দুনিয়ার আজব কিছু রাজনৈতিক দল

রাজনীতির মূল সংজ্ঞা যে কি তা আজ রাজনীতিবিদদের আচরনে থিসিসের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আমাদের দেশে অধিকাংশ রাজনৈতিক দলের সিনিয়র নেতারা এমন এমন আজব কর্মকাণ্ড ঘটান বা এমন কথাবার্তা বলেন, যে মনে হয় তাদের আসল স্থান পাগলাগারদ হওয়া উচিত। রাজনৈতিক নেতাদের এহেন কর্মকাণ্ডে নিজেরা নিজেদেরকে আমজনতার সামনে হাস্যরসের পাত্র বানিয়ে ফেলেছেন। কিন্তু ঘটনা হল আমরা কিন্তু আবার এইসব তথাকথিত রাজনৈতিক নেতাদের জন্য জীবন উৎসর্গ করতে রাজি থাকি। যাই হোক চলেন ঘুরে আসি দুনিয়ার আজব সব রাজনৈতিক দলের পরিমণ্ডলে।

The Rhinoceros Party of Canada:


১৯৬৩ সালে গঠিত এই রাজনৈতিক দলটি শুরু থেকে আজ পর্যন্ত কানাডা-সহ সারা পৃথিবীতে আলোচিত তাদের মিডিয়া Stunts আর অদ্ভুত সব কর্মকাণ্ড নিয়ে। তাদের প্রচারের একটি বিষয় হল 'To keep none of our promises'। তাদের আরেকটি রাজনৈতিক প্রচার যা সবাইকে অবাক করেছিল তা হল আমেরিকা সহ সব দেশের নিউক্লিয়ার বর্জ্য একসাথে জমিয়ে তা আমেরিকার সিনেটের ফ্লোরে ফেলাতে হবে কারণ তাদের হিসাবে, 'We’ve been storing political waste there for years।' মজার ব্যাপার হল প্রত্যেক নির্বাচনে তারা অংশ নেয় এবং ভোটও পায় অনেক। কিছুকাল আগে ফেডারেল নির্বাচনে তারা একজন প্রফেশনাল জোকারকে তাদের দল থেকে দাড় করিয়ে দেয় এবং নির্বাচনে তাদের প্রার্থী অল্প ভোটের ব্যবধানে হেরে দ্বিতীয় হয়।

The Guns and Dope Party:


'The Guns and Dope Party' ২০০৩ সালে গঠিত হয় একটি রম্য লেখক 'Robert Anton Wilson' এর একটি জোক কেন্দ্র করে। যা তিনি লিখেছিলেন ক্যালিফোর্নিয়ার সেই আলোচিত নির্বাচন নিয়ে যেটায় জিতেছিল 'Arnold Schwarzenegger', দলটি আদর্শগত ভাবে লিবারেল এবং পরিচালিত হয় 'Wilson' এর আইডিয়া অনুসারে। সবথেকে মজা হল দলটির এই মতবাদ যে দলের ডান অংশ যদি অস্ত্র প্রিয় হয় তবে বাম অংশটি অবশ্যই মাদক প্রিয় হতে হবে। আর এই অস্ত্র আর মাদক প্রিয় লোকদের নিয়ে এই দলটির মূল শ্লোগান হল, 'I’ll tolerate your hobbies if you’ll tolerate mine'।

The Canadian Extreme Wrestling Party:


'The Canadian Extreme Wrestling Party' গঠিত হয় ১৯৯৯ সালে কিছু শৌখিন এবং পেশাদার রেস্লারদের নিয়ে। এই দলটি খুবই সোচ্চার বিভিন্ন জলবায়ু এবং অর্থনৈতিক ইস্যুতে। তবে এই দলটির নেতা নির্বাচিত হয় পেশী শক্তির জরে। মানে হল যারা নেতা হতে চায় তাদের মধ্য থেকে ১১ জনকে একসাথে একটি রিং এ রেস্লিং এর জন্য দেওয়া হয় আর যে শেষ পর্যন্ত টিকে থাকে সে হয় দলটির নেতা। আর দলটি সবথেকে বেশী হইচই বাধিয়েছিল কানাডার ন্যাটোতে সৈন্য পাঠানো নিয়ে তৈরি হওয়া ইস্যুতে।

The Miss Great Britain Party:


'To make Westminster sexy not sleazy', এই শ্লোগানটি সামনে রেখে ২০০৮ সালে মিস গ্রেট ব্রিটেন এ অংশ নেওয়া প্রতিযোগীরা মিলে গঠন করে এই দলটি। সেই থেকে প্রত্যেকটি নির্বাচনে তারা প্রার্থী দিয়ে আসছে। তারা সোচ্চার ট্যাক্স সিস্টেম, মহিলাদের সমঅধিকার এবং 'A British Bank Holiday which encourages people to look fabulous for the day' ইস্যু গুলি নিয়ে।

The Official Monster Raving Loony Party:


মজার অথচ সফল রাজনৈতিক দল গুলির মধ্যে অন্যতম হল 'The Official Monster Raving Loony Party'। ৮০ সালের দিকে ইংল্যান্ডে এই দলটি গঠন করেন সঙ্গীত শিল্পী এবং সমাজ সেবক 'David Sutch'। গঠনের পর থেকেই 'OMRLP' নামের দলটি অদ্ভুত সব কাজ আর প্রচারের জন্য। লোকাল গভারমেন্ট নির্বাচনে দলটি বরাবরই অনেক গুলি করে আসন পেয়ে আসছিল আর বিশেষ করে সিটি গুলার মেয়র নির্বাচনে তারা অনেক সিটির মেয়র পদ বাগিয়ে নেয়। তারা ১৮ বছরের নীচে ভোটার, Asterisks ব্যবহার বন্ধ সহ Ozzy Osbourne যখন নাইটহুড খেতাব পায় দলটি তার প্রচণ্ড বিরোধিতা করে সরকারকে বেকায়দায় ফেলে দেয়। কিন্তু ২০০৫ সালের পর থেকে সাফল্য কমতে থাকে দলটির।

The Surprise Party:


জনপ্রিয় কমেডিয়ান 'George Burns' এর স্ত্রী 'Gracie Allen' গঠন করেন দলটি। দল গঠন করেই সারা আমেরিকা ঘুরতে থাকেন পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার জন্য। তার মূল দুইটি শ্লোগান ছিল, 'It’s in the bag' এবং 'Down with common sense', সে Laura নামের একটি জীবন্ত ক্যাংগারু তার সাথে থাকত সব সময় তার পার্টির প্রতীক হিসেবে। মজার ব্যাপার হল সে মিশিগানের Menominee শহরের মেয়র নির্বাচিত হন যদিও সে পদটি গ্রহন করেননি বরং প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আরও জোরেশোরে নেমে পড়েন। শেষ পর্যন্ত নির্বাচনে কয়েক হাজার ভোটও পেয়ে যান তিনি।

The Polish Beer Lovers’ Party:


মজা করে তৈরি হলেও ব্যাপক সাফল্য পাওয়া দল হল 'The Polish Beer Lovers Party', এটি গঠন করেন 'Janusz Rewisk', আর গঠনের পর প্রথম শুরু করে মদের বিরুদ্ধে প্রচারনা। পোল্যান্ডে ছিল ভদকার খুবই চাহিদা এবং প্রচলন। আর তাই ভদকা বাদ দিয়ে বিয়ার খাবার আহবান জানিয়ে প্রচারনা শুরু করে তারা। তাদের শ্লোগান ছিল, 'It won’t be better but for sure it will be funnier' ব্যাপক সাড়া পায় তারা। ১৯৯১ সালের সংসদ নির্বাচনে 'The Polish Beer Lovers’ Party' থেকে ১৬ জন সংসদ সদস্য নির্বাচিত হয়, যা ছিল রাজনৈতিক ক্ষেত্রে অবাক করা ব্যাপার। এখনও তারা দল পরিচালনা করছে সমান তালে।

The Youth International Party:


'The Youth International Party', যার সমর্থকরা 'Yippies' নামেও পরিচিত। আমেরিকা জুড়ে ৬০ ও ৭০ দশক জুড়ে ছিল তাদের ব্যাপক অবস্থান। দলটি গঠন করেন Abbie Hoffman, Jerry Rubin এবং Paul Krassner দলটি খুব দ্রুত নাম করে নেয় তাদের ভিন্নধর্মী প্রচারনা এবং সরকার বিরোধী মনোভাবের জন্য। ১৯৬৮ সালে তারা একটি শূকর কে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেয় যা ব্যপক আলোচিত হয়। একবার তারা উদ্যোগ নিয়েছিল সাইকিক শক্তি বলে পেন্টাগন কে ধ্বংস করে দিবে। তারা অনেক বড় বড় প্রতিবাদ সমাবেশ করেছে যার মধ্যে রয়েছে ১৯৬৮ সালের 'Democratic National Convention', শিকাগোর সেই Convention শেষে রূপ নিয়েছিল ব্যাপক দাঙ্গার।

লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

২টি মন্তব্য:

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info