টাইটানিক জাহাজ সম্পর্কে বর্তমান সময়ে জানে না এমন কাউকে খুঁজে পাওয়াটাই বেশ মুশকিল। কিন্তু এই টাইটানিকের সাথে জড়িত এমন অনেক তথ্য আছে যা আজো আমাদের অজানা। আজ এরকম ১২টি তথ্য জানাবো আপনাদের। জেনে হয়ত কিছুটা হলেও অবাক হবেন আপনারা। তাহলে চলুন শুরু করা যাক।
০১) টাইটানিকে কর্মরত একজন জাপানি বেঁচে যান এই দূর্ঘটনা থেকে। এরপর যখন তিনি তার নিজ দেশ জাপানে ফিরে যান তখন তার এলাকার লোকজন তাকে ধিক্কার জানায় কেননা সে জাহাজের সাথে ডুবে না যেয়ে বেঁচে চলে আসে।
০২) টাইটানিক সিনেমার হৃদয় ষ্পর্শকারি এক দৃশ্য ছিল টাইটানিক ডোবার সময় বাদ্যযন্ত্র বাদকেরা তাদের বাদ্যযন্ত্র বাজাচ্ছিল। সত্যি সত্যি এমনটি ঘটেছিল। বরফের সাথে সংঘর্ষের পর কয়েক ঘন্টা ধরে তারা বাদ্যযন্ত্র বাজান।
০৩) বরফের সাথে সংঘর্ষের ৩০ সেকেন্ড পূর্বে এটির তারা দেখতে পান এবং সাথে সাথেই জাহাজের ক্যাপ্টেনকে জানানো হয় বিষয়টি। তাৎক্ষণিক ব্যাবস্থা নিলে এই সংঘর্ষ এড়ানো সম্ভব ছিল।
০৪) 'Milton Hershey' যে কিনা বিশ্ববিখ্যাত চকলেট নির্মাতা কম্পানি 'The Hershey Company' এর প্রতিষ্ঠাতা। তার হাত ধরেই সব থেকে মজাদার স্বাধের কিছু চকলেট তৈরি করা হয়েছে। টাইটানিকে যাত্রার জন্য তিনি টিকিট কিনেছিলেন কিন্তু কোন কারনে একদম শেষ মূহুর্তে তিনি যাত্রা স্থগিত করেন।
০৫) টাইটানিকের চারটি ধুঁয়া বের হবার চিবনির মধ্যে চতুর্থ চিবনিটি শুধু মাত্র জাহাজটিকে সাজাবার জন্য ব্যাবহৃত হয়েছিল।
০৬) টাইটানিকের অর্ধেকেরো বেশি লাইফ বোর্ড তার ধারন ক্ষমতার অনেক কম যাত্রী ছিল।
০৭) টাইটানিক ইতিহাসের একমাত্র জাহাজ যা বরফের সাথে সংঘর্ষের ফলে ডুবে যায়।
০৮) টাইটানিকের যাত্রার পূর্বের দিন যাত্রীদের নিয়ে ছোট একটা ট্রেনিং এর আয়োজন করা হয়েছিল। যেখানে কোন দূর্ঘটনা ঘটলে তারা কি করবে তা শেখাবার জন্য। কিন্তু কোন এক অজানা কারনে তা বাতিল করা হয়।
০৯) টাইটানিক যে বরফের সাথে ধাক্কা খেয়েছিল সেই বরফ খন্ডটি সমুদ্রে ভাসমান ছিল তৎকালীন সময় হতে প্রায় ১০০০ খ্রীষ্টপূর্ব হতে।
১০) টাইটানিক জাহাজ তৈরিতে যে পরিমান অর্থ খরচ হয়েছে তার থেকেও অনেক বেশি অর্থ খরচ হয়েছে টাইটানিক সিনেমা তৈরিতে। তাহলে চলুন এবার দেখে নেই টাইটানিক তৈরিকালীন কিছু ছবি।
১১) টাইটানিক ডুবে যাবার পর পানিতে ভাসমান অবস্থায় যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে অন্যতম একজন হলেন টাইটানিক জাহাজের রাধক। যদিও প্রচন্ড ঠান্ডায় তার চারিপাশে সকলে মারা গিয়েছিল কিন্তু সে জাহাজ ডুবার পূর্ব মূহুর্ত পর্যন্ত যে পরিমান এলকোহল পান করেছেন তা তার দেহ ঠান্ডা পানিতেও উষ্ণ রাখতে সহায়তা করে।
১২) 'The Californian' জাহাজটি ডুবন্ত টাইটানিক থেকে খুব বেশি দূরে ছিল না। কিন্তু তাদের কাছে রেডিও বার্তা পৌছাতে দেরি করে টাইটানিক। তা না হলে হয়ত তারা আরো বেশি যাত্রী উদ্ধার করতে পারত।
এইতো ছিল বারটি তথ্য, তবে ডুবন্ত এই টাইটানিক খুঁজে পাবার গল্পও কিন্তু বেশ রোমাঞ্চকর এক ঘটনা। তবে এই টাইটানিক নিয়েও কিন্তু অনেক জল্পনা-কল্পনা রয়েছে। অনেক তথ্য প্রমান রয়েছে যা দ্বারা প্রমান করা যায় আসলে টাইটানিক কোন দিন ডুবেই যায় নাই। এ নিয়ে পূর্বে 'টাইটানিক শত বছরের লুকানো মিথ্যা' লেখায় বিস্তারিত আলোচনা করেছিলাম।
লেখকঃ জানা অজানার পথিক।
এইতো ছিল বারটি তথ্য, তবে ডুবন্ত এই টাইটানিক খুঁজে পাবার গল্পও কিন্তু বেশ রোমাঞ্চকর এক ঘটনা। তবে এই টাইটানিক নিয়েও কিন্তু অনেক জল্পনা-কল্পনা রয়েছে। অনেক তথ্য প্রমান রয়েছে যা দ্বারা প্রমান করা যায় আসলে টাইটানিক কোন দিন ডুবেই যায় নাই। এ নিয়ে পূর্বে 'টাইটানিক শত বছরের লুকানো মিথ্যা' লেখায় বিস্তারিত আলোচনা করেছিলাম।
লেখকঃ জানা অজানার পথিক।
Chorom
উত্তরমুছুনধন্যবাদ :)
মুছুনধন্যবাদ।।
উত্তরমুছুনপড়ার জন্য আপনাকেও ধন্যবাদ :)
মুছুনaibar o ki ager sai borefer sate gese aber noton taitanik ti astroliy ajsbe/ ? ar borofer songorse ki dube jabe ki?
উত্তরমুছুনভবিষ্যৎ বাণী করা যে আমার পক্ষে সম্ভব নয়...
মুছুনধন্যবাদ
উত্তরমুছুনপড়ার জন্য আপনাকেও ধন্যবাদ...
মুছুন