চলুন পানির নিচ দিয়ে গাড়ি চালিয়ে আসি ।। Drive Under The Water


পানির নিচ থেকে গাড়ি চালানোর কথা বলায় নিশ্চয়ই ভাবতে শুরু করে দিয়েছেন যে নিশ্চই ডুবুরির মত বা কোন সাবমেরিন নিয়ে ঘুরাতে নিয়ে যাব। তা তেমনটি নয়, আবার সেরকমই কিছু। আচ্ছা আর জটলা না পাকিয়ে খোলাসা করেই বলি।

আচ্ছা আপনাদের "ম্যাগডিবার্গ ব্রিজ" এর কথা মনে আছে? ঐ যে নদীর উপর দিয়ে তৈরি মানব সৃষ্টি আরেক নদী। এরকম আর এক বিষ্ময়কর ব্রীজের নাম "Aqueduct Veluwemeer"। পূর্ব নেদারল্যান্ডের হারডালভেগ (Harderwijk) এলাকার এন৩০২ (N302) নম্বর সড়কের উপর অবস্থিত।


সাধারনত দেখা যায় যে কোন জলাশয়ের মধ্য দিয়ে কোন সড়ক সংযোগ তৈরির ক্ষেত্রে সেতু বানানো হয়, যাতে পানি চলাচলে কোন অসুবিধা না হয়। কিন্তু পূর্ব নেদারল্যান্ডের হারডালভেগ এলাকায় করা হয় ঠিক এর উল্টা। অর্থাৎ এখানে জলাশয়ের উপর দিয়ে সেতু তৈরি না করে জলাশয়ের পানি সঞ্চালন ব্যাবস্থা যাতে ঠিক থাকে তাই তৈরি করা হয়েছে সেতু আর এই সেতুর নিচে তৈরি করা হয়ে রাস্তা।


পানির এই সেতুটি Veluwemeer লেকের দু'টি অংশের সংযোগ সেতু হিসেবে কাজ করে, একই সাথে এর নিচ দিয়ে বানানো সড়কটি নেদারল্যান্ডের মূল ভূখন্ডের সাথে ফ্লেভোল্যান্ডে (Flevoland) অঞ্চলের সড়ক যোগাযোগ রক্ষা করে। আর এই Veluwemeer লেকটি কিন্তু মানব সৃষ্টি সব থেকে বড় লেক।


Aqueduct সেতুটির নিচের সড়কটি ২০০২ সালে জনসাধারনের ব্যাবহারের জন্য প্রথমবারের মত খুলে দেওয়া হয়। এই সড়কটি লম্বায় ২৫ মিটার আর চওড়ায় ১৯ মিটার। আর উপরের সেতুটির গভিরতা মাত্র ৩ মিটার, আর এই সেতুর উপর দিয়ে শুধু মাত্র ছোট নৌকা চলাচলের অনুমতি রয়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে প্রায় ২৮,০০০ মটর যান চলাচল করে।

যদিও Aqueduct Veluwemeer সেতুটি খুব বেশি বড় নয়, কিন্তু এর সুন্দর্য কিন্তু বেশ উপভোগ্য। চলুন এবার দেখে নেই Aqueduct Veluwemeer সেতুর কয়েকটি ছবি,


চলুন এবার গুগল মানচিত্রে দেখে নেই Aqueduct Veluwemeer সেতুর অবস্থান,



লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info
জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info