জাপানকে এক কথায় বলা যায় প্রযুক্তির তীর্থ ভূমি। এখানে কত শত নতুন প্রযুক্তির আবিস্কার হয়েছে তা হিসেব কে রেখেছে। কিন্তু এই জাপানেই এমন সব অদ্ভুত প্রযুক্তির আবিস্কার হয় যা নিতান্ত হাস্যকর মনে হলেও তা কিন্তু কাজের। এই যেমন জাপানে উদ্ভাবিত আংগুল। এখন প্রশ্ন হল কি কাজ এই আংগুলের? আর কেনইবা এর আবিস্কারের দরকার হল।
দিন যত যাচ্ছে প্রযুক্তির বাজারে নিত্য নতুন ফোন আসছে। আর সকলে নিশ্চই খেয়াল করেছেন প্রযুক্তির ক্ষমতার সাথে পাল্লা দিয়ে এর আকৃতিও যেন বেড়ে চলেছে। আর আগের দিনের মত বর্তমানে অনেক ফোন এক হাত দিয়ে চালানো কিন্তু প্রায় অসম্ভব হয়ে পরেছে। আর এই সমস্যা থেকে পরিত্রানের জন্য উদ্ভাবিত হয়েছে এই লম্বা আঙ্গুলের।
যদিও এই বড় স্ক্রিনের ফোন গুলি অনেকের কাছেই বেশ পছন্দের কিন্তু জাপানিদের কাছে কিন্তু একটু সমস্যা। কেননা জানেনই তো তারা অন্যান্য দেশের লোকদের তুলনায় আকার আকৃতিতে তুলনা মুলক একটু ছোট হয়। তো এখন কি করার? এই সুযোগ বুঝে তারা বানিয়ে ফেলল ফোন ব্যাবহারের সুবিধার জন্য এই আংগুল। যা দিয়ে আপনি অনায়াসে এক হাতেই ফোন চালাতে পারবেন।
এই লম্বা আঙ্গুলের দাম পরবে মাত্র ১৪.৫০ মার্কিন ডলার। আর এটি আপনার বৃদ্ধা আংগুলকে ১৫ মিঃমিঃ বেশি লম্বা করে দিতে পারবে। এই গ্যাজেটটি লম্বায় ৪৯ মিঃমিঃ আর চওড়ায় ২৫ মিঃমিঃ। আর এর মধ্যে আংগুল ঢুকাবার জায়গার ব্যাস ২০ মিঃমিঃ। এটি পরে কোন সমস্যা বাদেই আপনি আপনার বিশাল স্ক্রিনের ফোনের যেকোন জায়গাইয় সহজেই স্পর্শ করতে পারবেন।
এই গ্যাজেটটি কিন্তু আপনারো ভবিষ্যতে কাজে দিবে। কেননা, iPhone ইতি মধ্যে ঘোষনা দিয়েছে তাদের নতুন ফোনের স্ক্রিন ৫.৫ ইঞ্চি আর Samsung তাদের নতুন ফোন Galaxy Mega এর স্ক্রিন হবে ৬.৩ ইঞ্চি।
ফোনের এই নতুন গ্যাজেটটির আবিস্কারক কম্পানি "Ratoken" নামে ছোট একটি জাপানি কম্পানি। তাদের মতে এই আংগুলটি খুবই কাজের তাদের জন্য যারা বড় স্ক্রিনের মোবাইল ব্যাবহার করে অথবা ভবিষ্যতে ব্যাবহার করতে চান। কেননা ফোন ব্যাবহার করতে যদি দু'হাতে প্রয়োজন হয় তাহলে তা মানুষকে পংগু করে দেয়। কিন্তু তাদের এই প্রডাক্ট মানুষকে সচল রাখে। তারা এই আঙ্গুলের উপর বিভিন্ন ভাবে পরীক্ষা চালিয়েছেন এবং তাদের দাবি গ্রাহকরা এটি ব্যাবহার করে অবশ্যই উপকৃত হবেন।
এবার চলুন দেখে নেই এই উদ্ভট গ্যাজেট নিয়ে বানানো একটি ভিডিও প্রতিবেদন,
লেখকঃ জানা অজানার পথিক।