১৩ টন ওজনের মটর সাইকেল ।। 13 Tonnes Motorcycle


আপনারা কি কখনো কল্পনা করেছেন কোন মটর সাইকেলের ওজন ১৩ টন হবে এবং যার উচ্চতা হবে ১০ ফুট আর লম্বায় হবে ৩০ ফুট? কল্পনা না করলে এবার করুন কেননা পৃথিবির বুকে তৈরি হয়েছে এরকম মটর সাইকেল যা কিনা একটা বাসের সমান। আর এই কল্পনা আর তৈরি করার মূল হোতা হলে অষ্ট্রিয়া নিবাসি সিনেমার ষ্টান্ট ম্যান "রে বউম্যান"। তিনি বিগত ৩ বছর ধরে কাজ করেছেন এই বাইকের উপর এবং বানিয়ে ফেলেছেন তার স্বপ্নের বাইক। আর তিনি তার এই বাইকের নাম দিয়েছেন “Monster Motorbike from Hell”।

তার তৈরি করা বাইকটির ইঞ্জিন হিসেবে ব্যাবহার করেছেন ডিজেল চালিত ট্রাকের ইঞ্জিন। ভাববেন না একটা ইঞ্জিন মাত্র, ৬টা ইঞ্জিনের সমন্বয়ে তৈরি হয়েছে এর ইঞ্জিন। শুধু ইঞ্জিনের উচ্চতা একজন মানুশের সমান। এবার ভেবে দেখুন তাহলে বাইকের সাইজ কেমন।

hybridknowledge.info hybridknowledge.info

আর কথা না বারিয়ে চলুন দেখে আসি বাইকের কিছু ছবিঃ


লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।