"Walmart" হচ্ছে বিশ্বের প্রথম এবং বর্তমানে বিশ্বের সব থেকে বড় চেইন শপ (Chain Shop), আমাদের দেশের আগোরার মত। এই চেইন শপের বিভিন্ন শাখা আছে বিশ্বের বিভিন্ন দেশে। আর এই সকল দেশের মধ্যে অন্তর্ভুক্ত আছে চায়নাও। তবে চায়নার Walmart এ শাখা গুলাতে যা বিক্রি করা হয় তা বিশ্বের অন্যান্ন Walmart এর শাখা গুলিতে বিক্রি করা হয় না। কি বিশ্বাস হচ্ছে না, তাই না? তাহলে চলুন দেখে নেই চায়নার এই শাখা গুলিতে কি কি বিক্রি হয় তার ছবি তাহলেই বুঝে যাবেন।
কুমিড় |
কুড়া |
প্রানি দেহের বিভিন্ন অঙ্গের মিলিত মাংস |
তেলের সাথে জুস ফ্রি |
জীবিত কাকড়া ও কচ্ছপ |
ওয়ালমার্টের নিজেস্ব ব্রান্ডের মদ |
বুকের খাঁচা |
কুমিরের কাঁটা মাথা |
মদ রাখার বিভিন্ন ধরনের পাত্র |
চপষ্টিক বানাবার জন্য সুসজ্জিত কাঠ |
হাঁসের শুটকি |
গরুর মাংসের টুকরার চকলেট |
শুকরের নাকের শুটকি |
ব্যাক্টেরিয়া নিরোধি জাঙ্গিয়া |
এবার একটু চিন্তা করে দেখুন, এই সব জিনিষ বাংলাদেশের আগোরাতে বিক্রি হচ্ছে তাহলে আপনার কেমন লাগবে? আসলে চাইনিজদের খাবার তালিকায় এমন সব অদ্ভুত খাবার আছে যা দেখলে আপনি অবাক না হয়ে পারবেন না। তবে তা নিয়ে কিন্তু তার গর্বই বোধ করে। এবার চলুন চাইনিজদের বিভিন্ন উদ্ভট খাবার নিয়ে বানানো ভিডিও গান দেখে নেই, তাহলেই বুঝতে পারবেন কেমন খাদক এই চাইনিজরা।
ছবি ও ভিডিও সংগ্রহেঃ জানা অজানার পথিক।
বুকের খাঁচা ............... কোন প্রাণীর ?
উত্তরমুছুনচিন্তায় ফেলায় দিলেন... চাইনিজরা কি খায় না সেই তালিকাই খুঁজে পাচ্ছি না... :p
মুছুনকুকুরের বুকের খাঁচা।
উত্তরমুছুনহতে পারে জানা নেই :/
মুছুনchinaesra pagol
উত্তরমুছুনএকটু আধটু...
মুছুন