অদ্ভুদ কিন্তু অসাধারন বাড়ি (২য় খন্ড) ।। Strange But Wonderful Homes (2nd Part)

পূর্বের পর্বঃ অদ্ভুদ কিন্তু অসাধারন বাড়ি (১ম খন্ড)

এই ঢাকা শহরে ইট সিমেন্টের অনেক বাড়িতো দেখেন আপনারা, কিন্তু আজ আপনাদের কিছু বাড়ির সাথে পরিচয় করিয়ে দিব যা কিনা চিরাচরিত বাড়ি তৈরির নির্মান নিয়মকে উপেক্ষা করে তৈরি হয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এমন কিছু বাড়ির কথা।


A Turtle House:
এই কচ্ছপ সদৃশ বাড়িটি মঙ্গোলিয়ার গোবি মরুভুমিতে অবস্থিত। অনেকটাই শখের বশে স্থানীয় কয়েকজন এই বাড়িটি তৈরি করেছেন।

hybridknowledge.info hybridknowledge.info


Floating house in Krasnosilka, Odes'ka Oblast ,Ukraine:
দূর থেকে দেখলে মনে হয় এই বাড়িটি বাতাসের উপর শুন্যে ভেসে আছে। বাড়িটি ইউক্রেনের Odes'ka প্রদেশের Krasnosilka শহর থেকে একটি আলু ক্ষেতের মধ্যে অবস্থিত। এই বাড়িটি ইউক্রেনের potato sorting station এর একটি শাখা অফিস।


Piano House, Huanin, China:
পিয়ানো ডিজাইনের এই বাড়িটির অবস্থান চীনের Shannan প্রদেশের Huainan শহরে। ২০০৭ সালে এই শহরে নতুন একটি আবাসিক এলাকার গোড়াপত্তনের সময় মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য এই বাড়িটি তৈরি করা হয়। এই বাড়ির সম্মুখে রয়েছে একটি কাছের তৈরি বেহালা। এই শহরের অন্যতম জনপ্রিয় এই বাড়িটি। পর্যটক এবং বিশেষ করে নবদম্পতিরা এই বাড়ির সামনে ছুটে আসেন তাদের ছবি ধারনের জন্য। এই শহরে বাড়িটির আরেক নাম the most romantic building in China।


Earth House, Switzerland: Stunning swiss house is buried under the earth:
সুইজারল্যান্ডের Vals শহরে অবস্থিত এই বাড়িটির নাম Earth House । সম্পূর্ণ মাটির তৈরী এই ঘরটির অপর নাম Earth berm বা Earth sheltered home। ২ মিলিয়ন পাঊন্ড ব্যয়ে নির্মিত এই অপূর্ব সুন্দর বাড়িটির ডিজাইন করেছেন সুইস স্থপতি SeArch এবং Christian Müller। এই বাড়িটির ৫টি বৃহদাকার শয্যাকক্ষ রয়েছে যার অন্তর্সজ্জা করেছেন আরেক স্থপতি Patrick Kennedy-Sanigar। যিনি বর্তমানে এই বাড়ির আদলে একটি পুরো গ্রাম নির্মাণের কাজ হাতে নিয়েছেন। এই বাড়িটির দেয়াল এবং ছাদ ৮০ সে.মি থেকে প্রায় ৩ মিটার পুরো। ঘূর্ণিঝড় ও ভুমিকম্প প্রতিরোধী এই বাড়িটি এমন ভাবে নির্মাণ করা হয়েছে যাতে এখানে গরমের সময় শীতলতা এবং শীতের সময় উষ্ণতা দান করে এবং বাতাসের আর্দ্রতা যেন সবসময় শতকরা ৫০ থেকে ৭০ এর মধ্যে থাকে।


The Minister’s House, The world's largest tree house:
স্বাগতম আপনাকে এই বাড়িতে! এই বাড়িটি যুক্তরাষ্ট্রের Tennessee প্রদেশের Crossville শহরে অবস্থিত। Minister’s House খ্যাত এই বাড়িটির নির্মাতা Horace Burgess। প্রায় ৮০ ফুট দৈর্ঘ্যের ৬টি ওক গাছকে ভিত্তি করে এই কাঠের বাড়িটি তৈরী করা হয়। এই প্রত্যেকটি ওক গাছের পরিধি প্রায় ১২ মিটার। ১৯৯৩ সালে নির্মাণ শুরু এই বাড়িটি নির্মাণ করতে সময় লেগেছে ১৪ বছর।৫৬ বছর বয়সী Horace Burgess এই বাড়ি নির্মাণ প্রসঙ্গে বলেন- স্বয়ং ইশ্বরের নির্দেশে তিনি এই বাড়িটি নির্মাণ করেছেন। ২০১১ সালের নভেম্বরে এই কাঠের বাড়িটির উচ্চতা দাঁড়ায় ৯৭ ফুট যা ১০ তলা ভবনের সমান। তখনি এই বাড়িটি খেতাব পায় the tallest treehouse in the world হিসেবে।এই বাড়িটি নির্মাণ করতে Horace Burgess ব্যয় করেছেন প্রায় ১২০০০ মার্কিন ডলার। প্রতি সপ্তাহেই প্রায় ৪০০ থেকে ৫০০ লোক এই বাড়িতে বেড়াতে আসেন।

লেখকঃ মামুনুর রশিদ এবং রাজিব হুমায়ুন তন্ময়।
সম্পাদনায়ঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।