ভারতবর্ষের ১২ জন রাজকীয় ব্যাক্তি যারা ধনীদেরকে গরিব ভাবতে বাধ্য করবে

ভারতবর্ষের রাজা বাদশাদের সম্পর্কে সকলেই কম বেশি জানেন। আচ্ছা এই রাজা বাদশারা আসলে কেমন ধনী ছিলেন এই নিয়ে অনেকের অনেক ধারনা বা কল্পনা আছে। আজ আপনাদের এরকম রাজকীয় ১২ জনের সম্পর্কে বলব, যাদের সম্পর্কে জানার পরে বর্তমান সময়ের ধনীদেরকেও নেহাত গরিব বলেই মনে হবে আপনার।


১২) কৃষ্ণ রাজা ওদেয়ার চতুর্থঃ
মহীশূরের মহারাজা 'কৃষ্ণরাজা ওদেয়ার চতুর্থ' তার দাসদের জন্য রাজকীয় একটি রোলস রয়েস গাড়ি তৈরি করান। এই গাড়ির মূল কাজ ছিল দাসদের সূর্যের প্রখরতা থেকে রক্ষা করা। ১৯১১ সালে তৈরি করা এই গাড়িটি পূনঃনির্মান করা হয় ২০১১ সালে, এই কাজে ব্যয় করা হয় ৪০০,০০০ ইউরো। কৃষ্ণরাজা ওদেয়ার চতুর্থ মারা যান ১৯৪০ সালে এবং তৎকালীন সময়ে তিনি বিশ্বের অন্যতম ধনী একজন ব্যাক্তি ছিলেন। তৎকালীন সময়েই তার সম্পত্তির পরিমান ছিল ৩৫ বিলিয়ন ইউরো থেকেও বেশি।


১১) জুনাগার এর নবাবঃ
বলা হয়ে থাকে জুনাগার (Junagarh) এর নবাব ৮০০ কুকুর পুষতেন এবং প্রতিটি কুকুরের দেখাশোনার জন্য একজন করে ব্যাক্তি বরাদ্দ থাকত। এটাই শুধু নয় একবার তার প্রিয় দু'টি কুকুরের বিবাহ অনুষ্ঠান করলেন আর এই অনুষ্ঠান করতেই তিনি তৎকালীন সময়ে খরচ করে ছিলেন ২০ থেকে ৩০ লক্ষ মুদ্রা, এবং সেই দিন তিনি তার রাজ্যে ছুটি ঘোষনা করেছিলেন।


১০) হায়দ্রাবাদের শেষ নাজিম মীর ওসামা আলী খানঃ
হায়দ্রাবাদের শেষ নাজিম মীর ওসামা আলী খানের অধীনে ছিল পৃথিবীর ৫ম বৃহত্তম হীরার খন্ড। এটির ওজন ছিল ১৮৪.৯৭ কেরেট এবং এর মূল্য তৎকালীন সময়ে ছিল ৫ মিলিয়ন ইউরো। জানেন তিনি এত দামি আর বড় হীরার খন্ড কি কাজে ব্যাবহার করতেন? খুব বড় কোন কাজে নয় পেপার ওয়েট হিসেবেই এর ব্যাবহার ছিল। বর্তমানে হীরাটি ইন্ডিয়ার সরকারের সংগ্রহশালায় রয়েছে।


০৯) রাজা জয় সিংঃ
আলওয়ার (Alwar) এর রাজা জয় সিং একবার লন্ডনে বেড়াতে গিয়েছিলেন। তখন রোলস রয়েস এর একটি দোকানে তিনি গাড়ি দেখতে গেলে সেখানকার বিক্রেতা তাকে অপমান করেন। তিনি এর প্রতিশোধ নিতে কয়েক শত রোলস রয়েস গাড়ির অর্ডার দেন এবং তা ভারতে এনে তিনি এগুলো ব্যাবহার করা শুরু করেন শহরের আবর্জনা সরানোর কাজে। অবশ্য পরে তিনি তার নির্দেশনা উঠিয়ে নেন, তবে এর জন্য রোলস রয়েস এর পক্ষ থেকে তার কাছে ক্ষমা চাওয়ার পরে।


০৮) উদয়পুরের রাজ পরিবার স্ফটিক (Crystal) এত বেশি পছন্দ করতেন যে তাদের বাসস্থানের চেয়ার, টেবিল এমনকি ফ্যান এবং দেওয়াল এই স্ফটিক দ্বারা সজ্জিত করেন।


০৭) মহারাজা ভূপেন্দর সিংঃ
বিশ্ববিখ্যাত স্বর্নালংকার নির্মাতা প্রতিষ্ঠান 'Cartier' একদিন সকালে এক ট্রাক ভর্তি দামি সব পাথর এবং অলংকার পেলেন পাটিয়ালার মহারাজা ভূপেন্দর সিং এর কাছ থেকে। রাজা তাদের এই অলংকার গুলি দেন যাতে এগুলোকে পুনঃনির্মান করা হয় পার্সিয়ান ধাঁচে। Cartier এর তৈরি করা 'পাটিয়ালা নেকলেস' তার মধ্যে অন্যতম এবং রাজকীয় অলংকার গুলির মধ্যে অন্যতম। আসলে এটি তৈরি করা রাজকীয় অলংকার গুলির মধ্যে অন্যতম সেরা একটি অলংকার।


০৬) লালবাগ প্রাসাদের প্রধান দরজাঃ
ভারতের ইন্দোরের লালবাগ প্রাসাদের প্রধান দরজা তৈরি করা হয় লন্ডনে এবং তা জাহাজের মাধ্যমে নিয়ে যাওয়া হয় ইন্দোরে।


০৫) ইন্ডিয়ার প্রথম রাষ্ট্রপতি ডাঃ রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করেন রূপার তৈরি রথে, আর এই রথের মালিক ছিলেন পাটিয়ালার মহারাজা।


০৪) মহারাজা জাগজিত সিংঃ
বিশ্বের সব থেকে বিখ্যাত ব্যাগ নির্মাতা কম্পানি 'Louis Vuitton' কে চিনেন না এমন লোকটি কে আছে বলুন। এদের ব্যাগের দাম কেমন তা বুঝি আর বলে বুঝাতে হবে না। এই Louis Vuitton মহারাজা জাগজিত সিং এর জন্য আলাদা ভাবে বিভিন্ন আকারের ব্যাগ তৈরি করতেন। আর মহারাজা বেশ ভ্রমন প্রিয়াসি হবার কারনে তার কাপড়, গহনা, পাগড়ি, জুতা এবং তার তরবারি বহনের জন্য ব্যাবহার করতেন।


০৩) দক্ষিন বম্বের আমেরিকার দূতাবাসঃ
দক্ষিন বম্বে অবস্থিত প্রায় ১০,০০০ স্কয়ার ইয়ার্ড এর উপর গড়ে ওঠা 'The Wankaner House' তৈরি করা হয় ১৯৩০ সালে। বাড়িটির মূল মালিক ছিলেন মহারাজা 'অমর সেন জালা'। বাড়িটি বিক্রি করে দেওয়া ১৯৫৭ সালে আমেরিকার সরকারের কাছে তৎকালীন সময়ে ১৮ কোটি রূপীর বিনিময়ে (৪ মিলিয়ন মার্কিন ডলার)। কেননা তৎকালীন সময়ে রাজপরিবার এত বড় বাড়ির খরচ বহন করতে সক্ষম ছিল না, এছাড়াও রাজস্ব অনেক বাকি পরে গিয়েছিল।


০২) কোচবিহারের মহারানী ইন্দিরা দেবীঃ
বিংশ শতাব্দির বিখ্যাত জুতা নির্মাতা 'Salvatore Ferragamo' এর কাছে কোচবিহারের মহারানী ইন্দিরা দেবী ১০০ জোড়া জুতার অর্ডার দেন, যেগুলি সজ্জিত থাকবে হীরা দ্বারা।


০১) মহারাজা সওয়াই মাধু সিংঃ
জয়পুরের মহারাজা সওয়াই মাধু সিং কারিগরদের নির্দেশ দেন তার জন্য বিশাল বড় রূপার পাত্র তৈরি করতে। যাতে তিনি যখন ইংল্যান্ডে যাবেন তখন যেন গঙ্গা জল নিজের সাথে নিয়ে যেতে পারেন।

লেখকঃ জানা অজানার পথিকঃ
hybridknowledge.info

৭টি মন্তব্য:

  1. তথ্য প্রজুক্তির এই যুগে, তথ্যের সাগরে ভুল তথ্যের অভাব নেই!! এইজন্য কোন তথ্যই এখন আর খুব বেশি নির্ভরশীল মনে হয় না। কোন তথ্য পেলে, গোগল সার্চ দেই, উইকিতে দেখি, চেষ্টা করি সঠিক তথ্য জানার জন্য।
    "আমি জানতে চাই" এর তথ্য গুলো অনেকটাই নির্ভরশীল। আমার তাই মনে হয়। অনেক দিন থেকে “আমই জানতে চাই” এর তথ্য গুলো “উইকি ও গোগল” এ সার্চ দিয়ে দেখেছি তথ্যগুলো নির্ভরশীলতা পাওয়ার যোগ্যতা রাখে।
    কিন্তু এই রিপোর্ট এ “রাজা জয় সিং” এর কলাম এ উল্লেখ আছে “তিনি কয়েক শত গাড়ির অর্ডার দেন”...... কিন্তু আমি প্রায় সব জায়গায় পেয়েছি তিনি ছয়টি গারি কিনেছিলেম...... লেখাটি অনুগ্রহ করে কি পুনর্বিবেচনা করে দেখবেন??

    উত্তরমুছুন
  2. তথ্য প্রজুক্তির এই যুগে, তথ্যের সাগরে ভুল তথ্যের অভাব নেই!! এইজন্য কোন তথ্যই এখন আর খুব বেশি নির্ভরশীল মনে হয় না। কোন তথ্য পেলে, গোগল সার্চ দেই, উইকিতে দেখি, চেষ্টা করি সঠিক তথ্য জানার জন্য।
    "আমি জানতে চাই" এর তথ্য গুলো অনেকটাই নির্ভরশীল। আমার তাই মনে হয়। অনেক দিন থেকে “আমই জানতে চাই” এর তথ্য গুলো “উইকি ও গোগল” এ সার্চ দিয়ে দেখেছি তথ্যগুলো নির্ভরশীলতা পাওয়ার যোগ্যতা রাখে।
    কিন্তু এই রিপোর্ট এ “রাজা জয় সিং” এর কলাম এ উল্লেখ আছে “তিনি কয়েক শত গাড়ির অর্ডার দেন”...... কিন্তু আমি প্রায় সব জায়গায় পেয়েছি তিনি ছয়টি গারি কিনেছিলেম...... লেখাটি অনুগ্রহ করে কি পুনর্বিবেচনা করে দেখবেন??

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আমাকে কিছুটা সময় দিতে হবে তথ্যটি পুনঃবিবেচনার জন্য...
      ধন্যবাদ... আমার নজরে বিষয়টি আনার জন্য...
      ভাল থাকবেন...

      মুছুন
  3. আমি জানতে চাই এর কি কোন নিজস্ব App ache..?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. জি আছে... মোবাইল দিয়ে সাইটে প্রবেশ করলেই দেখতে পাবেন...

      মুছুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info