ভিডিওটির পটভূমিঃ বঙ্গবন্ধু সাফারি পার্কে মঙ্গলবার অংকন নামে এক যুবক সাফারি পার্কে বেড়াতে আসে। দুপুর দেড়টার দিকে তিনি পার্কের টাইগার এরিয়ার রেষ্টুরেন্টের পাশের বাউন্ডারি ওয়ালের উপরে উঠে নেটের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে দূরে থাকা একটি বাঘকে ডাকতে থাকেন। এ সময় বাউন্ডারি ওয়ালের পাশে থাকা অপর একটি বাঘ অংকনের বাম হাত কামড়ে ধরে। টের পেয়ে তার আশপাশে থাকা অন্যান্য দর্শনার্থীরা তাকে টেনে ধেরে। এক পর্যায়ে তার বাম হাতটি কনুই থেকে ছিঁড়ে নিয়ে ওই বাঘটি চলে যায়। পরে স্থানীয় লোকেরা আহত অংকনকে হাসপাতালে নিয়ে ভর্তি করে।
ভিডিও সংগ্রহেঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন