আমরা যারা ফেসবুক ব্যাবহার করি তারা সবাই অশ্লীল পেজ অথবা ১৮+ পেজ সম্পর্কে কম বেশি জানি। এই সব অশ্লীল পেজের যারা হোতা, তাদের পরিচয় তুলে ধরছি অনেক দিন আগের থেকে। আজ আপনাদের সামনে এরকম একজনের পরিচয় তুলে ধরব, কিন্তু সে নতুন কেউ নয়, উনি আবার অনেক পুরাতন। আসুন তাহলে এবার জেনে নেই বাংলাদেশের এই পুরাতন অশ্লীল পেজের সম্রাটের কিছু মহান কর্ম সম্পর্কে এবং তার পৃষ্ঠপোষকদের সম্পর্কে।
ঘটনার শুরুটা হয় এরকম ভাবে, ফজরের সময় উঠে নামায পড়ে ফেসবুকে একটু উঁকি মারার জন্য লগইন করলাম। দেখলাম হোম পেজে Samsung Mobile Bangladesh এর একটা ভিডিও Advertisement পোষ্ট করছে আগামি কোরবানি ঈদ উপলক্ষ্যে Samsung মোবাইলের নতুন অফার নিয়ে। যেহেতু বর্তমান মোবাইল জগতে Samsung বেশ প্রতাপের সাথে অবস্থান নিয়েছে, তাই নিজের কৌতুহল মেটাতে ভিডিওটি দেখা শুরু করলাম। এখানেই বিধিবাম!! Advertisement টি দেখতে যেয়ে এক জায়গায় নজর আটকে গেল!! কি ভাবছেন? কোথায় আটকালো? আর কেন আটকালো? সেখানেই তো আসল রহস্য। আচ্ছা ভিডিওটির ছোট একটা স্থির ছবি দিচ্ছি, দেখুনতো এনাকে চিনতে পারেন কিনা?
![]() |
ফাহাদ রকার |
আরে চিনতে পারছেন? ইনি হল আমাদের সবার প্রিয় ফাহাদ ভাই। কি চিনতে সমস্যা হচ্ছে? আমি কিন্তু এই লোকের সাথে আগেও আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম। কি মনে পরছে না? তাহলে একটা কাজ করেন এই ফাহাদ কে নিয়ে লেখা আগের দুটি লেখা পরে দেখুন, তাহলে এই ফাহাদ সম্পর্কে স্পষ্টো ধারনা আপনাদের হবে,
কি এবার চিনতে পেরেছেন এই নর্দমার কীট কে? কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, Samsung এর মত বড় একটা কম্পানি এই সব নর্দমার কীটদের কি সত্যি আশ্রয় দিচ্ছে? আর আমি যে Advertisement এর কথা বলছি তা কি সত্যি সত্যি আছে নাকি আমি এই বিখ্যাত (!!) মানুষ আর এই বিখ্যাত কম্পানির সম্পর্কে শুধুমাত্র দূর্নাম ছড়াবার জন্য এই কথা গুলি বলছি? তাহলে চলুন একটা কাজ করা যাক আমরা Samsung এর ভিডিও Advertisement টি দেখে নেই, তাহলেই সব কিছু পরিস্কার হয়ে যাবে,
কি এবার নিজের চোখে দেখলেনতো আমি সত্যি বলছি। এবার নিশ্চয়ই আপনাদের সকল দ্বিধার সমাপ্তি ঘটেছে?
যা হোক, ভিডিওটি দেখার পরে নিজেই চলে গেলাম Samsung Mobile Bangladesh পেজটি দেখতে, সাথে মনের মধ্যে একটা প্রশ্ন নিয়ে গেলাম, "Samsung এর মত এত বড় কম্পানি এই ফাহাদকে এত পছন্দো কেন করে?" মনের মধ্যে এই প্রশ্নকে চেপে রেখেই Samsung Mobile Bangladesh পেজটি ঘুটাঘাটি করতে লাগলাম।
এই পেজের Album এর মধ্যে যেয়ে আমি আরেকবার চক্কর খেলাম! কি ভাবছেন? Samsung Mobile Bangladesh এই পেজে এমন কি দেখেছি যা দেখে আরেকবার চক্কর খেলাম? দাড়ান, এবার কয়েকটি স্ক্রিনশট দিচ্ছি, মানে পেজের Album এর ছবি, লাল গোল চিহ্ন দেওয়া জায়গা গুলি একটু সতর্কতার সাথে দেখলেই বুঝে যাবেন,
এখানেও আমাদের সবার প্রিয় (!!!) নর্দমার কীট ফাহাদ ভাই! বাহ!! মডেল হয়েছেন আবার Samsung মোবাইল জিতেছেন, ভাগ্য যেন তার সদা সর্বদাই সহায় এই Samsung নামটির সাথে! কিন্তু এখানে আমার মনে আরেকটি প্রশ্ন জেগে উঠল, "আসলেই কি তিনি নিয়ম অনুসারে পুরস্কার জিতেছেন? নাকি পিছন দরজার সহায়তা নিয়েছে?"
সে যাই হোক, এবার মনের ভিতর দু'টি প্রশ্ন চাপা দিয়ে অন্নান্য পেজ গুলি ঘুটাঘুটি শুরু করলাম। এর পরেই বের হতে শুরু করল একের পর এক লজ্জাজনক সত্য।
এখন আপনাদের আমি একটি ফেসবুক পেজের স্ক্রিনশট বা স্থির ছবি দিব, ছবিটি একটু ভাল মত লক্ষ্য করবেন। কেননা এর মধ্যেই লুকিয়ে আছে আলাউদ্দিনের দৈত্যের চেরাগ,
কি বুঝলেন? এরকম এডাল্ট পোষ্টের মধ্যে Samsung Mobile Bangladesh পেজের প্রোমশন করিয়ে, পেজকে বড় করে দেওয়ার মহান দ্বায়িত্য পালন করছে এই মহান ব্যাক্তি (!!!) তথা নর্দমার কীট ফাহাদ। আরো ছবি দিতাম কিন্তু নিজের রুচিতে বাঁধার কারনে দিলাম না, তবে কোন কারনে যদি এই ফাহাদ আর Samsung কম্পানি এই ছবির সত্যতা অস্বীকার করে তাহলে আপনাদের সামনে সম্পূর্ন সংরক্ষন (save) করে রাখা Web Page দিব। আপাতত তা নিজ সংরক্ষনেই রাখলাম।
কি আবার চিন্তায় পরলেন? পেজের লাইক বাড়িয়ে দিয়ে কিভাবে আবার টাকা আয় করা যায়? আমি এ নিয়ে আর কি বলব, এ নিয়ে বাংলাদেশের প্রথম সারির পত্রিকা প্রথম আলো "দেশে ভুয়া ‘লাইক’ দৌরাত্ম্য" নামে যে একটি প্রতিবেদন ছাপিয়ে ছিল যেখানে তারাই সুন্দর ভাবে উল্লেখ করে দিয়েছে কি ভাবে বাংলাদেশে লাইকের ব্যাবসা চলছে।
কিন্তু এই ফাহাদ নামক নর্দমার কীট আবার এক ডিগ্রী উপরে। বাংলাদেশের অশ্লীল বা ১৮+ পেজের জনক এবং এই সব পেজের সম্রাট তার পেজ থেকে এই অন্যান্য পেজ প্রোমশনের মাধ্যমে যেমন হাতিয়ে নিচ্ছে নগত অর্থ তেমনি অশ্লীলতাকে প্রচার করে চলেছে ফেসবুকে। যেখানে অবাধ বিচরন বর্তমান সময়ের সব বয়সের মানুষের।
যা হোক, এবার ফোন হাতে নিয়ে কয়েক জনকে ফোন দিলাম মনের মধ্যে চেপে রাখা দু'টি প্রশ্নের উত্তরের আশায়। আর সত্যি ভাগ্য সুপ্রসন্ন হল পেয়েও গেলাম সব উত্তর, একে একে ছকে যেন এটে গেল সব কিছু। যা শুনলে আপনারা হয়ত অবাক হবেন আবার অনেকেই বলবেন এটা বাংলাদেশ এখানে সব সম্ভব। আসলেই সব সম্ভব। আসুন তাহলে এবার জেনে নেই আমার দু'টি প্রশ্নের উত্তর।
প্রথমত, "Samsung এর মত এত বড় কম্পানি এই ফাহাদকে এত পছন্দো কেন করে?"
না মোটেও না। Samsung কম্পানি তাদের ফেসবুকের পেজের Advertisement করার দ্বায়িত্য দেয় একটি নাম করা Advertisement ফার্মের কাছে যারা Samsung এর কাছ থেকে দ্বায়িত্য নিয়ে কিছু আর্থিক লাভে তাদের চুক্তি বাস্তবায়নের দ্বায়িত্য দেয় এই ফাহাদের মত কিছু নর্দমার কীটের কাছে। এ সম্পর্কে সেই Advertisement ফার্মে সম্পূর্ন জ্ঞাত থাকলেও হয়ত Samsung এ সম্পর্কে জ্ঞাত নয়! এই Advertisement ফার্মে সম্পর্কে আপনাদের সামনে আরেক দিন বিস্তারিত তুলে ধরব, কি ভাবে তারা ফেসবুকের অশ্লীল পেজ এডমিন্দের পৃষ্টপোষন করছে।
দ্বিতীয়ত, "আসলেই কি তিনি নিয়ম অনুসারে পুরস্কার জিতেছেন? নাকি পিছন দরজার সহায়তা নিয়েছে?"
না এখানেও কোন নিয়ম মানা হয় নাই। বরং ফাহাদের ডিলের অর্থ প্রদানের একটা মাধ্যম ছিল এই পুরস্কার। মানে একটু পেচিয়ে অর্থ দেওয়া। কি বিশ্বাস হচ্ছে না? আচ্ছা এবার তাহলে এর প্রমান দেই,
উপরের ছবিটি ভাল মত লক্ষ্য করুন, এই ছবিটি ফেসবুকে Samsung Mobile Bangladesh পেজে পোষ্ট দেওয়া হয় ১১ই ডিসেম্বর, ২০১২ তে। মানে এই দিন ফাহাদের হাতে পুরস্কারের মোবাইল সেট তুলে দেয় Samsung। এবার আরেকটি ছবি দেখুন,
এখানে একটি অনলাইন কেনাবেচা ওয়েব সাইটে ১৫ই ডিসেম্বর, ২০১২ তে পুরস্কারে পাওয়া মোবাইল বিক্রি করছে ফাহাদ আর দাম বেশি না মাত্র ২৪ হাজার টাকা। বেশ ভাল উপায় টাকা নেওয়ার। নগদ টাকার টাকাও পাওয়া গেল আবার সাথে নিজের একটু Advertisement করাও হল।
আসলেই এই ফাহাদের লিংক বেশ শক্তিশালী, যে Samsung এর এই পুরস্কার সম্পূর্ন পিছনের দরজা দিয়ে হাতিয়ে নিয়েছে। এখানে কিন্তু সাধারন জনগনের সাথেও প্রতারনা করেছে Samsung Mobile Bangladesh যা এত বড় কর্পোরেট কম্পানির কাছ থেকে কোন ভাবেই আশা করা যায় না। তবে এটা কিন্তু প্রথমবার না এরকম প্রতারনা এর আগেও করেছে একবার। তবে তা আজ আর দিলাম না বরং ভবিষ্যতের জন্য নিজের কাছেই সংরক্ষিত রাখলাম।
এখন বুঝলেন কিভাবে কর্পোরেট কম্পানি গুলির সহায়তায় পর্ন সম্রাট হয়ে উঠছে মডেল দুনিয়ার বাসিন্দা। শুধু যে Samsung তা নয়, এই কাতারে আছে আরো নাম করা অনেক বড় বড় কম্পানি। তবে সেসব আজ না, অন্য আরেক দিন এ নিয়ে বিস্তর আলোচনা করা যাবে। জানি না এসব কর্পোরেট কম্পানি গুলা কি শুধুই নিজেদের লাভ দেখে? এদের কি সমাজের প্রতি কোন দ্বায় বদ্ধোতা নাই? নাকি, এরাও এই নর্দমার কীট ফাহাদের মত শুধু অর্থকেই চিনে?
আল্লাহ জানেন কবে এই সব অর্থলোভি নরপিচাষদের বোধদ্বয় হবে?!
লেখকঃ জানা অজানার পথিক।
বিশেষ ধন্যবাদঃ BFPAA কে।
যা হোক, ভিডিওটি দেখার পরে নিজেই চলে গেলাম Samsung Mobile Bangladesh পেজটি দেখতে, সাথে মনের মধ্যে একটা প্রশ্ন নিয়ে গেলাম, "Samsung এর মত এত বড় কম্পানি এই ফাহাদকে এত পছন্দো কেন করে?" মনের মধ্যে এই প্রশ্নকে চেপে রেখেই Samsung Mobile Bangladesh পেজটি ঘুটাঘাটি করতে লাগলাম।
এই পেজের Album এর মধ্যে যেয়ে আমি আরেকবার চক্কর খেলাম! কি ভাবছেন? Samsung Mobile Bangladesh এই পেজে এমন কি দেখেছি যা দেখে আরেকবার চক্কর খেলাম? দাড়ান, এবার কয়েকটি স্ক্রিনশট দিচ্ছি, মানে পেজের Album এর ছবি, লাল গোল চিহ্ন দেওয়া জায়গা গুলি একটু সতর্কতার সাথে দেখলেই বুঝে যাবেন,
এখানেও আমাদের সবার প্রিয় (!!!) নর্দমার কীট ফাহাদ ভাই! বাহ!! মডেল হয়েছেন আবার Samsung মোবাইল জিতেছেন, ভাগ্য যেন তার সদা সর্বদাই সহায় এই Samsung নামটির সাথে! কিন্তু এখানে আমার মনে আরেকটি প্রশ্ন জেগে উঠল, "আসলেই কি তিনি নিয়ম অনুসারে পুরস্কার জিতেছেন? নাকি পিছন দরজার সহায়তা নিয়েছে?"
সে যাই হোক, এবার মনের ভিতর দু'টি প্রশ্ন চাপা দিয়ে অন্নান্য পেজ গুলি ঘুটাঘুটি শুরু করলাম। এর পরেই বের হতে শুরু করল একের পর এক লজ্জাজনক সত্য।
এখন আপনাদের আমি একটি ফেসবুক পেজের স্ক্রিনশট বা স্থির ছবি দিব, ছবিটি একটু ভাল মত লক্ষ্য করবেন। কেননা এর মধ্যেই লুকিয়ে আছে আলাউদ্দিনের দৈত্যের চেরাগ,
কি বুঝলেন? এরকম এডাল্ট পোষ্টের মধ্যে Samsung Mobile Bangladesh পেজের প্রোমশন করিয়ে, পেজকে বড় করে দেওয়ার মহান দ্বায়িত্য পালন করছে এই মহান ব্যাক্তি (!!!) তথা নর্দমার কীট ফাহাদ। আরো ছবি দিতাম কিন্তু নিজের রুচিতে বাঁধার কারনে দিলাম না, তবে কোন কারনে যদি এই ফাহাদ আর Samsung কম্পানি এই ছবির সত্যতা অস্বীকার করে তাহলে আপনাদের সামনে সম্পূর্ন সংরক্ষন (save) করে রাখা Web Page দিব। আপাতত তা নিজ সংরক্ষনেই রাখলাম।
কি আবার চিন্তায় পরলেন? পেজের লাইক বাড়িয়ে দিয়ে কিভাবে আবার টাকা আয় করা যায়? আমি এ নিয়ে আর কি বলব, এ নিয়ে বাংলাদেশের প্রথম সারির পত্রিকা প্রথম আলো "দেশে ভুয়া ‘লাইক’ দৌরাত্ম্য" নামে যে একটি প্রতিবেদন ছাপিয়ে ছিল যেখানে তারাই সুন্দর ভাবে উল্লেখ করে দিয়েছে কি ভাবে বাংলাদেশে লাইকের ব্যাবসা চলছে।
কিন্তু এই ফাহাদ নামক নর্দমার কীট আবার এক ডিগ্রী উপরে। বাংলাদেশের অশ্লীল বা ১৮+ পেজের জনক এবং এই সব পেজের সম্রাট তার পেজ থেকে এই অন্যান্য পেজ প্রোমশনের মাধ্যমে যেমন হাতিয়ে নিচ্ছে নগত অর্থ তেমনি অশ্লীলতাকে প্রচার করে চলেছে ফেসবুকে। যেখানে অবাধ বিচরন বর্তমান সময়ের সব বয়সের মানুষের।
যা হোক, এবার ফোন হাতে নিয়ে কয়েক জনকে ফোন দিলাম মনের মধ্যে চেপে রাখা দু'টি প্রশ্নের উত্তরের আশায়। আর সত্যি ভাগ্য সুপ্রসন্ন হল পেয়েও গেলাম সব উত্তর, একে একে ছকে যেন এটে গেল সব কিছু। যা শুনলে আপনারা হয়ত অবাক হবেন আবার অনেকেই বলবেন এটা বাংলাদেশ এখানে সব সম্ভব। আসলেই সব সম্ভব। আসুন তাহলে এবার জেনে নেই আমার দু'টি প্রশ্নের উত্তর।
প্রথমত, "Samsung এর মত এত বড় কম্পানি এই ফাহাদকে এত পছন্দো কেন করে?"
না মোটেও না। Samsung কম্পানি তাদের ফেসবুকের পেজের Advertisement করার দ্বায়িত্য দেয় একটি নাম করা Advertisement ফার্মের কাছে যারা Samsung এর কাছ থেকে দ্বায়িত্য নিয়ে কিছু আর্থিক লাভে তাদের চুক্তি বাস্তবায়নের দ্বায়িত্য দেয় এই ফাহাদের মত কিছু নর্দমার কীটের কাছে। এ সম্পর্কে সেই Advertisement ফার্মে সম্পূর্ন জ্ঞাত থাকলেও হয়ত Samsung এ সম্পর্কে জ্ঞাত নয়! এই Advertisement ফার্মে সম্পর্কে আপনাদের সামনে আরেক দিন বিস্তারিত তুলে ধরব, কি ভাবে তারা ফেসবুকের অশ্লীল পেজ এডমিন্দের পৃষ্টপোষন করছে।
দ্বিতীয়ত, "আসলেই কি তিনি নিয়ম অনুসারে পুরস্কার জিতেছেন? নাকি পিছন দরজার সহায়তা নিয়েছে?"
না এখানেও কোন নিয়ম মানা হয় নাই। বরং ফাহাদের ডিলের অর্থ প্রদানের একটা মাধ্যম ছিল এই পুরস্কার। মানে একটু পেচিয়ে অর্থ দেওয়া। কি বিশ্বাস হচ্ছে না? আচ্ছা এবার তাহলে এর প্রমান দেই,
উপরের ছবিটি ভাল মত লক্ষ্য করুন, এই ছবিটি ফেসবুকে Samsung Mobile Bangladesh পেজে পোষ্ট দেওয়া হয় ১১ই ডিসেম্বর, ২০১২ তে। মানে এই দিন ফাহাদের হাতে পুরস্কারের মোবাইল সেট তুলে দেয় Samsung। এবার আরেকটি ছবি দেখুন,
এখানে একটি অনলাইন কেনাবেচা ওয়েব সাইটে ১৫ই ডিসেম্বর, ২০১২ তে পুরস্কারে পাওয়া মোবাইল বিক্রি করছে ফাহাদ আর দাম বেশি না মাত্র ২৪ হাজার টাকা। বেশ ভাল উপায় টাকা নেওয়ার। নগদ টাকার টাকাও পাওয়া গেল আবার সাথে নিজের একটু Advertisement করাও হল।
আসলেই এই ফাহাদের লিংক বেশ শক্তিশালী, যে Samsung এর এই পুরস্কার সম্পূর্ন পিছনের দরজা দিয়ে হাতিয়ে নিয়েছে। এখানে কিন্তু সাধারন জনগনের সাথেও প্রতারনা করেছে Samsung Mobile Bangladesh যা এত বড় কর্পোরেট কম্পানির কাছ থেকে কোন ভাবেই আশা করা যায় না। তবে এটা কিন্তু প্রথমবার না এরকম প্রতারনা এর আগেও করেছে একবার। তবে তা আজ আর দিলাম না বরং ভবিষ্যতের জন্য নিজের কাছেই সংরক্ষিত রাখলাম।
এখন বুঝলেন কিভাবে কর্পোরেট কম্পানি গুলির সহায়তায় পর্ন সম্রাট হয়ে উঠছে মডেল দুনিয়ার বাসিন্দা। শুধু যে Samsung তা নয়, এই কাতারে আছে আরো নাম করা অনেক বড় বড় কম্পানি। তবে সেসব আজ না, অন্য আরেক দিন এ নিয়ে বিস্তর আলোচনা করা যাবে। জানি না এসব কর্পোরেট কম্পানি গুলা কি শুধুই নিজেদের লাভ দেখে? এদের কি সমাজের প্রতি কোন দ্বায় বদ্ধোতা নাই? নাকি, এরাও এই নর্দমার কীট ফাহাদের মত শুধু অর্থকেই চিনে?
আল্লাহ জানেন কবে এই সব অর্থলোভি নরপিচাষদের বোধদ্বয় হবে?!
লেখকঃ জানা অজানার পথিক।
বিশেষ ধন্যবাদঃ BFPAA কে।