বাদুড়ের সুপ


ছোট বেলায় কোন এক বইতে পড়েছিলাম মানুষ আর আরশোলা নাকি সর্বোভুক প্রানী। কোথায় পড়েছিলাম বা ঠিক তথ্য কিনা জানি না। যা হোক বর্তমান বিশ্বে চাইনিজ জিনিষের কোন অভাব নেই। আর আজ কোন চাইনিজ জিনিষ না, চাইনিজ একটা খাবারের সাথে পরিচয় করিয়ে দিব আর তা হল "বাদুড়ের সুপ" (Bat Soup)। কি ভাবছেন, ভেবে আর লাভ নেই আমি পৃথিবীর একমাত্র উরন্ত স্তন্যপায়ী প্রানীর স্যুপের কথাই বলছি। স্যুপ নিয়ে আমার বলার নাই তাই আর কিছু লেখার নাই।

তাহলে চলুন দেখে নেই বাদুড়ের স্যুপের কিছু ছবি,


কি ছবি দেখতে যেয়ে কি খেতে মন চাচ্ছে? চাইতেই পারে মানুষের কত কিছুইতো চায়। একটা ভিডিও দিলাম যেখানে সংক্ষেপে এই বাদড়ের স্যুপ রান্না করার পদ্ধতি দেখানো হয়েছে,



লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info