কিছু এক্স-রে যা আপনাকে অবাক করে দিবে ।। Some X-Ray Will Leave You Stunned

চিকিৎসা ব্যাবস্থায় এক্স-রে এর ব্যাবহার সম্পর্কে সকলেই জানেন। শরীরের কোথাও না কেটে শরীরের ভিতরে কি আছে তা দেখার জন্যই চিকিৎসা ব্যাবস্থায় মূলত ব্যাবহৃত হয় এই এক্স-রে। কিন্তু কিছু কিছু লোকের এক্স-রে করার পরে যে কত অদ্ভুত কিছু পাওয়া যায় তা দেখে ডাক্তার যেমন অবাক হয়েছে ঠিক তেমনি অবাক আপনিও হবেন। চলেন তাহলে দেখে নেই এমন কয়েকটি এক্স-রের ছবি।


এক্স-রে ০১: এই মহিলার এক্স-রে করার পরে ধরা পরে এই চামুচের গুচ্ছ, অপারেশনের পরে মোট ৭৮টি চামুচ উদ্ধার করা হয়।


এক্স-রে ০২: মলদ্বারে স্প্রের বোতল পাওয়াটা আসলেই অনেক সাধারন বিষয়, তাই না!?


এক্স-রে ০৩: প্রথমে লোকটি একটা তেলাপোকা গিলে ফেলে, পরবর্তিতে সে তেলাপোকা কাঁটা চামচ দিয়ে বের করে আনার চেষ্টা করতে যেয়ে কাঁটা চামচটিই গিলে ফেলে।


এক্স-রে ০৪: মুখের মধ্যে কোন কাইচি রেখে তা জোড়ে কামড়ে ধরে রাখবেন, দয়া করে গিলে ফেলাবেন না।


এক্স-রে ০৫: এই ব্যাক্তির ডিওডোরেন্ট বোতলটি খুঁজে পাওয়া যায় তার মলদ্বারের মধ্যে। কেউ মনে হয় তাকে বলে নাই যে ডিওডোরেন্ট শুধু মাত্র দেহের বাইরে ব্যাবহারের জন্য।


এক্স-রে ০৬: এই ব্যাক্তি খুব কার্যকরি উপায় বেছে নিয়েছেন পরীক্ষার হলে মোবাইল লুকিয়ে নিয়ে যাবার জন্য।


এক্স-রে ০৭: একজন সন্ত্রাসী অত্যাধিক বুদ্ধিমানের ন্যায় একটা গ্রেনেড গিলে ফেলে, কিন্তু এরপরে কি ভাবে সে এটি ব্লাষ্ট করবে তা নিয়ে নিশ্চয়ই ভাবে নাই।


এক্স-রে ০৮: ছোট একটা মেয়ে কিছু রঙ্গিন মার্বেলকে চুকলেট ভেবে গিলে ফেলে, আর সে যে প্রথম চকলেট খেয়েই ক্ষ্যান্ত হয় নাই তা এই এক্স-রে দেখলেই বোঝা যায়।


এক্স-রে ০৯: প্রেমিকের সাথে ঝগড়া করে এই প্রেমিকা কত গুলি পাথর গিলে ফেলে, আসলেই মানুষ প্রেমে পরলে কত যে অদ্ভুত কাজ করে তার প্রমান এই এক্স-রে।


এক্স-রে ১০: যদি চিন্তা করেন যে কফি আপনাকে সাড়া দিন তাজা রাখবে, তাহলে তা কাজ করে পান করলে, তা না করে কফির মগ মলদ্বার দিয়ে ঢুকিয়ে দিলে কিন্তু তা কাজ করবে না।


এক্স-রে ১১: বাস ডাকাতি ঠেকাবার সময় সন্ত্রাসী কতৃক আঘাত প্রাপ্ত হয় এই ব্যাক্তি, যদিও সে সম্পূর্ন সুস্থ হয়েই বাড়ি ফেরে।


এক্স-রে ১২: সাক্ষাৎ একটা বাল্বের খোঁজ মেলে পাকিস্থানি এক জেলবন্দির মলদ্বারে। কিন্তু এ বিষয়ে তার কোন ধারনাই নাই যে এটা ওখানে কিভাবে গেল!!


এক্স-রে ১৩: এই ব্যাক্তি প্রথমে অস্বীকার করে, যে সে তার মলদ্বারে প্রথমে একটা বোতল ঢুকিয়েছে, এরপর তা আঁটকে গেলে সে তার দিয়ে তা বের করার চেষ্টা করতে যেয়ে সেটাও হারিয়ে ফেলে তার মলদ্বারের ভিতর। ডাক্তার তাকে এই এক্স-রে দেখালে পরে সে তা স্বীকার করে।


এক্স-রে ১৪: এই অবস্থা তখনই হয় যখন ডাক্তার অপারেশনের পরে ঠিক মত তার অপারেশনের যন্ত্রপাতি না গুনেই সেলাই করে দেয়।


এক্স-রে ১৫: চায়নার একটা বালকের মাথায় একটা তীর গেঁথে যায়। যদিও সে পরে সম্পূর্ন ভাবেই সুস্থ হয়ে যায়। কিন্তু এই এক্স-রে তাকে সাড়া জীবন মনে করিয়ে দিবে মৃত্যুর দরজার কতটুকু কাছ দিয়ে সে ঘুরে এসেছে।


এক্স-রে ১৬: লোকটি মাথা ব্যাথার সমস্যা নিয়ে ডাক্তারের কাছে আসে, এরপরে এক্স-রেতে যা ধরা পরে তা ডাক্তারকে যতটুকু অবাক করেছে তার থেকেও বেশি অবাক করেছে রুগীকে, কেননা সে জানেই না এই পেরেক কি ভাবে মাথায় গেঁথে গেল।


এক্স-রে ১৭: একটা গ্লাস ঢুকাতে কতটুকু কষ্টো হয়েছে কে জানে।


এক্স-রে ১৮: এই এক্স-রেটার পিছে লুকিয়ে আছে বেশ মজার এক ঘটনা। এক প্রেমিক তার প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেবার জন্য তার মিল্ক-সেকের মধ্যে লুকিয়ে দেয় বিয়ের প্রস্তাব দেবার আংটি, আর এর পরের ঘটনা বলে দেয় এই এক্স-রে।

লেখকঃ জানা অজানার পথিক
hybridknowledge.info

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info