আকাশ ছোঁয়া সৌন্দর্য্য ।। Beauty Touched The Sky

পাহাড় আর পর্বতের পার্থক্য কি জানেন তো? আমরা তো সবগুলোকেই পাহাড় বলে অভ্যস্ত। আসলে পাহাড় অপেক্ষাকৃত নিচু হয়। সবচেয়ে উঁচুগুলোকে বলে পর্বত। তাই মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজক্সঘা এগুলো সব পর্বত বা পর্বতশৃঙ্গ। আমাদের দেশের সর্বোচ্চ শৃঙ্গ কেওকারাডং, তাজিনডং সবই পর্বতশৃঙ্গ। আবার একটু নিচুগুলোকে বলে পাহাড়। যেমন ধরেন আমাদের গারো পাহাড়। আর আরো নিচু জায়গাগুলোকে বলে টিলা। কুমিল্লার ময়নামতিও কিন্তু পাহাড় নয়, টিলা। তাহলে চলেন, গল্পে গল্পেই ঘুরে আসি কয়েকটা ভীষণ সুন্দর পাহাড় থেকে।


hybridknowledge.info hybridknowledge.info

অমা দেবলামঃ
ভীষণ সুন্দর এই পর্বত আমাদের কাছের হিমালয় পর্বতমালাতেই অবস্থিত। হিমালয় পর্বতমালার নাম শুনলেই তো আমাদের মনে ভেসে আসে মাউন্ট এভারেস্টের নাম, তাই না? মাউন্ট এভারেস্টে উঠতে গেলে কিন্তু এই সুন্দর পর্বতটিও দেখা যায়; ওর পূর্বেই যে এই পর্বতের অবস্থান। তাহলে বুঝতেই পারছেন, অমা দেবলামও নেপালে অবস্থিত। ভাবছেন কি বিচ্ছিরি নাম রে বাবা! এই নামের পেছনের গল্পটা কিন্তু ভীষণই সুন্দর। ‘অমা’ মানে মা, আর ‘দেবলাম’ অর্থ নেকলেস বা গলার হার। অর্থাৎ, অমা দেবলাম মানে ‘গলায় হার বা নেকলেস পরিহিতা মা’। পর্বতটার ছবিটা দেখেন, কেমন মায়ের মতো দু’হাত বাড়িয়ে যেন তার সন্তানকে আশ্রয় দিতে চাচ্ছে অমা দেবলাম। আর মূল পর্বতের গায়ের হিমবাহটি যেন মায়ের গলায় হারের মতোই পর্বতের গায়ে ঝুলে আছে। এই সুন্দর পর্বতের চড়ায় প্রথম মানুষের পায়ের ছাপ পড়ে কবে জানেন? ১৯৬১ সালে।


ফিটজরয়ঃ
ফিটজ রয় নামের এই দুর্গম পর্বতের অবস্থান আর্জেন্টিনা-চিলি সীমান্তে। উচ্চতায় অবশ্য এটি আহামরি কোনো পর্বত নয়। হিসাব করলে এটি উচ্চতায় এভারেস্টের অর্ধেক হয় কিনা সন্দেহ! তবু এটাকে পৃথিবীর অন্যতম দুর্গম পর্বত বলা হয়। কেন জানেন? এটাতে ওঠা যেমন কঠিন, তেমনি এই পর্বতের আবহাওয়া সবসময়ই থাকে খুবই খারাপ। আর পর্বতটি শুধু দুর্গমই না, সুন্দরও বটে। পর্বতটি প্রথম আবিষ্কার করেন ফ্রান্সিসকো মরিনো, ১৮৭৭ সালে। আর তিনি পর্বতটির নামকরণ করেন বিখ্যাত অভিযাত্রী রবার্ট ফিটজরয়ের নামে। আর দুর্গম এই পর্বতটি প্রথম জয় করেন ফরাসি পর্বতারোহী লাওনেল টেরেই ও গুইডো ম্যাগনোনে। এই পর্বতটির কিন্তু আরো একটা নাম আছে, ‘সেরো চালটেন’। স্প্যানিশ এই নামের মানে কী জানেন? ‘ধূমপানরত পর্বত’! প্রায়ই এই পর্বতের চারপাশে মেঘেরা এমনভাবে ভীড় করে থাকে, দেখে মনে হয়, পর্বতটি বুঝি ধূমপান করছে। তাই-ই ওখানকার লোকেরা পর্বতটির এমনতরো নাম দিয়েছে। অবশ্য ওখানকার আরো অনেক পাহাড়ের চারপাশেই মেঘেদের এমন ভীড় করে থাকতে দেখা যায়।


ম্যাটারহর্নঃ
ম্যাটারহর্ন হচ্ছে এই পর্বতটির জার্মান নাম। ইতালিয়ান নাম মন্টে কার্ভিনো। আর ফ্রেঞ্চ নাম মন্ট কার্ভিন। তবে জার্মানি কিংবা ফ্রান্সে নয়, এর অবস্থান ইতালি আর সুইজারল্যান্ডের সীমান্তে। তবে এটি কিন্তু সুইস বা সুইজারল্যান্ডের পর্বতশৃঙ্গ হিসেবেই বেশি বিখ্যাত; এমনকি এখন তো এই পর্বত যেনো সুইস আল্পস পর্বতমালার প্রতীক হয়ে গেছে। এই পর্বতটি কিন্তু বেশ উঁচুও। কিন্তু এটি বিখ্যাত অন্য কারণে। ছবিতেই তো দেখছেন, পর্বতটি দেখতে একদম পিরামিডের মতো। আর একদম শীর্ষে যে চ্যাপ্টা মাথার মতো অংশ আছে, ওটার চারটি দিক ঠিক কম্পাসের হিসাবে চারটি দিকে মুখ করে আছে। মানে ওটার উপরে একটা কম্পাস ধরলে চার-মুখো চ্যাপ্টা মাথার চারটি দিকে কম্পাসের দিকনির্দেশক কাঁটাগুলো মুখ করে থাকবে। এই পর্বতটি তুষারাবৃত হলেও এর পাদদেশে কিন্তু একটা সবুজ বনভ‚মিও রয়েছে। আর ৩টি ভিন্ন ভাষায় পর্বতটির নাম বললাম না, প্রতিটি নামই এর পাদদেশের ওই বনভূমির কথাই বলে।


মাচাপুচারেঃ
এটিও হিমালয় পর্বতমালার পর্বত, নেপালে অবস্থিত। তবে এটি এভারেস্ট শৃঙ্গের কাছে নয়, অবস্থিত অন্নপূর্ণার কাছাকাছি। আর এর নামটি শুনতে যেমন অদ্ভূত, নামের অর্থও তেমনি অদ্ভূত; মাচাপুচারে মানে ‘মাছের লেজ’! এর চূড়াটি আবার মাছের লেজের মতোই বিভক্ত কিনা, তাই এমন নাম! এই পর্বতটি শুধু সুন্দরই নয়, হিন্দু পুরাণ অনুযায়ী এই পর্বতটি বেশ পবিত্রও। পুরাণ অনুযায়ী, এই পর্বতটি শিবের সাথে সম্পর্কিত, সুতরাং পবিত্র তো হবেই! আর তাই এই পর্বতে আরোহণ করাও নিষেধ। তবে ১৯৫৭ সালে একগুঁয়ে এক বৃটিশ পর্বতারোহী জিমি রবার্টসের নেতৃত্বে একদল পর্বতারোহী এই পর্বতচড়ায় আরোহণের চেষ্টা করেছিলেন। কিন্তু চূড়ার খুব কাছাকাছি গিয়েও তারা শেষমেশ রণে ভঙ্গ দেন। আর এখন তো এই পর্বত, আরোহীদের জন্য একেবারেই নিষিদ্ধ।

কী, কেমন লাগলো অদ্ভুত সুন্দর সব পর্বতের কথা জেনে? অনেকেরই নিশ্চয়ই শুনেই উঁচু উঁচু সব পর্বতে উঠতে ইচ্ছে করছে? চাইলে আপনিও কিন্তু দেশে বসেও পর্বতারোহণের মজা উপভোগ করতে পারেন, আমাদের দেশেও কিন্তু বেশ উঁচু উঁচু অনেকগুলো শৃঙ্গ আছে। কয়েকটার কথা তো আগেই বলেছি। আর নিজের দেশের শৃঙ্গ তো সবসময়ই একটু বেশি সুন্দর হয়। তারপরও কেউ যদি উপরের পর্বতগুলোয় ঘুরে আসার সুযোগ কখনো পেয়েই যান, মিস করবেন না কিন্তু। তবে সাবধান, ওই পর্বতগুলোয় অভিযান চালানোর আগে ঠিকমতো প্রশিক্ষণ নিয়ে নিয়েন। ওগুলো যেমন দুর্গম তেমনি বিপজ্জনক, ঠিকমতো প্রশিক্ষণ নিয়ে না গেলে কিন্তু পর্বত জয় করে ফিরে আসা তো দূরে থাক, জয় করবার আগেই আপনি মারা পড়তে পারেন।

লেখকঃ নাবীল আল জাহান।
সম্পাদনায়ঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।