আপনারাতো নানা ধরনের গাড়ি দেখেছেন। আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব পৃথিবীর সব থেক পাতলা গাড়ির সাথে। তাহলে চলুন দেখে আছি এই গাড়ির বেশ কয়েকটি ছবি।


গাড়ির মালিক "BAT MAN" এর খুব বেশী ভক্ত থাকায় তিনি এই গাড়িকে কিছুটা "BAT MOBILE" এর রূপ দিয়েছেন।
লেখকঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন