অদ্ভুত বিশ্ব রেকর্ড (১ম খন্ড) ।। Strange World Record (Part: 01)

বিশ্ব রেকর্ড নামটার সাথে মোটামটি সবাই পরিচিত। অনেকেই অনেক রকমের বিশ্ব রেকর্ড গড়েছেন। কিন্তু আজ আপনাদের সামানে তুলে ধরব কিছু অদ্ভুদ ধরনের বিশ্ব রেকর্ড। যা আপনাদের হতবাগ বা অবাক যেটাই বলেন না কেন করে দিবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক।


প্রথমে যে ব্যাক্তিটিকে দেখতে পাচ্ছেন ইনি ১০,০০০ টি "Do Not Disturb" সাইন হোটেল থেকে চুরি করে বিশ্ব রেকর্ড গড়েছেন।


ইনার বিশ্ব রেকর্ডটি হল ২৪ ঘন্টা টানা সাইকেল চালিয়েছেন পা মাটিতে স্পর্শ না করে, এই ২৪ ঘন্টায় তিনি পার করেছেন ৫৫৩.১৫ মাইল বা ৮৯০.২ কিলোমিটার।


উপরে যে কুকুরটি দেখছেন এটি পৃথিবীর সব থেকে উঁচু কুকুরের রেকর্ডটি অর্জন করেছে। এটি Harlequin Great Dane প্রজাতির কুকুর, যার উচ্চতা ১৯৭ সেমি। এই কুকুরটির মালিক Sandy Hall of Grass Valley যিনি আমেরিকার ক্যালিফোনিয়ায় থাকেন।


এই রেকর্ডটি বিশ্বের সব থেকে বড় মিষ্টি আলুর। এর ওজন ২১ কেজি আর এটি যিনি চাষ করেছেন তিনি হলেন Leo Sutisna যিনি ইন্দোনেশিয়ান অধিবাসি।


এই রেকর্ডটি অনেকটা বিপদজনক, একজনের গায়ে আগুন লাগিয়ে ঘোড়ার মাধ্যমে টেনে নিয়ে যাওয়া। আর এই রেকর্ডটি রয়েছে এক হাংগেরিয়ানের কাছে যাকে ২৯ কিমি এভাবে টেনে নিয়ে যাওয়া হয়েছে।


Tommy Pastemante যিনি আমেরিকার অধিবাসি, এনার রেকর্ডটি হল একটি ছোট ট্রাক্টরে করে সর্বোচ্চ গতি তোলার। তার গতী ছিল ৬১ মাইল প্রতি ঘন্টায়।


হাজার হাজার লোক যারা মাইকেল জ্যাক্সনের ভক্ত তারা মাইকেলের মত করে সেজে সকলে একসাথে একসাথে থ্রিলার গানের সাথে নেচে ছিল। মোট ১৩,৫৯৭ জন একসাথে ২৯ আগষ্ট মাইকেল জ্যাক্সনের জন্মদিনে এই বিশ্ব রেকর্ডটি গড়ে ছিল।


Scott Murphy যিনি বিশ্ব রেকর্ড গড়েছেন ১২ ইঞ্চি এল্যোমিনিয়ামের কড়াইকে ৩০ সেকেন্ডে মুড়িয়ে।


Sam Wakeling রেকর্ড গড়েন একচাকার সাইকেল চালিয়ে, ২৪ ঘন্টায় ২৮১.৮৫ মাইল পাড়ি দিয়ে।

লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info