মানুষের মাংস দিয়ে পিকনিক ।। Picnic With Human Flesh

পোষ্টির শিরনাম পড়ে নিশ্চই বুঝে গেছেন, পোষ্টটি মোটেও সুখকর কোন অভিজ্ঞতা বয়ে নিয়ে আসবে না।
আপনি যদি শক্ত মানষিকতার অধিকারি না হন তাহলে আপনার প্রতি অনুরোধ রইল পোষ্ট পড়বেন না।
আচ্ছা এবার পোষ্টটি সম্পর্কে কিছু বলি। আজ আপনাদের যে ছবি গুলি দেখাব, সে গুলি একটি বড় পরিবারের পিকনিকের ছবি। যেখানে তারা অনেকেই উপস্থিত হয়েছেন তাদের কিছু বন্ধু বান্ধব নিয়ে। আর পিকনিক মানে খাবারের রমরমা আয়োজন। আমরা নিজেরাও যখন কোন পিকনিকে যাই তখন অনেক মজা করে নিজেরাই রান্না করে খাই। এখানে কি তার বিপরিতে কিছু হতে পারে, না কখনই না। এখানেও রান্না হচ্ছে। কিন্তু সবথেকে বড় পার্থক্য কি জানেন আমাদের পিকনিক আর এদের পিকনিকের মাধ্যমে? এদের খাবারের মেনুতে আছে মানুষের মাংস। কি ভাবছেন মানুষের মাংস পেল কোথায়। এটা নিয়ে একটু চিন্তায় আমি নিজেও পরেছিলাম। একটু নেট ঘেটে কিছু পত্রিকার ফিচার পরলাম। পরে বুঝলাম এটা জোগাড় করার ২ টি উপায় আছে। প্রথমত, বেওয়ারিশ লাশ আর দ্বিতীয়ত, কিছু লোক আছে যারা যে কোন এক উপায়ে মানুষদের মেরে এসকল মানুষের মাংস নরখাদক লোকের কাছে বেঁচে দেয়। এর মধ্যে দ্বিতীয় পন্থা বেশি ব্যাবহার করা হয়। কেননা, প্রথমত এতে খরচ কম আর দ্বিতীয়ত আপনি যে খান তা আর কেউ জানতে পারবে না। একবার ভেবে দেখেন আপনি মানুষের মাংস খান আর এটা যদি আপনার প্রতিবেশী জানতে পারে তাহলে নিশ্চই আপনার সাথে কোন সম্পর্ক বজায় রাখবে না।

অনেক কথাতো হল এবার চলে দেখে আসি এই পিকনিকের কিছু ছবি। ছবি গুলি শুরু হয়েছে মানুষ কাঁটা থেকে রান্না করে খাওয়া পর্যন্ত। তাহলে শুরু করা যাকঃ

লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

১৯টি মন্তব্য:

  1. আপনার মন্তব্য লিখুন.মানুষনয়পশুওনয়

    উত্তরমুছুন
  2. বিশ্বাস করি না

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. মানুষ ইচ্ছা স্বাধীন জীব হিসেবেই সৃষ্টি হয়েছে...

      মুছুন
  3. আপনার মন্তব্য লিখুন...এটা দেখে আমার খুব খারাপ লাগছে যে মানুষ হয়ে কিভাবে এটাকরে অবাক হয়ে গেলাম আমি আমার ভইলাগছে।

    উত্তরমুছুন
  4. 'cannibalism' শব্দটার উৎপত্তি সেখান থেকেই...

    উত্তরমুছুন
  5. দেখেতো মনে হয় সত্যি!
    তবে,কিভাবে সম্ভব?????

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অবাস্তব আর বাস্তবতার মাঝেই তো আমাদের জীবন...

      মুছুন
  6. দেখেতো মনে হয় সত্যি!
    তবে,কিভাবে সম্ভব?????

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অবাস্তব আর বাস্তবতার মাঝেই তো আমাদের জীবন...

      মুছুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info