বাড়িয়ে নিন আপনার এন্ড্রয়েড মোবাইলের ইন্টারনালমেমরি

বর্তমান সময়ে এন্ড্রয়েড মোবাইল অপারেটিং সিষ্টেম মোবাইলের সব থেকে জনপ্রিয় অপারেটিং সিষ্টেম এ নিয়ে কোন দ্বিধা নেই। কিন্তু এই অপারেটিং সিষ্টেম (OS) এর ব্যাবহারকারীরা বেশির ভাগ সময় কম ইন্টারনাল মেমোরির সমস্যায় ভোগে। আজ আপনাদের দেখাবো কি ভাবে আপনার মোবাইলের ইন্টারনাল মেমোরি যতখুশি বাড়িয়ে নিতে পারবেন।

এই কাজ সম্পাদনের জন্য অবশ্যই আপনার মোবাইলের ১০০%  OS Operating Access আপনার থাকা লাগবে আর একারনে মোবাইল রুট করা অত্যাবশ্যকীয়। আপনার মোবাইল রুট করা না থাকলে; খুব সহজেই রুট করার পদ্ধতি জানতে 'সহজ উপায়ে এন্ড্রয়েড রুট করুন' লেখাটি পড়ুন।

ইন্টারনাল মেমরি বৃদ্ধি করার করার জন্য আমরা বিকল্প হিসেবে ব্যাবহার করব মেমরিকার্ড। অবশ্য এক্ষেত্রে মেমরিকার্ডের ফরমেটের কিছু পরিবর্তন আনা লাগবে যাতে তা ইন্টারনালমেমরি হিসেবে ব্যাবহার করা যায়। আর এই কাজের জন্য আমরা ব্যাবহার করব 'MiniTool Pertition Wizard'।

সফটওয়্যারটি আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিনঃ

hybridknowledge.info

ডাউনলোড করে ইনষ্টল দিন। সাধারনত আপনার মেমরিকার্ডটি আছে FAT32 ফরমেটে কিন্তু আমরা ইন্টারনাল মেমরির জন্য ব্যাবহার করব ext2 ফরমেট, অবশ্য ext3 এবং ext4 ফরমেটও ব্যাবহার করা যায়। এখন আপনার ইচ্ছা আপনি কোনটা করবেন; তবে আমি ext2 ফরমেট ব্যাবহার করি।

hybridknowledge.info hybridknowledge.info

আমরা সম্পূর্ন মেমরিকার্ডটিকেই এই ফরমেটে নিব না। আমরা মেমরিকার্ডটিকে পার্টিশন করে কিছু অংশ আমরা ইন্টারনাল মেমরির জন্য নিয়ে নিব আর বাদবাকি অংশ যেমন আছে তেমনি থাকবে। এই কাজটি করার জন্যই এখন ব্যাবহার করব MiniTool Pertition Wizard। এটি ব্যাবহার পদ্ধতি অত্যান্ত সহজ তারপরেও যারা নতুন তাদের সুবিধার জন্য আমি ছোট একটা ভিডিও টিউটরিয়াল দিলাম দেখে নিন তাহলে হয়ত আপনার বুঝতে অনেক বেশি সুবিধা হবে।


Download

আশা করি এবার সফল ভাবেই আপনার মেমরিকার্ডকে খুব সহজে পার্টেশন এবং মেমরিকার্ডের ফরমেট পরিবর্তন করতে পারবেন।

আপনার ৭০% কাজই শেষ এবার আর অল্প কিছু কাজ বাকি। এবার একটি এপ্লিকেশন লাগবে যেটি নিজ থেকেই আপনার মোবাইলে ইনষ্টল দেওয়া এপ্লিকেশনের ফাইল গুলিকে ফোনের ইন্টারনাল মেমরিতে সেভ না করে তা সেভ করবে মেমরিকার্ডের ext2 / ext3 / ext4 ফরমেটের পার্টিশনে সেভ করবে।

এই কাজের জন্য ব্যাবহার করব 'Link2SD' নামের এপ্লিকেশন। এই এপ্লিকেশনটি ব্যাবহার করতে অবশ্যই ফোন রুট করা হতে হবে। যাহোক এটির একটি ফ্রি ভার্সন আছে আরেকটি Pro ভার্সন আছে। ডলার খরচ করে Pro ভার্সন না কিনলেও চলবে কেননা এটিকে খুব সহজেই Pro ভার্সনে রূপান্তরিত করা সম্ভব।

প্রথমে, Link2SD এপ্লিকেশনটি গুগল প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করুন,

hybridknowledge.info

ডাউনলোড করা হয়ে গেলে এটিকে লাকি প্যাচার দিয়ে প্যাচ করুন, কিছু সময়ের মধ্যেই এটি রূপান্তরিত হবে Pro ভার্সনে। অযথা হ্যাক করা Pro ভার্সন ব্যাবহার করবেন না কেননা তা যেমন নিয়মিত আপডেট করতে পারবেন না তেমনি এপ্লিকেশন ঠিক মত কাজ করবে না।

বিঃদ্রঃ এই এপ্লিকেশনের ১০০% সুফল আপনার মেমরিকার্ডের গতির উপর নির্ভর করবে। যদি আপনার মেমরিকার্ড 'Class 10' এর নিচের হয় অর্থাৎ ধীর গতির হয় তাহলে অবশ্যই Internal Data লিংক করবেন না। কেননা এতে আপনার এপ্লিকেশন ঠিক মত কাজ করতে পারবে না বা করবে না। আমি নিজেই এভাবে চালাই কোন সমস্যা হয় না।


ব্যাস হয়ে গেল; এবার আপনি সম্পূর্ন রূপে তৈরি। এবার আপনার ফোনে ইনষ্টল দেওয়া Link2SD এপ্লিকেশনটি চালু করুন, আর এরপর যা যা করবেন তা নিচের ভিডিওটি দেখলে আশা করি বুঝে যাবেন।


Download

সময় সল্পতার জন্য খুব বিস্তারিত আলোচনা করলাম না তবে যদি কোন সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।

আর Link2SD এর কর্মক্ষমতা অনেক বেশি; এটি দিয়ে আপনি কি কি করতে পারবেন তা বিস্তারিত জানতে গুগল প্লে-ষ্টোরে এর বিস্তারিত বর্ননা দেওয়া আছে। সেখান থেকে পড়লে বুঝে যাবেন। যেহেতু বিস্তারিত সেখানেই উল্লেখ আছে তাই আমি আর এ নিয়ে বিস্তারিত কিছু বললাম না।

এখন তাহলে উপভোগ করুন Unlimited Android Phone Internal Storage

লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।