"Massachusetts Institute of Technology" সংক্ষেপে "MIT" প্রযুক্তির আতুরে ঘর বলা যায়। এখানে তৈরি হয় বিভিন্ন ভবিষ্যতের প্রযুক্তি। এবার আপনাদের দেখাবো এই MIT তে আবিস্কৃত এক অসাধারন বিস্ময়কর প্রযুক্তি। এই প্রযুক্তির ভবিষ্যতে ব্যাবহারের সীমা অপরিসীম। নিজেই দেখুন আর সিদ্ধান্ত নিন আতুরে ঘরে থাকা এই প্রযুক্তি ভবিষ্যতে আমাদের জন্য কত কিছু উন্মুক্ত করবে।
ভিডিও সংগ্রহেঃ জানা অজানার পথিক।