'লেগো' (LEGO) খেলনা কম্পানির তৈরি লেগো ব্রিক (LEGO Brick) এর সাথে কে না পরিচিত। ছোট বেলায় কত কিছু বানিয়েছেন এই খেলনা ব্রিক দিয়ে। কিন্তু লেগো এর ইতিহাস কি জানেন? এর ইতিহাস কিন্তু খুবই ঘটনা বহুল। আজ আপনাদের জানাবো এই লেগো কম্পানিত ইতিহাস। না না ভয় পাবেন না কোন বিশাল লেখার মাধ্যমে নয় বরং ছোট একটি এনিমেশন এর মধ্যে দিয়েই তুলে ধরব। তাহলে চলুন জেনে নেই লেগো এর ইতিহাস।


ভিডিও সংগ্রহেঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন