"পান্ডা কুকুর" নাম শুনে আর ছবি দেখে নিশ্চয় ভাবতে শুরু করেছেন এটি নিশ্চয়ই পান্ডা আর কুকুরের সঙ্কর প্রজাতি তা না হলে বিজ্ঞানের যাদুর ছোয়ায় DNA এর কোন পরিবর্তন ঘটিয়ে নতুন প্রজাতির কোন প্রানির জন্ম দেওয়া হয়েছে। না আসলে এমন কোন কিছুই না। এই পান্ডা কুকুরের আবিস্কর্তা "সিন চ্যান" (Hsin Ch’en) মূলত বিভিন্ন প্রকারের কুকুরের লোম কেটে তারপর রঙ লাগিয়ে একটি সাধারন কুকুরকে পরিনত করে পান্ডা রূপে। আর এই তখন এই কুকুর গুলির নাম হয় "পান্ডা কুকুর"।
সিন চ্যান একটি প্রানি বিক্রয় কেন্দ্রের মালিক। আর তার হাতেই তৈরি হয় এই পান্ডা কুকুর। তার মতে ১০ বছর আগে চায়নার লোকেরা কুকুরকে খাবার হিসেবে গ্রহন করত কিন্তু বর্তমানে চাইনিজ লোকদের অভ্যাস পাল্টেছে, এখন তারা পশ্চিমাদের মত কুকুরদের পোষা প্রানি হিসেবে গ্রহন করতে বেশি আগ্রহী।
একটা পান্ডা কুকুর তৈরি করতে সিন চ্যান এর সময় লাগে দু'ঘন্টার মত। এর লোম কেটে আর রঙ মাখিয়ে একে সহজেই পান্ডার রূপ দেওয়া যায়। বর্তমান চায়নায় এর এত বেশি জনপ্রিয়তা বেড়েছে যে সিন চ্যান প্রায় হিমশিম খান গ্রাহকদের দাবী পূরন করতে যেয়ে।
একটা পান্ডা কুকুর তৈরি করতে সিন চ্যান এর সময় লাগে দু'ঘন্টার মত। এর লোম কেটে আর রঙ মাখিয়ে একে সহজেই পান্ডার রূপ দেওয়া যায়। বর্তমান চায়নায় এর এত বেশি জনপ্রিয়তা বেড়েছে যে সিন চ্যান প্রায় হিমশিম খান গ্রাহকদের দাবী পূরন করতে যেয়ে।
একবার একটি সাধারন কুকুরকে পান্ডা কুকুরে পরিনত করার পরে এই পান্ডা কুকুরের রঙ মোটামটি ৬ সপ্তাহ পর্যন্ত থাকে, এর পরে হালকা কিছু রঙ আর লোম কাটাতে আবার কুকুরকে নিয়ে আসতে হয় সিন চ্যান এর কাছে।
সিন চ্যান নিশ্চিত করে বলেন যে, এই প্রক্রিয়ায় কোন ভাবেই স্বাধের কুকুরকে কোন প্রকার শারীরিক কষ্টো ভোগ করতে হয় না। অবশ্য এ নিয়ে চাইনিজদের কোন মাথা ব্যাথা আছে বলে মনে হয় না, তবে বর্তমানে যে এই পান্ডা কুকুর চায়নার সব থেকে আলোচিত প্রানি তা বলার অপেক্ষা রাখে না।
এবার চলুন দেখে নেই এই চায়না বিখ্যাত পান্ডা কুকুরের কিছু ছবি,
সিন চ্যান নিশ্চিত করে বলেন যে, এই প্রক্রিয়ায় কোন ভাবেই স্বাধের কুকুরকে কোন প্রকার শারীরিক কষ্টো ভোগ করতে হয় না। অবশ্য এ নিয়ে চাইনিজদের কোন মাথা ব্যাথা আছে বলে মনে হয় না, তবে বর্তমানে যে এই পান্ডা কুকুর চায়নার সব থেকে আলোচিত প্রানি তা বলার অপেক্ষা রাখে না।
এবার চলুন দেখে নেই এই চায়না বিখ্যাত পান্ডা কুকুরের কিছু ছবি,
এবার চলুন দেখে নেই এই পান্ডা কুকুর নিয়ে বানানো ছোট একটি ভিডিও প্রতিবেদন,
লেখকঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন