১০টি বিলুপ্ত কাজ ।। 10 Defunct Job

জীবিকা নির্বাহের জন্য আমরা নানা উপায়ে অর্থ উপার্জন করি। কেউ ব্যাবসা করে কেউ আবার করে চাকুরী। অনেক আগের থেকেই মানুষ অর্থ উপার্জনের জন্য বিভিন্ন কিছু করে চলেছে। আজ আপনাদের এমন ১০টি বিলুপ্ত চাকুরী বা কাজের কথা বলব যা শুনে অবাক হয়ে ভাববেন যে এরকম কাজও মানুষ করত। যা হোক কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক।


০১) Tosher:
Tosher কাজে যারা জড়িত ছিল তারা লন্ডনের ভুগর্ভে তৈরি ড্রেনের মধ্য দিয়ে ঘুরে বেড়াত। আর ড্রেনের পানিতে ভেসে আসা বিভিন্ন জিনিষ জোগাড় করে তা ধুয়ে বিক্রি করত।


০২) Bang Beggar:
Bang Beggar (ঠুং ভিক্ষুক) দের কাজ ছিল কোন এক নির্দিষ্ট এলাকা থেকে অযাচিত লোকজনদের আতঙ্কিত করে দূরে অন্য কোথাও সরিয়ে দেওয়া।


০৩) Pug Mill Operator:
Pug Mill এ মেশিনের মাধ্যমে মাটির সাথে পরিমিত পানি মিশিয়ে কাঁদা মাটি তৈরি করা হয়। যা বিভিন্ন ধরনের জিনিষ তৈরিতে ব্যাবহার করা হয়।


০৪) Sagger Maker:
'Sagger' হচ্ছে এক ধরনের ফাঁপা বাক্সের মত। যা ব্যাবহার করা হত বিভিন্ন ধরনের মাটির বা চীনামাটির তৈরি জিনিষ পত্র পোড়ানোর কাজে। এর ভিতর জিনিষ গুলি রেখে তার বাইরে আগুন ধরিয়ে দেওয়া হত। প্রযুক্তির উন্নতির সাথে সাথে এর প্র্যোজনীয়তাও ফুরিয়ে গেছে।


০৫) Pimp Maker:
'Pimp Maker' নামটা শুনে নিশ্চয়ই ভাবছেন কুটনামি করে বেড়ানোই তাদের কাজ। না আসলে এর ইংলিশ অভিধানিক অর্থ 'Firewood', এরা বাড়িতে আগুন জ্বালাবার জন্য বনে কাঠ সংগ্রহ করে এবং তা বাজারে বিক্রি করে।


০৬) Pure Finder:
Pure Finder দের কাজ ছিল কুকুরের পায়খানা জোগাড় করা। তখন ধারনা করা হত কুকুরের পায়খানা হচ্ছে একদম খাঁটি কোন কিছু। আর এগুলি তৎকালীন সময়ে ব্যাবহার করা হত পশু চামড়া সংরক্ষনে।


০৭) Link Boy:
তৎকালীন সময়ে রাস্তায় কোন আলোর ব্যাবস্থা ছিল না। তাই কেউ যদি রাতের বেলা হাটতে বের হত তাহলে তারা একজন Link Boy কে ভাড়া করে বের হত। যার কাজ ছিল মশাল নিয়ে সাথে সাথে ঘুড়ে বেড়ানো।


০৮) Slubber Doffer:
Slubber Doffer দের কাজ ছিল অনেকটাই সহজ। তারা টেক্সটাইল মিলে ঘুড়ে বেড়াত আর মেশিনে সুতা শেষ হয়ে গেলে তা পরিবর্তন করে দিত অথবা সুতা ছিড়ে গেলে তা পুনঃরায় জুড়ে দিত।


০৯) Night Soil Man or Jakes-Farmer:
বর্তমানে পয়নিষ্কাশন ব্যাবস্থান উন্নতির ফলে এদের আর দরকার পরে না। এদের কাজ ছিল রাতের বেলা বাড়ি বাড়ি ঘুড়ে সে গুলির পায়খানার টেংকি খালি করা।


১০) Knocker-Up:
'Knocker-Up' অথবা 'Knocker-upper' ভাড়া করত বিভিন্ন মিল। এদের কাজ ছিল সকাল বেলা ঐ সকল মিলের কর্মচারিদের বাড়িতে যেয়ে তাদের জানালায় শব্দ করে তাদের সকাল বেলা তাড়াতাড়ি উঠিয়ে দেওয়া। যাতে কর্মচারীদের কাজে যেতে দেরি না হয়।

লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

৪টি মন্তব্য:

  1. ৯ নাম্বারটা এখনও আছে। তবে এখন দিনেই করা হয়। গ্রামে দেখা যায়। অনেক স্থানে এদের বিঞ্জাপন দেয়া থাকে।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হুম তা ঠিক কিন্তু লেখায় যাদের কথা বলা হয়েছে এরা দৈনিক এই কাজ করত। কিন্তু বর্তমানে গ্রামের গুলাও দেখা যায় ১০ বছরে একবার করা লাগে। আর এই কাজ সুইপার-রাই করে থাকে। আগেকার দিনে টেংকি বর্তমান সময়ের মত এত বড় করে বানানো হত না।

      মুছুন
  2. Bang Beggar (ঠুং ভিক্ষুক) দের কাজ ta khub valo lagchy.

    উত্তরমুছুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info