অসাধারন রূপান্তরিত গাড়ি ।। Amazing Car Transformation


পোল্যান্ডের লুথিয়ানা শহরের একজন ব্যাক্তি যে কিনা সত্যিকার অর্থেই একজন গাড়ি প্রেমিক। তিনি একটি পরিত্যাক্ত Mercedes-Bend CLK-Class গাড়িকে সম্প্রসারিত করে ফেনা (Expanding Foam) ব্যাবহার করে অসাধারনা এক রূপ দান করেছেন সম্পূর্ন একক চেষ্টায়। চলুন তাহলে দেখে নেই অসাধারন গাড়ির এই রূপান্তর।



গাড়ির এই রূপান্তরে তিনি ব্যাবহার করেছেন সম্প্রসারিত ফেনা এবং পাতলা কার্ড বোর্ড।


খুবই যত্ন সহকারে তিনিত তার গাড়িত ডিজাইনের প্রতিটি লাইন তৈরি করেছেন, যাতে দেখতে একদম নিখুঁত হয়।


প্রতিটি ইঞ্চি তিনি মেপে মেপে তৈরি করেছেন যাতে রূপান্তর একদম নিখুঁত হয়।


গাড়ি রঙ করার আগে ইঞ্জিন পরীক্ষার জন্য একটু গাড়ি চালানো। কিন্তু রঙ কিন্তু এখনও করা হয় নাই।


নাহ দেখতে কিন্তু খুব ভাল হয় নাই!!


এবার গাড়ির ভিতরের দিকটা রূপান্তরের পালা।


এবার রঙ করার পরে।


রঙ করার পরে গাড়িটির চেহারা কেমন বদলে গেছে তাই না? প্রথমে কেমন ছিল আর এখন কত সুন্দর হয়েছে দেখতে। শুধু মাত্র একজন তার ইচ্ছা শক্তি আর দক্ষতা দিয়ে সম্প্রসারিত ফেনা আর পারলা হার্ড বোর্ড ব্যাবহার করে অসাধারন রূপান্তর ঘটিয়েছে গাড়িটির। কি বলেন?

লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

২টি মন্তব্য:

  1. এর চেয়ে আমার জিঞ্জিরা আর ধোলাই খাল ভাল রুপান্তর পারে !! যদি পারেন জিঞ্জিরা আর ধোলাই নিয়ে পজিটিভ প্রতিবেদন করুন ।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আমি কিন্তু জিঞ্জিরা আর ধোলাই নিয়ে কোন নেগেটিভ মন্তব্য করিই নাই

      মুছুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info