আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব প্রাকৃতিক ভাবে তৈরি Sliding Rock এর সাথে আর বাংলায় বললে পাথরে সরসরির সাথে। এই পাথরের সরসরি তৈরি হয়েছে সম্পূর্ন প্রাকৃতিক ভাবে। ৬০ ফুট উঁচু এই পাথরের উপর থেকে নিচের দিকে অনবরত পানি ধারা বয়ে চলেছে। আর এই সরসরির পাদদেশে আছে ৭ ফুট গভীর একটা পুল। অর্থাৎ আপনি যদি উপর থেকে স্লাইড করা শুরু করেন তাহলে সরাসরি এই পুলের মধ্যে এসে পরবেন। সাধারনত গ্রীস্মের ছুটিতে এখানে বেশ ভীড় জমে। বলুন কে না চাইবে এই গরমের মধ্যে নিজেকে পানির মধ্যে ডুবিয়ে রাখতে।


এই জায়গায় ঢুকতে আপনাকে কিছু পরিমান অর্থ ব্যয় করতে হবে। প্রাকৃতিক ভাবে এটা তৈরি হলেও এর রক্ষনা বেক্ষনের দ্বায়িত্যে আছে ছোট একটা প্রতিষ্ঠান। তারাই এই অর্থ নিয়ে থাকে, তবে এর বিনিময়ে পরিস্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে যা দরকার এই সুন্দর জায়গার সৌন্দর্য ধরে রাখতে তা সব এরাই করে থাকে।
এই জায়গা সারা বছর ধরেই খোলা থাকে সবার জন্য কিন্তু মজার বিষয় এখানকার কাপড় পরিবর্তন করার রুম আর টয়লেট খোলা পাবেন Memorial Day থেকে Labor Day এর মধ্যবর্তি সময়ের মধ্যে মাত্র। তার মানে মে মাসের শেষ সোমবার থেকে গ্রীস্ম এর শেষ পর্যন্ত। দারুন বুদ্ধি তাই না? কেননা এই সময় বাদে আপনি যেতে পারবেন কিন্তু বেশী সময় থাকতে পারবেন না। কেননা, পানিতে নেমে ভিজে কাপড় পরিবর্তনের জায়গা পাবেন না আর যদি বেশি সময় থাকলে আবার টয়লেটের চাপ লাগে এই ভয়তে অনেকেই থাকবে না।
এই জায়গা সারা বছর ধরেই খোলা থাকে সবার জন্য কিন্তু মজার বিষয় এখানকার কাপড় পরিবর্তন করার রুম আর টয়লেট খোলা পাবেন Memorial Day থেকে Labor Day এর মধ্যবর্তি সময়ের মধ্যে মাত্র। তার মানে মে মাসের শেষ সোমবার থেকে গ্রীস্ম এর শেষ পর্যন্ত। দারুন বুদ্ধি তাই না? কেননা এই সময় বাদে আপনি যেতে পারবেন কিন্তু বেশী সময় থাকতে পারবেন না। কেননা, পানিতে নেমে ভিজে কাপড় পরিবর্তনের জায়গা পাবেন না আর যদি বেশি সময় থাকলে আবার টয়লেটের চাপ লাগে এই ভয়তে অনেকেই থাকবে না।
এই জায়গার কোন ঠিকানা নেই মানে কোন রোড নাম্বর নেই যে আপনি কাউকে বলতে পারবেন যে আমি এত নম্বর সড়কে যাব। আর আপনি যদি Google Map বা অন্য কোন Map সার্ভিস ব্যাবহার করে এই জায়গার খোঁজ পেতে চান তাহলে Pisgah Forest, NC আপনার শেষ গন্তব্য রেখে খুঁজে দেখতে পারেন। পেয়ে যেতে পারেন।
এখন তাহলে দেখে নেওয়া যাক এই Sliding Rock বা পাথরের তৈরি সরসরির কিছু ছবি,
এখন তাহলে দেখে নেওয়া যাক এই Sliding Rock বা পাথরের তৈরি সরসরির কিছু ছবি,
লেখকঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন