বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ৭টি সেতু

দিন দিন বিজ্ঞান এগিয়ে যাচ্ছে যেই সাথে এগিয়ে যাচ্ছে মানুষ জাতি। প্রযুক্তির কল্যানে মানুষ বিশ্বকে নিয়ে এসেছে হাতের মুঠোয়। যোগাযোগ ব্যাবস্থার উন্নয়ন একটা দেশের এখন প্রধান গুরুত্বপুর্ন কাজ। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে সৃষ্টি হচ্ছে নতুন নতুন বিস্ময়ের। তেমনি এক বিস্ময় দীর্ঘতম সেতুসমূহ। আজ আমরা বিশ্বের ৭ টি দীর্ঘতম সেতুর সাথে পরিচিত হব। এদের মধ্যে প্রথম তিনটিই এবং ৪র্থ ও ৫ম টি চীনে। চীনে গনমাধ্যম এর উপর কড়াকড়ির কারণে সেতুগুলো সম্পর্কে বিস্তারিত জানা যায় নাই।


Danyang Kunshan Grand Bridge (দানইয়াং কুনসান গ্রান্ড ব্রিজ):
  • দৈর্ঘ্যঃ ১৬৪,৮০০ মিটার।
  • উদ্বোধনঃ ২০১১।
  • অবস্থানঃ চীন।
এই সেতুটি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সেতু।এটি চায়নার জিয়াংজু প্রদেশে অবস্থিত এবং সাংহাই ও নানজিং এর মধ্যে যোগাযোগের জন্য তৈরি করা হয়েছে।

hybridknowledge.info hybridknowledge.info


তিয়ানজিন গ্রান্ড ব্রিজ (Tianjin Grand Bridge):
  • দৈর্ঘ্যঃ ১১৩,৭০০ মিটার।
  • উদ্বোধনঃ ২০১১।
  • অবস্থানঃ চীন।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেতু এটি।এটি লংফেং ও কুইংজিয়ান সংযুক্ত করেছে।


উইনান উইহি গ্রান্ড ব্রিজ (Weinan Weihe Grand Bridge):
  • দৈর্ঘ্যঃ ৭৯,৭৩২ মিটার।
  • উদ্বোধনঃ ২০১০।
  • অবস্থানঃ চীন।
এটি মুলত ঝেংঝাওজিয়ান রেলপথের একটি অংশ যেটি ঝেংঝাও এবং জিয়ান শহরকে সংযুক্ত করার উদ্দেশ্যে ওয়ি নদীর উপরে বানানো হয়েছে।


ব্যাং না এক্সপ্রেসওয়ে (Bang Na Expressway):
  • দৈর্ঘ্যঃ ৫৪,০০০ মিটার।
  • উদ্বোধনঃ ২০০০।
  • অবস্থানঃ থাইল্যান্ড।
থাইল্যান্ডের ব্যাংকক এ অবস্থিত এটি মুলত ৬ লেন বিশিষ্ট সমতলভুমির উপর দিয়ে করা হাইওয়ে।


বেইজিং গ্রান্ড ব্রিজ (Beijing Grand Bridge):
  • দৈর্ঘ্যঃ ৪৮,১৫৩ মিটার।
  • উদ্বোধনঃ ২০১১।
  • অবস্থানঃ বেইজিং (চীন)।


জিয়াওউ বে ব্রিজ (Jiaozhou Bay Bridge):
  • দৈর্ঘ্যঃ ৪১,৫৮০ মিটার।
  • উদ্বোধনঃ ২০১১।
  • অবস্থান। চীন।
জিয়াওউ বে ব্রিজ চীনের শাংডন প্রদেশের কিংডাও এবং হুয়াংডাও জেলার মধ্যে যোগাযোগ ব্যাবস্থা উন্নয়নের জন্য তৈরি করা হয়েছে। এর পুরোটাই জিয়াওউ সমুদ্রের উপর করা হয়েছে। এটি তৈরি করতে ১০ হাজার শ্রমিকের চার বছর সময় লেগেছে। এছাড়া ৪৫০,০০০ টন স্টিল ছাড়াও ২৩ লক্ষ কিউবিক মিটার কংক্রিট লেগেছে এটি বানাতে। এর ডিজাইন এমন ভাবে করা হয়েছে যাতে ভুমিকম্প, জলোচ্ছাস বা সাইক্লোনে কোন ক্ষতি না হয়।


লেক পঞ্চারট্রেন কজওয়ে (Lake Pontchartrain Causeway):
  • দৈর্ঘ্যঃ ৩৮,৪৪৮ মিটার।
  • উদ্বোধনঃ ১৯৬৯।
  • অবস্থানঃ যুক্তরাষ্ট্র।
যুক্তরাস্ট্রের দক্ষিন লুইজিয়ানা অঙ্গরাজ্যের লেক পঞ্চারট্রেন এর উপর নির্মিত এই সেতুটি বিশ্বের ৭ম দীর্ঘ সেতু। চীনের জিয়াওউ বে ব্রিজ নির্মিত হওয়ার আগে সেই ১৯৬৯ সাল থেকে এটি ছিল পানির উপর তৈরি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সেতু।

লেখকঃ নিশাচর নাইম।
সম্পাদনায়ঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।