পুরাতন ভয়ানক ছবি ।। Horrifying Old Photos

মানব সভ্যতার অতীত পর্যালচনা করলে আমরা অনেক কিছুই শিখতে পারি। আর অতীতের ঘটনা সমূহ পর্যালচনা করলে সহজেই বোঝা যায় আমরা কেন আর কিভাবে বর্তমান যুগে পদার্পন করেছি। যা হোক সে নিয়ে আলোচনা নয় বরং আপনাদের মানব ইতিহাসের এমন কিছু পুরাতন ছবি দেখাবো যা আপনাকে আতঙ্কিত করে দিবে। তাহলে চলুন শুরু করা যাক,

০১) ১৮ শতকের দিকে ডাইনিদের জন্য বানানো চেয়ারঃ


০২) ১৭ শতকের বিষের বক্সঃ


০৩) আপনার শরীর থেকে রক্ত সংগ্রহ করার যন্ত্র। কি এখন সুঁইকে কি আর ভয় লাগছে?


০৪) বিংশ শতাব্দির শুরুর দিকে মমি করে রাখা মাথাঃ


০৫) মৃতদেহ বয়ে নিয়ে যাবার কাজে ব্যাবহৃত মটরসাইকেলঃ


০৬) আপনি যদি ১৯৩০ সালে লন্ডনে বসবাস করতে তাহলে অতিসহজেই ভয়ংকর সব জীবানু পোষ্ট অফিসের মাধ্যমে যে কোন জায়গায় পাঠাতে পারতেন।


০৭) কাঠের তৈরি এই কৃত্রিম আঙ্গুল পাওয়া যায় 'Tabeketenmut' মমি এর কফিনের ভিতরে।


০৮) ১৯ শতকের শুরুর দিকে ব্যাবহৃত যন্ত্র। এগুলি ব্যাবহার করা হত ভ্যামপায়ার শিকার করার জন্য।


০৯) চিকিৎসা কাজে ব্যাবহৃত কড়াত।


১০) কৃত্রিম হাত। এটির ব্যাবহার কাল ছিল ১৮৫০ থেকে ১৯১০ সাল পর্যন্ত।


১১) ভিক্টোরিয়ান যুগে ব্যাবহৃত মরফিন রাখার বক্স।


১২) এনার নাম 'Mary Magdalene', আর এনার অবস্থান বর্তমানে ফ্রান্সের 'St. Maximinin la Saint Baume' নামের রাজপ্রাসাদের সমাধিগৃহে।


১৩) 'Mutter Museum' সংরক্ষিত চিকিৎসা বিজ্ঞানের কিছু খোঁজ।


১৪) ১৭ শতকে ব্যাবহৃত মানুষের অন্তঃদেহের গঠনের অনুলিপি।


১৫) এই পোষ্টারটি এমন এক সময়ের যখন উকুন সত্যিকার অর্থেই মহামারী আকার ধারন করেছিল।


১৬) কোন এক সার্কাসের ছবি।


১৭) ১৮৮০ সালে 'Dr. Louis Auzoux' নিজ হাতে কাগজ দিয়ে স্ত্রীরোগবিদ্যা সংক্রান্ত মডেলটি বানান।


১৮) অতীতের হ্যালুইনের পোষাক। বানাইছে কেডা?


১৯) ভিকটরিয়ান যুগে কবরকে ঘিরে তৈরি করা এই খাঁচা। তৎকালীন সময়ে ভ্যাম্পায়ারদের প্রাদুর্ভাব বেড়ে গিয়েছিল। তাই যাতে মৃত ব্যাক্তি পুনঃরায় জীবিত না হয়ে ওঠে তাই এই ব্যাবস্থা।


ছবি সংগ্রহেঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info