মরুভূমিতে বরফের নদী



নদী তো কত রকমেরই হয়। কিন্তু এখন যে নদীর কথা বলব তাতে কোনো পানি নেই। রয়েছে কেবল বরফ। ভাবছেন অ্যান্টার্কটিকা কিংবা পৃথিবীর কোনো শীতলতম স্থানে অবস্থিত কোনো নদীর কথা বলছি বুঝি? তাহলে আপনাকে চমকে দিতে একটা তথ্যই যথেষ্ট আর সেটি হচ্ছে কোনো শীতলতম স্থান নয়। বরং পৃথিবীর অন্যতম তপ্ত স্থান মরুভূমির বালুর ওপরে সৃষ্টি হয়েছে এই নদী। তাও খুব বেশিদিন আগেই কথা নয়।

এমনিতে শুষ্ক আর রুক্ষ্ণ হলেও কিছুদিন আগে হঠাৎ করে টানা ঝড় আর বর্ষণ হয়ে যায় ইরাক, ইসরায়েল, জর্দান ও সৌদি আরবে। এ ঘটনায় মারা যায় ও আহত হয় এ দেশ গুলোর বেশ কিছু মানুষ। আর এই প্রবল বর্ষণের ভেতরেই কোনো একটা সময়ে খানিকটা পানি ইরাকের মরুভূমির বালির ভেতরে গিয়ে আটকে গিয়েছিল বলে ধারণা অনেকের। এবং ক্রমে ক্রমে প্রকৃতির খেলায় সেগুলো জমাট বেঁধে রুপ নেয় বরফের। তৈরি করে বরফ নদীর। বর্তমানে অবশ্য এই নদীকে স্থানীয়রা 'বালুর নদী' (Sand River) বলে ডাকছে।

সাধারণত এমন শুষ্ক জায়গায় হঠাৎ করে বন্যা ও সেখান থেকে নিম্ন এলাকা গুলোয় পানি ও বর্ষণ শুরু হয়ে যাওয়া বেশ স্বাভাবিক একটা ব্যাপার। তবে অনেকে একে শিলাবৃষ্টির স্রোত বলে মনে করছেন। যেটা কিনা জমাট বাঁধা পানির টুকরো। অবশ্য এমন সময়ে মরুভূমির ভেতরে শিলাবৃষ্টি হওয়াটা যথেষ্ট অবাক হবার মতো ব্যাপার। আর সেটা বাস্তব সম্মতও নয়। তবে তার চাইতেও বড় কথা হচ্ছে যে, এত প্রচুর পরিমাণে শিলা তৈরি হওয়া ও বয়ে যাওয়ার জন্যেও দরকার নির্দিষ্ট এক আবহাওয়া। যেটা কিনা পাহাড় প্রধান এলাকা গুলোতেই পাওয়া যায় বেশি। তবে মরুভূমির ভেতরে এতগুলো শিলার টুকরো কি করে এলো সেটাও বলা কঠিন। এমনিতে পাহাড় প্রধান এলাকাগুলোতে এমন শিলাবৃষ্টি হয়ে থাকলেও মরুভূমিতে তা দুর্লভ। আর সেটাও এত বেশি পরিমাণে?

বিজ্ঞানসম্মত কোনো সমাধান এখন অব্দি না এলেও অনেকে একে মরুভূমির প্রচন্ড গরম আবহাওয়ার ভেতরে বসবাসরত মানুষদের জন্যে আল্লাহর পাঠানো উপহার বলে মনে করছেন। অনেকে মনে করছেন প্রকৃতির আরো হাজারটা খেলার ভেতরে এটিও কোনো একটি খেলা। তবে অনেকের কাছে এটি উপহার মনে হলেও এর পেছনে থাকা প্রচণ্ড ঝড় আর বৃষ্টি অনেকের জীবনকে করে তুলেছে দুর্বিষহ।



লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info