বাঘের থাবায় হাত গেল দর্শনার্থীর


ভিডিওটির পটভূমিঃ বঙ্গবন্ধু সাফারি পার্কে মঙ্গলবার অংকন নামে এক যুবক সাফারি পার্কে বেড়াতে আসে। দুপুর দেড়টার দিকে তিনি পার্কের টাইগার এরিয়ার রেষ্টুরেন্টের পাশের বাউন্ডারি ওয়ালের উপরে উঠে নেটের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে দূরে থাকা একটি বাঘকে ডাকতে থাকেন। এ সময় বাউন্ডারি ওয়ালের পাশে থাকা অপর একটি বাঘ অংকনের বাম হাত কামড়ে ধরে। টের পেয়ে তার আশপাশে থাকা অন্যান্য দর্শনার্থীরা তাকে টেনে ধেরে। এক পর্যায়ে তার বাম হাতটি কনুই থেকে ছিঁড়ে নিয়ে ওই বাঘটি চলে যায়। পরে স্থানীয় লোকেরা আহত অংকনকে হাসপাতালে নিয়ে ভর্তি করে।



ভিডিও সংগ্রহেঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info