আমরা সকলেই জানি যে মহাশুন্যে শব্দ চলাচল করতে পারে না, কেননা শব্দ চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। কিন্তু মহাশুন্যে এমন কোন মাধ্যম নেই যার মধ্যে দিয়ে শব্দ চলতে পারে। কিন্তু তাই বলে কি মহাশুন্যে কোন শব্দ নেই? সকলেই বলবেন না নেই, কিন্তু আপনার ধারনা একদম ভুল। মহাশুন্যে শব্দ ইলেক্ট্রমেগ্নেটিক ভাইভ্রেশন রূপে থাকে। আর এই শব্দকে শুনতে নাসা তার প্রেরিত উপগ্রহ Voyager, INJUN 1, ISEE 1 এবং HAWKEYE তে ব্যাবহার করেছে প্লাজমা ওয়েভ এন্টিনা। আর এর মাধ্যমেই রেকর্ড করেছে মহাশুন্যের শব্দ। আর সব থেকে অদ্ভুত বিষয় হচ্ছে এই সব শব্দের কম্পাঙ্ক ২০-২০,০০০ হার্য এর মধ্যে, যা মানুষের শব্দ শোনার কম্পাঙ্কের মাত্রার মধ্যে অবস্থান করে। এই শব্দ গুলি তৈরি হয় সৌর ঝড়, নভোমন্ডল এবং গ্রহ গুলির চুম্বক আকর্ষনের ফলে উৎপন্ন ইলেক্ট্রোমেগনেটিক কনার মধ্যকার জটিল ক্রিয়ার মাধ্যমে।
চলুন তাহলে এবার শুনে আসি নাসা কতৃক ধারন কৃত মহাশূন্যের শব্দ,
ভিডিও সংগ্রহেঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন