বাংগালী হিসাবে আমরা নানা ধরনের উৎসব পালন করে থাকি। যেমনঃ পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন ইত্যাদি। আজ আপনাদের জানাবো বাইরের দুনিয়ার কিছু অদ্ভুত ও আজব উৎসবের কথা। দুই একটার কথা আগেই জানেন কিন্তু বাকি গুলো আজই প্রথম পড়বেন। আর যদি সব কমন পরে তাহলে তো কথাই নাই, আপনে সব জানেন। তাহলে চলুন শুরু করা যাক,
০১) El Colacho:
অসুস্থ বোধ করেছি ছবিটা দেখে। তবে চোখের ভুল না, আপনি ঠিকই দেখেছেন। স্পেনে ১৬২০ সাল থেকে এই উৎসব হয়ে আসছে। পূর্ণবয়োষ্ক মানুষরা এলভিস প্রিসলি স্টাইলে ড্রেস পরে সদ্যজাত বাচ্চাদের উপর দিয়ে লাফ দেয়। তারা মনে করে এতে করে শয়তানের কুদৃষ্টি থেকে বাচ্চারা রেহাই পাবে। যারা লাফ দেয় তারা সন্তানের পিতা মাতার অনুমতি নিয়েই দেয়।
০২) Hadakamatsuri:
জাপানের ডজনখানেক জায়গায় গরমে অথবা শীতে এই উৎসবটা হয়ে থাকে। অংশগ্রহনকারীরা "ফানডোসি" নামের এক ধরনের কাপড় পড়ে থাকে, ফানডোসি অনেকটা আমাদের দেশিয় নেংটির মত, আমি শিওর না। যা হোক, সব ফানডোসি পরিহীতদের মাঝে একজন পুরা নেংটা হয়ে তাদের মাঝে লুকায় থাকে। তারা বিশ্বাস করে, ঐ নেংটা লোকটাকে ছুঁতে পারলে তাদের জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে। হায়রে , সুখের জন্য মানুষ কত কিই না করে।
০৩) Up Helly Aa:
এর কথা আমি আগেই জানতাম। অনেকেই জানে। মুভিতে দেখেছি, ডিসকভারিতেও দেখেছি। ভাইকিংদের বার্ষিক একটা উৎসব।
০৪) The Monkey Buffet Festival:
বুফে লান্চ ও ডিনার, ভিআইপি কে জানেন? বানর!! রামায়ন গ্রন্থের বানরদের রাজা হনুমানজীর সম্মানে এই উৎসব পালন করা হয়, থাইল্যান্ডে। প্রায় ৩ হাজার কেজি ফল ও শাকসবজি দিয়ে এই বুফে সাজানো হয় প্রায় ৬০০ আমন্ত্রিত অতিথি বানর মহাশয়দের আপ্যায়নের জন্য।
০৫) Holi:
এর কথা নাই বললাম। হিন্দি সিরিয়ালের কল্যানে এর কথা সবাই জানে। ইন্ডিয়ার জনপ্রিয় একটি উৎসব।
এর কথা নাই বললাম। হিন্দি সিরিয়ালের কল্যানে এর কথা সবাই জানে। ইন্ডিয়ার জনপ্রিয় একটি উৎসব।
০৬) Cheese Rolling Festival:
পাবলিকের খাইয়া দাইয়া কাম না থাকলে যা হয় আর কি? ৭ পাউন্ডের চিজের চাকতি একটি কর্দমাক্ত ও পিচ্ছিল পাহাড় থেকে গড়িয়ে ছেড়ে দেয়া হয়, অংশগ্রহনকারীদের কাজ ঐ চাকতিটি ধরা। কিন্তু ধরা সম্ভব না জেনেও সবাই চিজের পিছন পিছন ঝাপিয়ে পরে। অনেক ক্ষেএে মৃত্যুও হয়।
০৭) Maslenitsa:
ইংলেন্ডের উৎসব। এ আর নতুন কি? আমরা তো দুইদিন পর পর এমন ম্যাচ দেখি। একদল চাপাতি রড নিয়া রাস্তায় নামে, সামনে যারেই পাক না কেন, নগদে কোবাকুবি। আর একদল ভিডিও করে, আর একদল দাড়ায় দাড়ায় তামসা দেখে।
০৮) Roswell UFO Festival:
অনেকেই জানি এর কথা। আমেরিকায়।
০৯) La Tomatina:
হ হ জানি কবেন তো 'জীনদেগি না মিলেগা দোবারা'য় দেখছেন, এখন কিছু তথ্য হজম করেন। স্পেনে এই উৎসবটি হয়। প্রায় ২৫০ পাউন্ড টমেটো প্রতি ঘন্টায় ভর্তা হয় এই উৎসব চলা কালে। প্রতি বছর প্রায় ৩০০০০ হাজার টুরিষ্ট এই উৎসবে যোগ দিতে স্পেনে আসে। এই উৎসবের নিয়ম একটাই, কোন অবস্থাতেই উৎসব পন্ড করা যাবে না, মানে হলো, নো ফাইটিং।
১০) Pamplona bull run:
স্পেনের আরও একটি উৎসব। হাসবো না কাদবো বুঝতাছিনা। যদি কোন দিন স্পেনে যাই তবে এই ফেষ্টিভালে অবশ্যই যোগ দিব।
কে কোনটায় যোগ দিতে চান???
লেখকঃ আব্দুল্লাহ বিন সাঈদ।
সম্পাদনায়ঃ জানা অজানার পথিক।