আমাদের ছোট্ট এই জীবনে আমরা নিজেদের মত করে অনেক কিছুই করি যা আমাদের কাছে যথার্থ মনে হলেও একটু যদি চিন্তা করি তাহলে হয়ত আমরা নিজেরাই অবাক হব যে কিভাবে এগুলিকে আমরা এতদিন যতার্থ মনে করে এসেছি। এরকম কিছু রূঢ় বাস্তব সত্য গুলি আপনাদের জন্য। একটু চিন্তা করে দেখুনতো আপনি এতদিন কি করে এসেছেন।
ছবি সংগ্রহেঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন