মারাত্মক ভাবে বদলে যাচ্ছে। এনিয়ে পূর্বেও আপনাদের 'একবার হলেও আপনাকে ভাবাবে' এবং 'বিশ্ব কতটুকু বদলে গেছে?' লেখা দু'টিতে আপনাদের কিছুটা ধারনা দেবার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি তা আমার জানা নেই। কিন্তু আমরা যদি এগুলি পরিবর্তন না করতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি জবাব দিব তা কি একবারও চিন্তা করে দেখেছেন?


আমাদের হাতে হয়ত এখনও কিছুটা সময় বাকি আছে যাতে আমরা আমাদের বাসযোগ্য একমাত্র এই ধরনীকে ভবিষ্যত প্রজন্মের জন্য সুন্দর ও বাসযোগ্য করে রেখে যেতে পারি। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই একমাত্র পারে এই কাজ সম্পন্ন করতে। তা না হলে ভবিষ্যত প্রজন্মকে দুঃখিত বলা বাদে আমাদের আর কিছুই করার নাই।
লেখকঃ জানা অজানার পথিক।
লেখকঃ জানা অজানার পথিক।
আসলেই আমরা আমাদের ভবিষথ্যের জন্য আমাদের ভবিষ্যত নষ্ট করছি।
উত্তরমুছুনকিন্তু বোঝে কত জনে???
মুছুন