কার্বন ফ্লায়ার ।। Carbon Flyer


ভাবছেন নিশ্চই আজ কোন অভিষ্যতের উড়োজাহাজের সাথে পরিচয় করিয়ে দিব। তা অবশ্য এক দিক দিয়ে ঠিক তবে সম্পূর্ন ঠিক না। কেননা এই উড়োজাহাজ আসলে মানুষবাহী কোন উড়োজাহাজ না বরং আমাদের সকলের বাল্যকালের উড়োজাহাজের মত। কি অবাক হচ্ছেন? তাহলে একটু বিস্তারিত বলি।


ছোট বেলায় আমরা সকলেই মোটামটি খাতার কাগজ ছিড়ে প্লেন বানিয়েছি, আবার অনেকেই আমার মত বন্ধুদের সাথে পাল্লাও দিয়েছি কার প্লেন কত দূর যায়। এ নিয়ে কিন্তু বেশ মজাও হয়েছে। আমার মনে আছে আমি ৬ তলা থেকে আমার প্লেন উড়াতাম। বেশ মজাই লাগত উড়াতে আর যত উপর থেকে ছাড়া যেত ততদূরে যেত কাগজের বানানো প্লেন। আর তাতে আনন্দের সীমা থাকত না।

তবে সে এখন অতীত বর্তমান যুগে বা বর্তমান বয়সে এসে বুঝে গেছি আমরা যতই কারুকার্য করে কাগজের প্লেন বানাই না কেন তা কিন্তু বেশি দূর উড়ে যাবার ক্ষমতা রাখে না। কিন্তু নেটে ঘুরতে ঘুরতে ঠিক এরকম একটা প্লেনের দেখা পেলাম। যা দেখতে একদম আমাদের ছোট বেলার কাগজের প্লেনের মত। কিন্তু কাজে ও কর্মে অনেকটাই উন্নত। আজ আপনাদের সেই প্লেনের সাথেই পরিচয় করিয়ে দিব।


কি ভাবছেন? এটা আবার কি? বিস্তারিত-তো বলবই তার আগে এই প্লেনের প্রোমশনের জন্য এর নির্মাতারা যে ভিডিওটি বানিয়েছেন সেটি একবার দেখে নেই, তাহলে আপনার বুঝতে অনেক বেশি সুবিধা হবে।


Download

কি বুঝলেন? এখন কিন্তু আপনার প্লেন সেই আগের বানানো প্লেনের মত অতসহজে মাটিতে নেমে আসবে না। আর সম্পূর্ন প্লেন কার্বন দিয়ে তৈরি হবার কারনে প্লাষ্টিকের প্লেন গুলির মত সহজে ভেংগে যাবে না। আর আপনি এই প্লেনটি পেতে পারেন একদম ফ্রিতে। কি অবাক হচ্ছেন? সে পদ্ধতি একটু পরে বলছি। তার আগে চলুন এই প্লেন সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেই।


দেহ বর্ননাঃ
  • লম্বাঃ ১৪.৭৫"
  • চওড়াঃ ৭"
  • উচ্চতাঃ ৩"
  • ওজনঃ১.৫ আউন্স

এই প্লেন তৈরিতে ব্যাবহার করা হয়েছে 'Carbon Flyer's Airframe', যা কিনা ষ্টিলের থেকেও শক্ত কিন্তু প্লাস্টিকের থেকেও হালকা।


যেহেতু প্লেনের সম্মুখ ভাগে সব থেকে বেশি সংঘর্ষ হয়ে থাকে তাই একে রক্ষার জন্য বিশেষ ভাবে তৈরি করা হয়েছে প্রতিরক্ষা ব্যাবস্থা। এর নাম দেওয়া হয়েছে 'Impact Nose Cone'।


এই প্লেনের জন্য রিমোট কন্ট্রোল না বানিয়ে বানানো হয়েচে iOS ও Android এর জন্য এপ্লিকেশন। অর্থাৎ মোবাইলে আপনি এই এপ্লিকেশন ইনষ্টল করে খুব সহজে চালনা করতে পারবেন এই প্লেনকে। আর আপনার মোবাইলের সাথে সংযুক্ত করার জন্য ব্যাবহার করা হয়েছে ৪.০ ভার্সনের ব্রুটুথ যার সীমানা ২৪০ ফুট অর্থাৎ মোটামুটি একটা ফুটবল মাঠের সমান। এই মোবাইল এপ্লিকেশনের মাধ্যমে আপনি খুব সহজেই প্লেনের ব্যাটির পরিমান, গতি এবং এই প্লেনে অবস্থিত ক্যামেরার মাধ্যমে ছবি পর্যন্ত দেখতে পাবেন।


ক্যামেরা আপনি চাইলে ৪৮০ পিক্সেল অথবা একটু খরচ করে ৭২০ পিক্সেলের ক্যামেরা লাগাতে পারবেন প্লেন্টিতে। এছাড়াও থাকবে micro SD মেমোরি কার্ড লাগানোর ব্যাবস্থা যার ফলে আপনি আপনার ফ্লাইট-টি ভিডিও করে সহজেই বন্ধুদের সাথে শেয়ার করতেও পারবেন।


এই প্লেনে ব্যাবহার করা হয়েছে ৩.৭ ভোল্টের ১৫০ মিলি এম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি। আর সাথে দেওয়া হবে এই ব্যাটারির চার্জার। তবে যদি ক্যামেরা, ফ্লাশ লাইট, ফ্লাইট রেকর্ডিং এবং রোটার এক সাথে চালনা করেন তবে ৩ মিনিটেই ব্যাটারি শেষ। অবশ্য ব্যাটারি বদলে নিতে পারবেন যখন তখন। আর সাথে চার্জারতো আছেই।


কি কাগজের বানানো প্লেন উড়াবেন নাকি কার্বন ফাইবারের বানানো প্লেন ঠিক করে ফেলুন। অগ্রীম বুকিং দিয়ে রাখুন। কেননা শৈশবের মজা পুনঃরায় ফিরে পাবার আনন্দের সাথে আসলে কোন কিছুর আনন্দ তুলনা করা যায় না।

এবার তাহলে ফ্রি পাবার কথা বলি। 'Get A Free Carbon Flyer' এ ক্লিক করুন এর পরে চলে যান উৎপাদকের সাইটে রেজিষ্ট্রেশন করে বন্ধুদের সাথে শেয়ার করুন আর বাদবাকি পদ্ধতি গুলি ওখানেই দেওয়া আছে। এবার অপেক্ষার পালা।

http://igg.me/at/carbonflyer/x/9471738

লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info