৯০ এর দশকে অডিও শোনার বা ভিডিও দেখার একমাত্র এবং সব থেকে জনপ্রিয় মাধ্যম ছিল ফিতার ক্যাসেট। কিন্তু সিডি আর ডিভিডির তোরে আর এই ফিতা ক্যাসেটে গান তুলানা মূলক অনেক কম ধারন করার ক্ষমতার জন্য ধীরে ধীরে প্রায় বিলুপ্ত হতে বসেছে এই ফিতা ক্যাসেট। কিন্তু ভাগ্য প্রসন্ন এই ফিতা ক্যাসেটের। বর্তমানে বিশ্ব বিখ্যাত প্রযুক্তি নির্মাতা সনি (SONY) ঘোষনা দিয়েছে তারা এমন ক্যাসেটের ফিতা আবিস্কার করেছেন যে ফিতা ক্যাসেটের ডাটা ধারন ক্ষমতা ১৮৫ টেরাবাইট (১ টেরাবাইট = ১০০০ গিগাবাইট)।
এই ফিতা ক্যাসেটে পূর্বের ফিতা ক্যাসেটের তুলনায় ৭৪ গুন বেশি ডাটা সংরক্ষন করা সম্ভব অর্থাৎ যে পরিমান ডাটা এই একটি ফিতা ক্যাসেটে সংরক্ষন করা যাবে তা ব্লুরেতে সংরক্ষন করতে ৩৭০০ টি ব্লুরে ডিস্ক লাগবে। অর্থাৎ বুঝতেই পারছেন এই ফিতা ক্যাসেটের ডাটা ধারন ক্ষমতা কত বেশি।
এখন প্রশ্ন হল এই বিলুপ্ত প্রায় ফিতা ক্যাসেটের ডাটা ধারন ক্ষমতার এই পরিবর্তন হল কি ভাবে? সনি (SONY) এই চুম্বক ফিতা তৈরি করার ক্ষেত্রে বায়ু শুন্য ফিতার লেয়ার তৈরি করতে সক্ষম হয়েছে আর পদ্ধতির নাম "Sputter Deposition"। এই পদ্ধতিতে এরাগন আয়ন (Argon Ion) পলিমারের তৈরি এই ফিতায় নিক্ষেপ করা হয়, যার ফলশ্রতিতে এই ফিতার উপর Magnetic Crystal Particle এর একটি লেয়ার তৈরি হয়। এই Sputter Deposition পদ্ধতিতে ক্যাসেটের ফিতার উপর Magnetic Crystal Particle এর যে লেয়ার তৈরি করে তার পুরুত্ব ৭.৭ নেনো মিটার।
যদিও বিশাল ডাটা ধারন করার ক্ষমতার এই ফিতা ক্যাসেট আবিস্কার হয়েছে কিন্তু তা কিন্তু সিডি, ডিভিডি বা ব্লুরে ডিস্কের মত জনসাধরনের ব্যাবহারের জন্য নয় বরং এই ফিতা ক্যাসেট গুলি বর্তমানে ব্যাবহৃত হবে বিভিন্ন ডাটা সংরক্ষন কেন্দ্রে হার্ড ডিস্ক (HDD) এর পরিবর্তে। অর্থাৎ আপনাকে অপেক্ষা করতে হবে অনিশ্চিত সময়ের জন্য, যত দিন না এই ফিতা ক্যাসেট গুলি জনসাধারনের জন্য উন্মুক্ত করা না হবে। আর যদি কোন ভাবে একটা পেয়েও যান তাহলে এগুলি চালাবেন কিসে? সে চিন্তা কি করেছেন?
লেখকঃ জানা অজানার পথিক।