অতীতের ব্যাবহৃত ১৫টি ভয়ংকর অস্ত্র (২য় পর্ব) ।। 15 Fearsome Weapon Used in the past (2nd Part)


ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায় মানুষ সেই অতীত থেকেই নিজেদের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন কারনে যুদ্ধ করে আসছে। বর্তমান সময়ে আমরা বিভিন্ন আধুনিক অস্ত্র বিষেশ করে বিভিন্ন বন্দুকের নাম শুনলেও সুদূর অতীতে যখন এই বন্ধুক আবিস্কার হয়নি তখনও কিন্তু যুদ্ধ হত। আর তৎকালীন সময়ে যুদ্ধে ব্যাবহৃত হত নানা রকমের মারন অস্ত্র। আজ আপনাদের পরিচয় করিয়ে দেব এরকম কিছু বিখ্যাত মারন অস্ত্রের সাথে যেগুলি বিভিন্ন সময়ে মানুষ ব্যাবহার করেছে।


১০) Macuahuitl:
Macuahuitl নামটা উচ্চারনে বেশ জটিল হলেও অস্ত্র হিসেবে কিন্তু মোটেও জটিল কিছু নয়। অনেকটা কাঠের তৈরি তলোয়ারের মত। কিন্তু এই কাঠের তৈরি তলোয়ারের কিনারা ধরে লাগানো থাকে সূচালো কাচের মতো দেখতে একজাতীয় আগ্নেয়শিলা (Obsidian)। তলোয়ারের মত কাজ না করলেও ঘায়েল ব্যাক্তিকে চিরে ফেলতে সক্ষম এই Macuahuitl। এই অস্ত্র ব্যাবহার করত আজটেক জাতি গোষ্ঠীর লোকেরা।

hybridknowledge.info hybridknowledge.info


০৯) গুলতিঃ
গুলতি (Arbalest) দেখতে অনেকটা আড় ধনুক (Crossbow) এর মত হলেও এটির দক্ষতা যে কোন প্রকারের তীরের তুলনায় অনেক বেশি কার্যকর। ১২শ শতকের দিকে আবিস্কার হয় এই অস্ত্রটি ইউরোপিয়ান্দের দ্বারা। বলতে পারেন অতীতের বন্দুক।


০৮) Scissor:
Scissor এর ব্যাবহার ছিল রোমান সম্রাজ্যে গ্লাডিয়েটরদের মধ্যে। যে সকল গ্লাডিয়েটর এই Scissor ব্যাবহার করত তাদের নামও দেওয়া হত Scissor। অদ্ভুদ এই অস্ত্রটি শক্ত ধাতুর তৈরি, এই অস্ত্র গ্লাডিয়েটরের হাতের কনুই পর্যন্ত ঢেকে রাখত আর সামনের দিকে থাকত তীক্ষ্ণ ধারালো বৃত্তাকার ফলক।


০৭) Hunga Munga:
Hunga Munga অস্ত্রের ব্যাবহার ছিল আফ্রিকার চ্যাড হ্রদের পার্শবর্তি অধিবাসীদের মধ্যে। এই অস্ত্র পুরাটাই ধাতুর তৈরি। অনেকটা কাস্তের মত দেখতে হলেও এর হাতলের একটু উপর দিকে ধারালো ছুড়ির মত অংশ আছে। এই অস্ত্র সাধারনত দুরের শত্রুকে ঘায়েল করার জন্য ব্যাবহার করা হত, খুব কম ব্যাবহৃত হত হস্ত যুদ্ধের ক্ষেত্রে।


০৬) চাক্রামঃ
চাক্রাম (Chakram) দেখতে অনেকটাই ফ্রিজবির (Frisbee) মত। গোল চাকতি যা ছুড়ে মারলে যাবে বহুদূর। কিন্তু এই চাক্রাম কিন্তু বেশ ভয়ংকর অস্ত্র। এটির বাইরের দিকের কিনারা এতটাই ধারালো যে তা ছুড়ে মারলে মানব দেহের যে কোন অংশ দেহ থেকে আলাদা করে দিতে সক্ষম। এই চাক্রাম যেমন দুরের শত্রুকে আঘাত হানতে সক্ষম তেমনে কাছের শত্রুকেও ঘায়েল করতে সমান ভাবে পারদর্শী। এই অস্ত্রটির উতপত্তি ভারতে আর এর বহুল ব্যাবহার ছিল শিক জাতীগোষ্ঠিদের মধ্যে।

লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।