ম্যাগডিবার্গ ব্রিজ ।। Magdeburg Bridge


"ম্যাগডিবার্গ ব্রিজ" (Magdeburg Bridge) যে ব্রিজ তৈরির ক্ষেত্রে একটি অসাধারন কল্পনার বাস্তবায়ন হয়েছে তা মেনে নিতে কারো কোন দ্বিমত হওয়ার কোন সম্ভাবনা আছে বলে মনে হয়না। একবার চিন্তা করুন নদীর উপর দিয়ে বয়ে যাচ্ছে আরেকটি নদী। আমরা অনেকেই বলবে বর্তমান সময়ে এরকম কোন কিছু চিন্তা করা কোন ব্যাপার না। কিন্তু মজার বিষয় কি জানেন? এটির পরিকল্পনা প্রথম কবে আসে?? ১৮৭০ সালে। কি অবাক হচ্ছেন। অবাক হবারই কথা কেননা এটার কথা যে সময় চিন্তা করা হয়েছিল তখন আমারদের কাছে সেরকম কোন প্রযুক্তি না থাকায় তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তাহলে চলুন ঘুরে আসি ম্যাগডিবার্গ ব্রিজ থেকে আর জেনে নেই কিছু অজানা কথা।


এটির পরিকল্পনা যদিও করা হয়েছিল ১৮৭০ সালে কিন্তু এটি তৈরি করার জন্য কাজ শুরু করা হয় ১৯২০ সালে। তার আগে একটু বলে নেই এটি কোথায় অবস্থিত। এটি জার্মানিতে অবস্থিত আর এটি তৈরির মূল উদ্দেশ্য ছিল বার্লিনকে রিন (Rhione) নদীর সাথে সংযুক্ত একটি নদী পথ তৈরি করা। যা হোক ১৮৭০ সালে এর নির্মান কাজ শুরু হলেও প্রথম এবং দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় জার্মানি ২টি ভাগে ভাগ হয়ে যায়। এ নিয়ে আগেও একবার এ নিয়ে আপনাদের বলেছি, যারা পড়েন নাই তারা "বার্লিন দেয়ালের" লেখাটি পড়ে নিবেন তাহলে আমার কথা গুলি বুঝতে সুবিধা হবে। যাহোক দীর্ঘদিন জার্মানি দু'টি আলাদা ভাগে বিভক্ত থাকার পরে তারা আবার মিলিত হল। আর সাথে সাথে তারা তাদের ফেলে রাখা সকল উন্নয়ন মূলক কাজ গুলিকে পূনঃরায় চালু করে। যার মধ্যে একটি ছিল এই ম্যাগডিবার্গ ব্রিজ। এটি আবার ১৯৯৭ সালে পুনঃরায় তৈরির কাজে হাত দেওয়া হল এবং এবার সফল ভাবে ২০০৩ সালে তৈরি হল ম্যাগডিবার্গ ব্রিজ।


এটি যুক্ত করেছে এলবি এবং মিটেলল্যান্ড নদীকে যুক্ত। এটি ৯১৮ মিটার লম্বা এবং ৬৯০ মিটার উচ্চতায় অবস্থিত। এই ব্রিজের মধ্যে যে খালটি রয়েছে তা ৩৪ মিটার লম্বা এবং ৪.২৫ মিটার গভীর।


একটু মজাই লাগে ভাবলে, নদীর উপরে একটি ব্রিজ যা কিনা অনান্য ব্রিজের মত গাড়ি না বরং জাহাজ বয়ে নিয়ে যায়। আর এটি পৃথিবীর মধ্যে একমাত্র এরকম ব্রিজ। এখন পর্যন্ত কোন প্রকার দূর্ঘটনা ছাড়াই এখনও সম্পূর্ন ভাবে সফলতার সাথে ব্রিজটি কাজ করে চলছে। আসলেই এটি বর্তমান ইঞ্জিনিয়ারিং এর এক অনন্য নিদর্ষন।


ম্যাগডিবার্গ ব্রিজ (Magdeburg Bridge) গুগল ম্যাপেঃ


চলুন এবার দেখে নেই এই ম্যাগডিবার্গ ব্রিজের ভিডিও চিত্র,



Download

লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info