আপনাদের এখন এমন একটি ঘড়ির সাথে পরিচয় করিয়ে দিব যে ঘড়ি কোন ব্যাটারি, সোলার বা কোন চাবির মাধ্যমে চলে না। ঘড়িটি চলে আপেলের মাধ্যমে। কি একটু অবাক হচ্ছেন, হওয়ারই কথা। কেননা আপেল আমরা হরহামেশা খেলেও এই আপেলের মাধ্যমে ঘড়ি চলে তা শুনলে অবাক না হয়ে কি পারা যায় বলেন? একটি সতেজ আপেল এর তড়িৎ বাহি তারের সাথে জুড়ে দিলেই চলবে। ঘড়িটি চালু হয়ে যাবে। ঘড়িটির দাম মাত্র ১৮ ডলার। এখন একটু কষ্টো করে হিসাব করে দেখুন বাংলাদেশের টাকায় কত হতে পারে।
যদিও ঘড়িটি আপনার ব্যাটারির খরচ বাচিয়ে দিবে কিন্তু সমস্যা হচ্ছে এটি চালাতে আপনার একটি সতেজ আপেল লাগবে। অর্থাৎ বলতে গেলে প্রায় প্রতিদিন একটি করে আপেল লাগবে। আমার যত টুকু ধারনা তা ব্যাটারির খরচের তুলনায় ঢের বেশী। তবে একটি উপায় আছে। যদি আপেল সহ ঘড়ি ফ্রিজে রাখা যায় তাহলে মনে হয় আপেল একটু বেশী দিন সতেজ থাকবে আর বাড়তি খরচের বোঝাটাও একটু কমবে। কিন্তু সমস্যা হচ্ছে প্রতিবার সময় দেখতে আপনাকে ফ্রিজের দড়জাটা খুলে দেখতে হবে।


যদিও ঘড়িটি আপনার ব্যাটারির খরচ বাচিয়ে দিবে কিন্তু সমস্যা হচ্ছে এটি চালাতে আপনার একটি সতেজ আপেল লাগবে। অর্থাৎ বলতে গেলে প্রায় প্রতিদিন একটি করে আপেল লাগবে। আমার যত টুকু ধারনা তা ব্যাটারির খরচের তুলনায় ঢের বেশী। তবে একটি উপায় আছে। যদি আপেল সহ ঘড়ি ফ্রিজে রাখা যায় তাহলে মনে হয় আপেল একটু বেশী দিন সতেজ থাকবে আর বাড়তি খরচের বোঝাটাও একটু কমবে। কিন্তু সমস্যা হচ্ছে প্রতিবার সময় দেখতে আপনাকে ফ্রিজের দড়জাটা খুলে দেখতে হবে।
লেখকঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন