আপনাদের জন্য ছোট একটি ধাঁধা


আপনাদের জন্য ছোট একটি ধাঁধা। উপরে যে খুলি দেখতে পাচ্ছেন, বলতে হবে এটি কোন প্রানি? কি দাঁত গুলি নিশ্চয়ই আপনার নজর কেড়েছে, তাহলে দাঁত গুলির ছবি একটু বড় করে দেখে নেওয়া যাক।


কি দাঁত দেখার স্বাদ কি মিটেছে এখন ব্রেন খাটান আর চিন্তা করুন এরকম ভয়ানক দাঁত কোন প্রানির হতে পারে। নিশ্চই কোন ভয়ংকর প্রানীর দাঁত? তা না হলে এরকম দাঁত কেন হবে? এক কামড়েই যাতে কর্ম সাবার হয়ে যায় তাই নিশ্চই এরকম দাঁত? 

না জানি এই রকম ভয়ংকর দাঁতওয়ালা প্রানী কেমন ভয়ংকর দেখতে হবে? 

কি পেলেন কিছু? কোন আন্দাজ করতে পারলেন এটি কোন প্রানীর খুলি। আরে একটু চিন্তা করে দেখুন। কি এখনও পারলেন না?

আচ্ছা আপনার আর কষ্টো করা লাগবে না। আমিই বলেই দিচ্ছি এটি কোন প্রানীর খুলি। তার আগে নিচের ছবিটি দেখে নেই।


উপরে এই প্রানীর নাম Crabeater Seal, কি নিজেকে কি বোকা বোকা লাগছে? আসলে আমরা এই পৃথিবীর অনেক কিছুই জানি না। আর সব কিছু জানা আমাদের পক্ষে সম্ভব বলে মনে হয় না। তবে হ্যাঁ জানার ইচ্ছা কিন্তু থাকা চাই।

যা হোক এবার এই Crabeater Seal এর কিছু ছবি দেখে নেওয়া যাক,


লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info
জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info