কেন আপনি দুবাই যাবেন ।। For What Reason You Will Visit Dubai

"City Of Gold" নামে খ্যাত দুবাই নামের এই শহর সত্যিকার অর্থেই মরুভূমির মধ্যে গড়ে ওঠা এক টুকরা সোনার শহর। কি নেই এই শহরে? প্রাচুর্যের এই শহর সম্পর্কে অনেক কিছুই হয়ত আপনারা শুনেছেন আর জেনেছেন। কিন্তু আসলে কতটুকু জেনেছেন? হয়ত সবটুকু জানা কখনই সম্ভব হবে না তবে আজ আপনাদের এই শহরের এমন কয়েকটি জায়গার সাথে পরিচয় করিয়ে দিব, যা না দেখলে হয়ত অনেক কিছুই না দেখা রয়ে যাবে। আর কেন আপনি জীবনে একবার হলেও এই শহর একবার হলেও ঘুরতে যাবেন তার উত্তরটাও পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের দুবাই ভ্রমন।

০১) দুবাইতে আছে পৃথিবীর সব থেকে বড় ফুলের বাগানঃ


০২) "বার্জ খালিফা" পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং:


উপরের ছবিতে দুবাই শহরকে কুয়াশাচ্ছন্ন দেখতে পাচ্ছেন। কুয়াশায় আচ্ছুন্ন দুবাইয়ের আরো ছবি "কুয়াশাচ্ছন্ন দুবাই" লেখায় আরো ছবি দেখতে পাবেন।

০৩) দুবাইতে আছে পাম গাছ আকৃতির এবং পৃথিবীর আকৃতির মানুষ তৈরি দ্বীপঃ

পৃথিবীর আকৃতির দ্বীপের উপর তৈরি আলিশান বাংলো
০৪) "বার্জ আল আরব" পৃথিবীর একমাত্র ৭ তারকা হোটেলঃ


০৫) দুবাইতে আছে পৃথিবীর একমাত্র গৃহাভ্যন্তরস্থ স্কি করার সুবিধাঃ


০৬) পৃথিবীর সব থেকে বড় দামি কফি বিক্রেতা "Starbucks" এর সব থেকে বড় দোকানঃ


০৭) দুবাইয়ের পুলিশদের গাড়িঃ


০৮) স্বর্ন কিনতে কিন্তু দোকানে নয়, আছে সোনা কেনার ATM মেশিনঃ


০৯) দুবাইয়ের ফায়ার ডিফেন্স এর গাড়িঃ


১০) বরফের তৈরি ক্যাফেঃ


বরফের তৈরি হোটেল! কি ভাবছেন এতো স্বাভাবিক বিষয়। কিন্তু একবার চিন্তা করুন মরুভূমির মাঝে বরফের তৈরি হোটেল আর সেখানে বসে আয়েশ করে খেতে পারবেন গরম গরম পানীয়।

১১) রোবট জকি দ্বারা চালিত উটের পাল্লাঃ


১২) "বার্জ আল আরব" হোটেলের উপরে অবস্থিত, পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত টেনিস কোর্টঃ


১৩) কোন শপিং মলের মধ্যে অবস্থিত সব থেকে বড় এক্যুরিয়ামঃ


১৪) পৃথিবীর সব থেকে দামি "কাপ কেক":


পৃথিবীর সব থেকে দামি এই কাপ কেক পাবেন শুধু মাত্র দুবাইতে। এই কেকের দাম মাত্র $১.২২৩। আর এই কেক সাজানো হয়েছে খাবার যোগ্য স্বর্ন দিয়ে। টাকা (ডলার) একটু বেশি খরচ গেলেও স্বর্নের স্বাদটা কিন্তু না নিলেই না, কি বলেন?

লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

৬টি মন্তব্য:

  1. Come on kill me some body.... who wanna eat gold.... :/

    উত্তরমুছুন
  2. দেখুন আমি খুব গরিব তাই আপনা দেরকে অনেক অনেক অনুরোধ করছি আমাকে যেকোনো কাযে বাইরের দেশে যুত্ত করেদিন না। ৯০০২৯৭৭১৩৭

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আমার মনে হয় না এখানে আপনার কোন উপকার হবে... অন্তত্য এই বিষয়ে...

      মুছুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info