লাভ গুরুর ফ্যান পেজকি অশ্লীলতাকে উস্কে দিচ্ছে???


সকলে কেমন আছেন? আশা করি ভাল আছেন। জানেন তো আমি আর পিং পং ভাই ফেসবুকে বর্তমান অশ্লীলতাকে নিয়ে ধারাবাহিক ভাবে প্রতিবেদন করে যাচ্ছি। অনেক দিন আমি নিজে নেটে না বসার কারনে ধারাবাহিকতা অনেকটা নষ্ট হয়ে গেছে ঠিকই কিন্তু আমার কাজ কিন্তু থেমে যায় নাই।

যা হোক অযথা কথা না বাড়িয়ে আসুন এবার মূল কথায় আশা যাক। আমার শেষ লেখা "জারজ ফাহাদ রকার এবং তার সঙ্গীরা (২য় খন্ড)" সেখানে আপনাদের "Mahfuzur Rahman Mayan" (মায়ান) এর কথা বলেছিলাম, যিনি "রেডিও আমার" (৮৮.৪০ FM) এর সব থেকে জনপ্রিয় অনুষ্ঠান "লাভ গুরু-আমার ভালবাসা" এর ফেসবুকের ফ্যান পেজের এডমিন। আমি নিজে এই অনুষ্ঠানের এক জন বড় ভক্ত তাই আজ লেখছি। কেননা এই মায়ানের হাত ধরে ফেসবুকে লাভ গুরুর পেজটিও এখন যৌন অশ্লীলতাকে উস্কে দিতে বা ছড়াতে সমান ভাবে কাজ করে চলেছে। বিশ্বাস হচ্ছে না?? একটু কষ্টো করে পড়তে থাকুন প্রমানসহ তুলে ধরব।

মূল কথায় যাবার আগে আমরা একটু অতীতে ফিরে যাব,


ছবিটি আপলোড করা হয়েছে ১১ই আগষ্ট, ২০১২ এ। এখানে আপনার খুবই স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছেন যে পূর্বের এডমিন "মাহাদি আল ফাতার" এর ভাষার প্রয়োগ কত টুকু নিন্দনীয়। আর একারনেই তাকে সরিয়ে দেওয়া হয় পেজ থেকে এবং নতুন করে নিয়োগ করা হয় মায়ানকে। এ পরিবর্তন কিন্তু হয়েছে ভালোর জন্য!! হয়তো "রেডিও আমার" কর্তিপক্ষ্য ভেবেছিল মায়ান তাদের পেজটির সন্মান বজায় রাখবে এবং অনুষ্ঠানটির ভাবমূর্তি অক্ষুন্য রেখে সামাজিক যোগাযোগ ব্যাবস্থায় সফল ভাবে তাদের অর্জিত সুনাম অক্ষুন্ন রাখবে।

এখন একটু নৈতিকতার প্রশ্নে আসি। "Amar valobasha Radio Aamar 88.4fm" একটি অত্যান্ত জনপ্রিয় অনুষ্ঠানের ফেসবুক ফ্যান পেজ, এখানে কে এডমিন তার পরিচয় তুলে ধরার কি দরকার আছে? এই মায়ান বা অন্য কেউ যে অনুষ্ঠানটির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নিজের কোন সার্থ পূরন করবে না এর গ্যারান্টি কে দিবে?

সত্যি কি মায়ান পেরছে "Amar valobasha Radio Aamar 88.4fm" এর সুনাম অক্ষুন্ন রাখতে? আমার মনে হয় না পেরেছে! কেন বললাম?! আমি নিচে কিছু ছবি দিচ্ছি আর এই ছবি গুলি সংগ্রহ করেছেন পিংপং ভাই। তাহলে চলুন ছবি গুলি দেখে আসা যাক,


উপরের ছবি গুলি সংগ্রহ করা হয়েছে "Amar valobasha Radio Aamar 88.4fm" পেজ থেকে নেওয়া হয়েছে। যে (মায়ান) সর্ব সাধারনের সামনে এরকম পোষ্ট দিতে পারে তাহলে আড়ালে কি করতে পারে? একবার চিন্তা করে দেখবেন নাকি? আপনাদের বেশি চিন্তা করার দরকার নাই, আমি দুটি স্ক্রিন শট দিয়ে দিচ্ছি, দেখলে কি বুঝবেন জানি না, তবে আমার ধারনা মায়ানের চারিত্রিক বৈশিষ্ট আপনাদের একটু হলেও বুঝাতে সুবিধা হবে।


কি বুঝলেন? উপরের এই দুটি স্ক্রিন শট নেওয়া হয়েছে অশ্লীল পেজ এডমিন্দের দ্বারা পরিচালিত একটি পেজ প্রোমশন গ্রুপ হতে। এ রকম পেজ প্রোমশন গ্রুপে সাধারনত বিভিন্ন পেজের এডমিনরা একত্রিত হয় এবং হয়ে নিজেদের মধ্যে নিজেদের পেজের প্রোমশন করে। আমার পছন্দের একটি প্রোমশন গ্রুপ আছে যেখানে শুধু মাত্র শালিন পেজ এডমিনরা নিজেদে মধ্যে পেজ প্রোমশন শেয়ার করে আর গ্রুপ্টির নাম 'Ƒєαяℓєѕѕ в∂ α∂мιηz'।

আরেকটি ছবি,



ছবিটি দেখার পর থেকে আমি নিজেই কিছুটা আতংকে আছি কেননা এখানে "Amar valobasha Radio Aamar 88.4fm" পেজের এডমিন মায়ান সরাসরি স্বীকার করেছেন তিনি ফেসবুকের একাউন্ট হ্যাক করেছেন মানে হ্যাক করতে জানেন, আর ফেসবুকে আমার আসল পরিচয় যেহেতু তিনি জানেন তাই নিজের ফেসবুক একাউন্ট নিয়ে একটু চিন্তায় আছি। কেননা কে জানে কবে আমার ফেসবুক ID হ্যাক হয়ে যায়!! আপনারা কিন্তু ভূলেও মায়ানের মত লোকের সাথে ঝামেলায় জড়াবেন না!! তা না হলে হয়ত আপনার সাধের ফেসবুক একাউন্টটি হারাতে পারেন !!

বাংলাদেশের সাধারন নাগরিক সহ অনেক তারকা দম্পতি বর্তমানে এই অনুষ্ঠানে আসেন আর এটা বলতেই হয় এই অনুষ্ঠানের কারনে আমরা আমাদের প্রিয় তারকা দম্পতির ভালবাসার গল্প তাদের নিজেদের মুখেই শুনতে পারি।

বর্তমানে বাংলাদেশ তথা সারা বিশ্বের নাম করা ক্রিকেট খেলোয়ার সাকিব আল হাসান। ক'দিন আগে তার বিবাহ হল। সাকিব আর হাসানের ভালবাসার গল্প আমরা কম বা বেশী কেউ কিছুই জানি না বললেই চলে, কেননা দু'বছর প্রেম করে বিয়া! এই অনুষ্ঠানের কল্যানে হয়ত আমারা মিষ্টার আর মিসেস সাকিবের ভালবাসার গল্প শুনতে পেতাম। কিন্তু মনে হয় না আমাদের কপাল এত ভাল! কেন বললাম ভাবছেন? নিচে দুটি ছবি দিলাম,

অশ্লীল পেজের প্রোমশন চলছে মিসেস সাকিব এর ছবি দিয়ে
আমি পূর্বেই এসকল ছবির বিরুদ্ধে কথা বলেছি
ছবি দুটি "Amar valobasha Radio Aamar 88.4fm" এর ফেসবুক ফ্যান পেজ থেকে নেওয়া।

পিং পং ভাইয়ের অশ্লীলতা নিয়ে করা সর্বশেষ পোষ্টে করা কমেন্ট গুলি পড়তে যেয়ে একজনের কমেন্ট আমার চোখে বাঁধল।


জানকিরান ভাই আপনার মতামতের উত্তর আমিও দিতে চাই।

"এদের আমিও চিনি, তবে ব্যাক্তিগত কোন পরিচয় নাই আমার। এদের কর্ম পরিচিত করে তুলেছে আমাদের কাছে। আর শুধু এই একজন কেন এদের সম্পূর্ন গ্রুপের পূর্ন ইতিহাস আছে আমার কাছে যা সময় সময় আমি পিং পং ভাইয়ের সাথে কিছু কিছু শেয়ার করি। আর জানকিরান ভাই সামুতে আপনার কয়েকটি লেখা পড়লাম। বেশ প্রতিবাদি লেখক আপনি যদিও লেখার মধ্যে সর্বদা একটি বিষেশ রাজনৈতিক দলকে লক্ষ্য করে লিখেন তারপরেও লেখনি বেশ ভাল। আপনার কি মনে হয় না সামাজিক যোগাযোগ ব্যাবস্থায় বর্তমানে ফেসবুককে পাশ কাটিয়ে যাওয়া সম্ভব না। ফেসবুকে যে ভাবে অশ্লীল পেজের পরিমান বেড়ে চলেছে তা আমাদের নতুন প্রজন্মকে মানষিক ভাবে অসুস্থ করে তুলতে পারে? এদের প্রতিহত করা আপনার মত প্রতিবাদি লেখকের দায়িত্যের মধ্যে কি পরে না?"

আর একটি মতামত যার সাথে আমি সম্পূর্ন এক মত,


অরিন্দম ভাই একদম ঠিক কথাই বলেছেন। আমার যতটুকু ধারনা 'লাভ গুরু' অনুষ্ঠানটি কে জনপ্রিয়তার শীর্ষে নিয়েছে আমাদের এই নতুন প্রজন্ম। তাই "Amar valobasha Radio Aamar 88.4fm" সর্বাধিক পদচারনা তরুন এবং তরুনিদের। আর এজন্যই মায়ানের মত নিকৃষ্ট মানুষকে থামাবার সময় এসেছে।

মায়ানের আরো আরো অনেক কাহিনী আছে যা আপনাদের অন্য একদিন শুনাবো। এই যেমন ধরুন আমার সাথে কথা বার্তায় সে অশ্লীল পোষ্ট গুলিকে সমর্থন করছে। তার মতে এই সব অশ্লীল পেজ আমাদের সমাজের উপকার করছে!!! সব কথা বার্তার স্ক্রিন শট দিয়ে আরেকটি লেখা প্রস্তুত করে পোষ্ট করব। এসব নিয়ে আরেকদিন কথা হবে আজকের মত বিদায়। আর যাবার আগে এই ঘৃন্য মায়ানের একটি ছবি সকলের জন্য।

Mahfuzur Rahman Mayan
আপনাদের সকলের কাছে বিনিত নিবেদন এইযে, এই সকল অশ্লীল পেজ গুলি বড় হয়েছে আমার, আপনার, আমাদের লাইক পেয়ে। আসুন এসকল পেজকে বর্জন করি, আপনার একটি লাইক এই সকল পেজকে আরও বড় করে তুলবে। আমরা সকলে এদের বর্জন করি আর আমাদের বন্ধুদের কেউ এদের বর্জন করতে উৎসাহিত করি। আমরা যদি ব্যার্থ হই তাহলে হয়ত আমাদের মধ্যে কারো বোন বা বান্ধবির ছবি দেখব কোন দিন এদের পেজে। ফেসবুক-কে ভাল আর সুন্দর করতে আমার আর আপনার প্রচেষ্টাই যথেষ্ট।

লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info
জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info