মজা করতে যেয়ে মৃত্যু ।। Death During Making Fun


২০১৩ সালে অনুষ্ঠিত BAFTA Britannia Awards অনুষ্ঠানে সেরা কমিডি চরিত্রে পুরস্কার পান ব্রিটিশ তারকা Sacha Baron Cohen। আর তাকে এই পুরস্কার তুলে দিতে আসেন চার্লি চ্যাপলিনের সাথে শব্দহীন চলচিত্রে কাজ করা এবং ব্রিটিশ চলচিত্র জগতে বেঁচে থাকা সব থেকে বয়স্ক অভিনেত্রী Grace Collington।

Grace Collington
Grace Collington ষ্টেজে আসেন হুইল চেয়ারে করে, তিনি ব্রিটিশ তারকা Sacha Baron Cohen এর হাতে চার্লি চ্যাপলিনের ব্যাবহৃত লাঠি মত একটি লাঠি দিয়ে বলেন চার্লির মত অভিনয় করে দেখাতে। আর এই অভিনয় করার সময় ঘটে বিপত্তি। দূর্ঘটনা ক্রমে Grace Collington কে ধাক্কা দিয়ে Sacha Baron Cohen ফেলে দেয় স্টেজ থেকে।

চলুন দেখে নেই সেই ভিডিও,



ভিডিও সংগ্রহেঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info