বিশ্বের সব থেকে বড় পানির চাকা ।। World Largest Water Wheel

ল্যাক্সি পানির চাকা (The Laxey Wheel), যার আরেক নাম Lady Isabella, পৃথিবীর সব থেকে বড় পানির চাকা। এই পানির চাকা তৈরি করা হয় ল্যাক্সি নামের এক গ্রামে যা Isle of Man দ্বীপে অবস্থিত। এই পানির চাকা ডিজাইন করেন রবার্ট ক্যাস্মেন্ট (Robert Casement)। এই পানির চাকা উচ্চতায় ৭২ ফুট ৬ ইঞ্চি এবং ৬ ফুট চওড়া। এই বিশাল পানির চাকা প্রতি মিনিটে মাত্র তিনবার ঘুরতে পারে। এই পানির চাকা তৈরি করা হয় ১৮৫৪ সালে, এর কাজ ছিল গ্রেট ল্যাক্সি মাইনের (Great Laxey Mines) মধ্য থেকে পানি প্রবাহ ঠিক রাখা। এই পানির চাকার প্রাথমিক নামকরন করা হয় "Lady Isabella"। Lady Isabella ছিলেন তৎকালিন গভর্নর চার্লিস হোপের (Charles Hope) স্ত্রী। এই ল্যাক্সি পানির চাকা বর্তমানে পৃথিবীর সব থেকে বড় এবং কার্যকর পানির চাকা।


কিছু তথ্যঃ
  • ব্যাসঃ ৭২ ফুট ৬ ইঞ্চি।
  • পরিধিঃ ২১০ ফুট ১০ ইঞ্চি।
  • প্রস্তঃ ৬ ফুট।
  • প্রতি মিনিটে ১,১০০ লিটার পানি প্রবাহ করতে পারে।
আসুন এবার তাহলে, বিশ্বের সব থেকে বড় এই ল্যাক্সি পানির চাকার আরো কিছু ছবি দেখে নেওয়া যাক,


লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info
জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info