অতীতের ভবিষ্যত ।। Vintage Vision Of Future Technology


কালে কালে মানব জাতি সব সময় চিন্তা করেছে তাদের ভবিষ্যত কেমন হবে। আর এই চিন্তা কিন্তু শুধু বর্তমান যুগে না সেই আদিম যুগ থেকেই চলে আসছে। এর আগে আপনাদের ১৯ শতকের গোড়ার দিকে ২০শতক কেমন হবে তা নিয়ে ফ্রান্সের শিল্পিদের ভাবনা তুলে ধরেছিলাম "ফ্রান্স ২০০০" লেখায়। আজ আপনাদের সামনে তুলে ধরব এরকম অতীতের কিছু ভবিষ্যত নিয়ে চিন্তা। সত্যি মানুষের চিন্তার কোন সীমা নেই আর অসীম এই চিন্তার কারনেই হয়ত আজ আমরা এই ভবিষ্যতে আসতে পেরেছি। তাহলে চলুন শুরু করা যাক।

ভবিষ্যতের অফিসঃ
ধরুন বর্তমান সময় ১৯৬৯, মোবাইল কম্পিউটার কোন কিছু আবিস্কার হয়নি। কিন্তু প্রযুক্তির কাতারে যোগ দিয়েছে টেলিফোন। প্রযুক্তির আবিস্কার হতে এখনও অনেক দেরি কিন্তু তাই বলে কি আর মানুষের ভবিষ্যত নিয়ে চিন্তা বন্ধো থাকবে? না মোটেও না। ১৬ই এপ্রিল ১৯৬৯ সালে BBC এর প্রতিবেদক James Burke এর তৈরি করা Office Of The Future প্রামান্য চিত্রটি অন্তত্য তাই বলে। তৎকালীন আমলে ভবিষ্যতের অফিস কেমন হবে তা নিয়ে ছিল কতই জল্পনা আর কল্পনা। আসুন তাহলে এবার দেখে নেই James Burke এর বানানো সেই প্রতিবেদনটি,



Download

ইলেক্ট্রনিক সাংবাদিকতাঃ
বর্তমান সময়ে অনলাইন পত্রিকা কিন্তু অনেক সহজ লোভ্য একটা জিনিষ। কিন্তু ধরুন বর্তমান সময়ে ইন্টারনেট নেই বা থাকলেই তেমন কোন প্রচলন নেই। এখন একবার চিন্তা করুন অনলাইন পত্রিকার কথা? কল্পনাও করতে পারছেন না তাই না? ১৯৮১ সাল, তখন পর্যন্ত ইন্টারনেট এতটা জনপ্রিয় বা সহজলোভ্য হয়ে উঠে নাই। কিন্তু তাই বলে কি অনলাইন পত্রিকা থেমে থাকবে? তখনো চালু হয়েছিল অনলাইন পত্রিকা কিন্তু বর্তমান পত্রিকা গুলির মত চকচকে ছবি ছিল না। এ নিয়ে আমেরিকার KRON network এ প্রচারিত সাংবাদিক Steve Newman এর বানানো ভিডিও প্রতিবেদন,


Download

পোষাকঃ
সালটা ১৯৩০, এসময় Pathetone Weekly ম্যাগাজিন তৎকালীন আমলের বিখ্যাত ফ্যাশান ডিজাইনারদের জিজ্ঞাসা করে ছিল ২০০০ সালে মানুষের পোষাক কেমন হবে? এর উত্তরে অনেকে অনেক কথা বলে ছিল। যেমনঃ ইলেক্ট্রনিক বেল্ট থাকবে যা শরীর এবং পরিবেশের মধ্যকার তাপমাত্রা নিয়ন্ত্রন করবে, বিয়ের পোষাক তৈরি হবে কাঁচ দিয়ে, মেয়েদের মাথায় একটা বাল্ব থাকবে যা সত্যবাদি পুরুষকে খুঁজতে সাহায্য করবে। আসলে তাদের বলা কথা গুলি যে একদম বৃথা হয়েছে তা না, লেডি গাগা কিন্তু তাদের এই উদ্ভট ডিজাইন গুলির বাস্তব রূপ দিয়েছে। যা হোক, চলুন এবার দেখে নেই ১৯৩০ সালে নির্মিত ২০০০ সালের পোষাক নিয়ে একটি প্রামান্য চিত্র,


Download

হাসপাতালঃ
১৯৫০ সালে শিল্প উদ্দ্যোক্তা Henry Kaiser এবং স্থপতি Sydney Garfield শেয়ারে ২ মিলিয়ন মার্কিন ডলারে একটি নতুন প্রজেক্ট চালু করেন। প্রযেক্টের নাম ছিল, "A Vision For The Hospital Of The Future"। ভবিষ্যতে হাসপাতাল তারা বানাতে চেয়েছিল ১৯৫০ সালেই। যেখানে বোতামে চাপ দিলেই বাচ্চা ড্রয়ারে করে বেরিয়ে আসবে, আবার সম্পূর্ন দেহ এক্সরে করার মেশিন থাকবে। আরো অনেক কিছু। চলুন তাহলে এবার দেখে নেই ১৯৫০ সালের ভবিষ্যতের হাসপাতাল।


Download

ব্যাংকঃ
বর্তমান সময়ে ক্রেডিট কার্ড বা ডেভিট কার্ডের সাথে পরিচিত নন এমন কেউ আছে বলে মনে হয় না। এই কার্ড চালু হওয়ার আগে মানুষ লেনদেন করত নগদ অর্থে। মানুষ যখন ঠিক করল যে এরকম একটা ক্রেডিড কার্ড বাজারে ছাড়বে তখন তারা এই ক্রেডিট কার্ডের ভবিষ্যত নিয়ে কি চিন্তা করেছিল? চলুন তাহলে এবার দেখে নেই ১৯৬৯ সালে ক্রিডিট কার্ডের উপর বানানো BBC এর একটি প্রতিবেদন,


Download

তাদের যত জল্পনা আর কল্পনা আজ আমাদের বর্তমান আর আমাদের যত জল্পনা আর কল্পনা আমাদের বা আমাদের ভবিষ্যত প্রজন্মের ভবিষ্যত। সময় এভাবেই এগিয়ে যায় নিজ গতীতে আর মানুষের কল্পনাও যেন বেড়ে যায় শত শত গুন।

লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info