স্কিনওয়াল্কার (রহস্যে ঘেরা প্রানীদের গল্পঃ ১০ম পর্ব)

পূর্বের পর্বঃ থান্ডার বার্ড


Werewolf সম্পর্কেতো সবাই কম বেশী জানেন। আচ্ছা এই Werewolf এর উৎপত্তি কিভাবে হয়েছে তা কি জানেন? আসলে এগুলি সবই রেড ইন্ডিয়ান্দের আধ্যাতিক বিষয়। তার বিশ্বাস করত এক জন মানুষের মধ্যে এরকম পশুর মত শক্তি আসতে পারে যা তাদের পবিত্র ভূমিকে সুরক্ষিত রাখে। কিন্তু এই Werewolf এর আবার কিছু সীমাবদ্ধতা আছে আর তা হল এরা আবার পূর্নিমার রাত বাদে কোন মানুষের পক্ষে একজন মানুষকে সম্পূর্ন রূপে শিয়ালে পরিনত করা সম্ভব না। কিন্তু আজ আপনাদের Werewolf সম্পর্কে জানাবো জানাবো Skin Walker সম্পর্কে। এখন সব থেকে বড় প্রশ্ন, কি এই Skin Walker? এই Skin Walker হচ্ছে রেড ইন্ডিয়ান্দের এক আধ্যাতিক শক্তি। যা যখন কোন মানুষের উপর ভর করে তখন যে যে কোন প্রানীতে রূপান্তরিত করতে পারে। আর এর জন্য নির্দিষ্ট কোন সময়ের প্রয়োজন নেই। আর এরা সব সময় কোন প্রানীর চামড়া গায়ে পড়ে থাকে।

আজ আপনাদের যে ভিডিওটি দেখাবো সেটি ভিডিও করেছে ২০ বছর বয়স্ক এন্ডি মিলার। বড় হয়েছেন টেক্সাসের এক গ্রাম অঞ্চলে। যেখানে তাদের আছে বিশাল বড় খামার। বাবা মাকে ছেড়ে শহরে যান পড়াশুনার জন্য। আর সেখানে তার সাথে মনের মিল হয়ে যায় এক মেয়ের সাথে। ছুটিতে বাড়ি ফেরার সময় প্রেমিকাকে সাথে না আনতে পারার জন্য সে সিদ্ধান্ত নেয় তার বাড়িতে বেড়াতে যাওয়ার সময় সে তার বাড়ির সব কিছু ভিডিও করবে যাতে তার প্রেমিকাকে আরো ভাল ভাবে নিজের বাড়ির সাথে পরিচয় করিয়ে দিতে পারে। কিন্তু এসময় তার বাড়িতে এমন কিছু উদ্ভট উদ্ভট ঘটনা ঘটে যে এন্ডি মিলার শহরে ফিরে সিদ্ধান্ত নেয় সে রেড ইন্ডিয়ান্দের ইতিহাসের উপর উচ্চতর শিক্ষা গ্রহন করবে। আচ্ছা এমন কি ঘটনা ঘটেছিল ছিল সে এই সিদ্ধান্ত নিল? ঘটনার রহস্য লুকিয়ে আছে প্রেমিকার উদ্দেশ্যে ধারন করা সেই ভিডিওটিতে। চলুন এবার দেখে নেই তার ধারন করা সেই ভিডিওটি,


http://vimeo.com/92036441/download?t=1397847751&v=244535016&s=3ce35d9aa4fc52e2f031aa9dd2dc98c8

ভিডিও সংগ্রহেঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info
জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info