ফেসবুকে অশ্লীলতা বিস্তারকারী কিছু পেজ (১ম খন্ড)


বদনা পেজের এডমিন। এইগুলোরে দেখলেই কেন যেন জুতা আর থুথু মারতে ইচ্ছা করে। চেহারায়ও লুচ্চামির ছাপ পড়ে গেছে লুচ্চামি করতে করতে। চেহারার সাথে পেজের নামের দারুণ মিল। মনে হয় সব সময়ই তার ডায়রিয়া লেগে থাকে।


পেজঃ
  • নিশি রাতে বদনা হাতে :p আড্ডা দিমু শব একসাথে :p
  • ঠ্যাং কাইট্টা রাইখা দিমু :@

এছাড়াও অন্য চটি পেজগুলোর কো এডমিন।

বিঃদ্রঃ তাদের অপকর্ম প্রকাশিত হয়ে যাচ্ছে দেখে তারা এই বলে হুমকি দেয় যে, তারা নাকি ফেসবুকের মাথা। আমরা সাধারণ মানুষ তাদের কিছুই করতে পারবো না। হা হা শালারা মনে হয় এ দেশে পয়দা হয়নি। তাই পাবলিক ক্ষেপলে যে কি হয় তা এখনো বুঝে নাই। ধইরা দুইটা ডলা দিলে সব বুঝে আসবো।

আপনাদের সকলের কাছে বিনিত নিবেদন এইযে, এই সকল অশ্লীল পেজ গুলি বড় হয়েছে আমার, আপনার, আমাদের লাইক পেয়ে। আসুন এসকল পেজকে বর্জন করি, আপনার একটি লাইক এই সকল পেজকে আরও বড় করে তুলবে। আমরা সকলে এদের বর্জন করি আর আমাদের বন্ধুদের কেউ এদের বর্জন করতে উৎসাহিত করি। আমরা যদি ব্যার্থ হই তাহলে হয়ত আমাদের মধ্যে কারো বোন বা বান্ধবির ছবি দেখব কোন দিন এদের পেজে। ফেসবুক-কে ভাল আর সুন্দর করতে আমার আর আপনার প্রচেষ্টাই যথেষ্ট।

লেখকঃ পিংপং।
hybridknowledge.info
জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info