কথায় আছে, "সমুদ্রের স্রোত আর সময় কারো জন্য থেমে থাকে না", কিন্তু আজ আপনাদের একটু চমকে দিব। আচ্ছা বলুনতো সময় কিভাবে গননা কতা হয়? নাহ আজ যে সব নিয়ে বিস্তারিত কোন আলোচনায় যাব না বরং সময় নিয়ে ছোট একটা তত্ত্বের বাস্তব ব্যাক্ষা দিব। এই তত্ত্বটির প্রবক্তা আইনষ্টাইন। তত্ত্বটি হল, "আপনি যত দ্রুত গতিতে চলতে থাকবেন সময় আপনার জন্য তত ধীরে বাহিত হবে, আপনি যদি আলোর গতীতে ছুটতে থাকেন তাহলে সময় আপনার জন্য থেমে যাবে, আর যদি আপনি আলোর গতীর থেকে দ্রুত ছুটতে থাকেন তাহলে সময় আপনার জন্য পিছিয়ে যেতে থাকবে মানে আপনি অতীতে চলে যেতে পারবেন। বিশ্বাস করতে কষ্টো হচ্ছে তাই না? এ নিয়ে এর আগে "আইনস্টাইন আর তার তত্ত্ব" লেখায় বিস্তর আলোচলা করা হয়েছিল। আপনি কিন্তু চাইলেই এই তত্ত্বের প্রথম অংশটুকুর প্রমান নিজেই পেতে পারে একদম বাস্তবে। তাহলে চলুন দেখে নেই প্রথম অংশটুকুর বাস্তব প্রমান। আর যদি ভিডিওটি দেখে বিশ্বাস না হয় তাহলে নিজেই একবার চেষ্টা করে দেখুন আপনি পদার্থ বিজ্ঞানকে মিথ্যা প্রমানিত করতে পারেন কিনা।
ভিডিও সংগ্রহেঃ জানা অজানার পথিক।
seriously odvut.... :o
উত্তরমুছুন