কাঁকড়া প্রানিটার সাথে কে না পরিচিত? আজ এই কাকড়াদের মধ্যে ২য় বৃহত্তম কাঁকড়ার সাথে। আচ্ছা কাকড়া কি খায়? এ প্রশ্নের উত্তরে অনেকেই বলবেন কাঁদা, না আসলে কাঁদা নয় কাদার মধ্যে থাকা অনুজীব গুলি তাদের খাবার, তবে সাথে যে কিছু পরিমান কাঁদা খেয়ে ফেলেনা তা জোর দিয়ে আমার পক্ষে বলা সম্ভব না। কিন্তু আজ আমি আপনাদের যে কাকড়ার কথা বলব সে অন্যান্য কাকড়াদের মত এসবের ধারে কাছেই যায় না, সে খায় নারকেল। কি অবাক হচ্ছেন নাকি, আরেকটু অবাক করে দেই তাহলে আপনাদের, এই নারকেল খাদক এমনই এক নারকেল খাদক যে সে নারকেল গাছে চড়ে নারকেল পারে আর তারপর তা খায়। এরকম নারকেল প্রেমী আর কটা আছে এই ধরনির বুকে শুনি।
এই নারকেল কাঁকড়া হল "অর্থপড" (arthropod) প্রজাতির প্রানী। এই অর্থপড প্রজাতির প্রানি হল যাদের দেহ কঙ্কাল বাইরের দিকে থাকে। যাহোক সব থেকে মজার বিষয় হল এই অদ্ভুত দৈত্য নারকেল কাঁকড়া কিন্তু আসলে কাঁকড়া না, মানে দেখতে কাঁকড়ার মত কিন্তু কাঁকড়া না, উফ কি প্যাচের!!! এরা আবার "হার্মিট কাঁকড়া" (Hermit crab) প্রজাতির অন্তর্গত মানে "নারকেল কাঁকড়া" (Coconut crab) হল স্থলের হার্মিট কাঁকড়া।
কি প্যাচায় গেছেন? যাবারই কথা আমিও প্যাচের মধ্যে আছি, দেখি কতটুকু প্যাঁচ ছাড়ানো যায়। হার্মিট কাঁকড়া অর্থপড প্রজাতির, আর অন্যান্য কাঁকড়া থেকে এদের পার্থক্য হল এদের অস্থি অন্যান্য কাঁকড়ার মত শক্তো হয় না, বলতে গেলে চিংড়ি মাছের মত হয়। মরা শামুকের খোলসের মধ্যে ঢুকে, নিজের শরীরের তাতে শামুকের মত স্থাপন করে সাড়া জীবন পার করে দেয়, মাঝে মাঝে আবার তা পরিবর্তন করে, আর অন্যান্য কাঁকড়াদের শরীরে কেমন শক্ত খোলস থাকে তা বলে বুঝাতে হবে না। এখন সমস্যা হল এই নারকেল কাঁকড়ার শরীরে বেশ শক্তো খোলস আছে তারপরে একে বলা হয় "স্থলের হার্মিট কাকড়া"। কেন বলা হয়? এটা আমারো প্রশ্ন?
যা হোক প্যাচের মধ্যে না পেচিয়ে আসুন এই অসাধরন নারকেল কাঁকড়ার কিছু ছবি দেখে নেই,


এই নারকেল কাঁকড়া হল "অর্থপড" (arthropod) প্রজাতির প্রানী। এই অর্থপড প্রজাতির প্রানি হল যাদের দেহ কঙ্কাল বাইরের দিকে থাকে। যাহোক সব থেকে মজার বিষয় হল এই অদ্ভুত দৈত্য নারকেল কাঁকড়া কিন্তু আসলে কাঁকড়া না, মানে দেখতে কাঁকড়ার মত কিন্তু কাঁকড়া না, উফ কি প্যাচের!!! এরা আবার "হার্মিট কাঁকড়া" (Hermit crab) প্রজাতির অন্তর্গত মানে "নারকেল কাঁকড়া" (Coconut crab) হল স্থলের হার্মিট কাঁকড়া।
কি প্যাচায় গেছেন? যাবারই কথা আমিও প্যাচের মধ্যে আছি, দেখি কতটুকু প্যাঁচ ছাড়ানো যায়। হার্মিট কাঁকড়া অর্থপড প্রজাতির, আর অন্যান্য কাঁকড়া থেকে এদের পার্থক্য হল এদের অস্থি অন্যান্য কাঁকড়ার মত শক্তো হয় না, বলতে গেলে চিংড়ি মাছের মত হয়। মরা শামুকের খোলসের মধ্যে ঢুকে, নিজের শরীরের তাতে শামুকের মত স্থাপন করে সাড়া জীবন পার করে দেয়, মাঝে মাঝে আবার তা পরিবর্তন করে, আর অন্যান্য কাঁকড়াদের শরীরে কেমন শক্ত খোলস থাকে তা বলে বুঝাতে হবে না। এখন সমস্যা হল এই নারকেল কাঁকড়ার শরীরে বেশ শক্তো খোলস আছে তারপরে একে বলা হয় "স্থলের হার্মিট কাকড়া"। কেন বলা হয়? এটা আমারো প্রশ্ন?
যা হোক প্যাচের মধ্যে না পেচিয়ে আসুন এই অসাধরন নারকেল কাঁকড়ার কিছু ছবি দেখে নেই,
লেখকঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন