যুগের আধুনিকায়নের সাথে সাথে ব্যাপক ভাবে উন্নতি ঘটছে রোবট প্রযুক্তির। আর এই রোবট প্রযুক্তি নিয়েই যাদের দিনরাত গবেষনা সেই 'BostonDynamics' এর তৈরি রোবট 'Spot' এর সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দিব।
স্পটের সাথে পরিচিত হবার আগে 'BigDog' আর 'WilDCat' এর কথা একটু মনে করিয়ে দেই, কেননা এই BigDog আর WildCat না আসলে হয়ত কোন দিন জন্ম হত না Spot এর।
প্রথমেই চলুন পরিচিত হয়ে নেই 'BigDog' সাথে, আসলে একদম প্রথম পর্যায়ে ২০১০ সালে এটি তৈরি করা হয়েছিল। এর ওজন ১০৮ কেজি। এই ভারি শরীর নিয়ে বেশ সাচ্ছন্দেই বন্ধুর পথ অতিক্রম করতে সক্ষম ছিল। কিন্তু গতি ছিল মারাত্মক কম, মাত্র ৫ মাইল প্রতি ঘন্টায়। আর এ কারনে 'BigDog' এর পরে জন্ম নেয় 'WildCat'। 'WildCat' নিয়ে কিছু বলার আগে চলুন দেখে আসি 'BigDog' কে নিয়ে বানাও ভিডিওটি,
স্পটের সাথে পরিচিত হবার আগে 'BigDog' আর 'WilDCat' এর কথা একটু মনে করিয়ে দেই, কেননা এই BigDog আর WildCat না আসলে হয়ত কোন দিন জন্ম হত না Spot এর।
প্রথমেই চলুন পরিচিত হয়ে নেই 'BigDog' সাথে, আসলে একদম প্রথম পর্যায়ে ২০১০ সালে এটি তৈরি করা হয়েছিল। এর ওজন ১০৮ কেজি। এই ভারি শরীর নিয়ে বেশ সাচ্ছন্দেই বন্ধুর পথ অতিক্রম করতে সক্ষম ছিল। কিন্তু গতি ছিল মারাত্মক কম, মাত্র ৫ মাইল প্রতি ঘন্টায়। আর এ কারনে 'BigDog' এর পরে জন্ম নেয় 'WildCat'। 'WildCat' নিয়ে কিছু বলার আগে চলুন দেখে আসি 'BigDog' কে নিয়ে বানাও ভিডিওটি,
এরপর ২০১৩ তে আসল 'WildCat', দেখতে 'BigDog' এর মত হলেও এর গতি নিয়ে বলার কিছু নেই, আর এটি ২০১৩ সালে YouTube এ সব থেকে বেশি বার দেখা ভিডিও গুলির মধ্যে একটি ছিল। আর বেশ আলোড়ন সৃষ্টি করেছিল তাই একে নিয়ে আর বেশি কিছু লিখলাম না। চলুন এবার তাহলে 'WildCat' কে দেখে নেওয়া যাক।
'WildCat' এর পরেই 'BostonDynamics' আমাদের পরিচয় করিয়ে দিল 'Spot' এর সাথে। চলুন এবার 'Spot' কে নিয়ে বানানো ভিডিওটি দেখে নেই,
উপরের ভিডিওটি দেখে নিশ্চয়ই 'Spot' সম্পর্কে হালকা একটা ধারনা পেয়ে গেছেন, কি মারাত্মক তাই না? লাথি মেরেও একে ফেলানো সম্ভব না, নিজের ব্যালেঞ্ছ সে নিজেই করতে পারে। এটি কিন্তু পূর্বের গুলির মত জেনারেটর দিয়ে চালিত না বরং এটি ইলেক্ট্রিক ব্যাটারি দিয়ে চালিত, আর পূর্বের গুলির থেকে আকারেও অনেকটা চিকন। এর ওজন ৭২ কেজি, আর এর মাথার উপর খেয়াল করলে দেখবেন একটি সেন্সর সব সময় ঘুড়তে থাকে যার সাহায্যে 'Spot' তার আশেপাশের পরিবেশ সম্পর্কে একটা ধারনা পায়। ভিডিওটিতে দেখেছেন এটি উচু নিচু অথবা বন্ধুর পথ অতি সহজেই পারি দিতে পারে।
আসলে স্পটের এই কার্যক্রম দেখে BBC কে দেওয়া বিখ্যাত বিজ্ঞানী 'ষ্টীফেন হকিং' এর একটা সাক্ষাৎকারের কথা মনে পরে গেল, তিনি বলেছিলেনঃ 'The development of full artificial intelligence could spell the end of the human race'; অর্থাৎ 'স্বয়ংসম্পূর্ন কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন মানব জাতির ইতি সূচনা করতে পারে'। বেশ ভয়ংকর ব্যাপার তাই না, তাই বলি কি ভিডিওটিতে লোকটির মত লাথি মেরে আবার ওদের রাগিয়ে দিয়েন না, কি জানি কি হয়! কে বলতে পারে বলুন?
আসলে স্পটের এই কার্যক্রম দেখে BBC কে দেওয়া বিখ্যাত বিজ্ঞানী 'ষ্টীফেন হকিং' এর একটা সাক্ষাৎকারের কথা মনে পরে গেল, তিনি বলেছিলেনঃ 'The development of full artificial intelligence could spell the end of the human race'; অর্থাৎ 'স্বয়ংসম্পূর্ন কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন মানব জাতির ইতি সূচনা করতে পারে'। বেশ ভয়ংকর ব্যাপার তাই না, তাই বলি কি ভিডিওটিতে লোকটির মত লাথি মেরে আবার ওদের রাগিয়ে দিয়েন না, কি জানি কি হয়! কে বলতে পারে বলুন?
এরকম দল বেঁধে যদি কোন দিন আপনাকে ধেয়ে আসে? |
যা হোক এবার আপনাদের এই রোবট গুলির নির্মাতা প্রতিষ্ঠান 'BostonDynamics' কাদের জানেন? GOOGLE এর একটি শাখা প্রতিষ্ঠান এটি। আর এই 'BostonDynamics' শুধু যে চার পায়ের রোবট নিয়েই কাজ করে তা নয়, বরং এরা রোবটের ধারনাই পাল্টে দিচ্ছে নিজেদের কর্মকান্ডের মাধ্যমে। এবার আপনাদের দেখাবো এই 'BostonDynamics' এর তৈরি করা সব গুলি রোবটের ভিডিও, যদিও এগুলি এখনও পরীক্ষার পর্যায়ে রয়েছে, তারপরেও তাদের অর্জন কিন্তু আপনাকে অবাক করে দিবেই, তাহলে চলুন দেখে নেই তাদের আবিস্কার গুলি,
০১) LS3 - Legged Squad Support Systems:
০২) Atlas (The Agile Anthropomorphic Robot):
০৩) PETMAN:
০৪) SandFlea (Leaps Small Buildings in a Single Bound):
০৫) RHex (Devours Rough Terrain):
০৬) RiSE (The Amazing Climbing Robot):
০৭) LittleDog (The Legged Locomotion Learning Robot):
এইখানে উল্লেখিত ৭টি রোবট আর লেখার উপরে উল্লেখিত ৩টি রোবট মোট ১০টি রোবট উদ্ভাবন করেছে এই প্রতিষ্ঠানটি এপর্যন্ত। আর ভবিষ্যতে আর কি কি নতুন প্রযুক্তি তারা উদ্ভাবন করবেন তা একমাত্র আল্লাই ভাল জানেন। তবে আমাদের অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। তবে অনেকেরই ধারনা তাদের এই সব উদ্ভাবন মূলত আমেরিকার সামরিক বাহিনীর জন্য। আর যদি তা হয়েই থাকে তাহলে কি হবে একবার চিন্তা করে দেখুন।
লেখকঃ জানা অজানার পথিক।
লেখকঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন