Sylvester Stallone এর "মা"

Rambo খ্যাত Sylvester Stallone কে চিনে না এমন লোক খুঁজে পাওয়াটা বেশ কষ্টো কর। কিন্তু আজ  Sylvester Stallone সম্পর্কে কিছু বলব না, তবে আজ তার মাকে দেখাব আপনাদের। অনেকেই হয়ত কোন দিন দেখেন নাই তাকে। বর্তমানে তার মার বয়স ৯০ বছর। তাহলে আসুন দেখে নেওয়া যাক তার ছবি,

১৯৮১ সালের ছবি
এর পরেতো বয়স বেড়েছে, আর অ্যামেরিকানদের মধ্যে প্লাষ্টিক সার্জারি করে বয়স লুকাবার বেশ প্রচলন আছে। আর এত বড় ষ্টারের মা কি তার প্রত্ত্বয় ঘটাতে পারে বলুন। এবার তাহলে দেখে নেওয়া যাক প্লাষ্টিক সার্জারির পরে ৯০ বছর বয়স্ক Sylvester Stallone মা Jackie Stallone দেখেতে কেমন হয়েছেন,

hybridknowledge.info hybridknowledge.info


কি দেখলেন কেমন হয়েছে প্লাষ্টিক সার্জারির পরে। আমার মতামত চাইলে আমি কিন্তু এক কথায় আর নির্দ্বিধায় বলে দিব "HORRIBLE"।

লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info
জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।